চিংগইর দুরা !

কবীর হুমায়ুন ১৫ অক্টোবর ২০১৪, বুধবার, ০৫:২০:২৪অপরাহ্ন বিবিধ ১০ মন্তব্য

মফঃস্বল শহরের এক মহল্লার সব চেয়ে মিশুক, খোলামেলা মনের ছেলেটি লেখাপড়ায় ‘ডাব্বা’ মেরে বড় ভাইয়ের কল্যাণে এক সময় দুবাই চলে যায় । দুই বছর বাদে যখন সে দেশে ফিরল সম্পুরন ৩৮০ ডিগ্রী এঙ্গেলে তার সব কিছুর পরিবর্তন।
কি কথা বার্তায়, কি চলনে বলনে আর কি ভাবসাবে । যে ছেলে শুধু মাত্র তার মিশুক স্বভাবের কারনে পাড়ায় এতো পপুলার ছিল যাদের কাছে , আজ যেন কাউকে চিন্তেই পারছে না অথবা ভাবে গতিকে ‘তোদের সাথে মিলছে না তাই একা একা চলার নীতি’ যেন বেছে নিয়েছে ।
ধরা যাক ছেলেটির নাম আমির ।
তো যাই হোক, আমির দেশে ফিরে এখন শহরের মানুষ গুলোর চলাফেরা নোংরা মনে হয়, ভাষা তো একদম সহ্য করতে পারছে না । ভাব খানা এমন যে এই ভাষায় কোন মানুষ কিভাবে কথা বলে – তা যেন সে ভেবেই পায় না!!

যা হোক, একদিন পাড়ার এক বন্ধুসুলভ বড় ভাইএর দোকানের সামনে একটু জটলা ধরনের দেখে আমি একটু এগিয়ে গেলাম।
গিয়ে দেখি বড় একটা ঝুড়িতে প্রায় ভর্তি এক ঝুড়ি ছোট ছোট চিংড়ি মাছ, সবাই দরাদরি করছে । তো, আমির সেখানে এসে হাজির এবং যথারীতি অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলঃ হে, এ গুলো কি রে ?
মাছ ওয়ালা বল্লঃ বাইডি, চিঙ্গইর দুরা ।
আমিরঃ কি ????// !!!!!! এর মানে কি ? এটা আবার কেমন মাছ !!!এগুলো মানুষ খায় নাকি ?? …!! যতোসব ছোটলোকি কারবার !! এই মাছের নামও তো শুনিনি কোনদিন !!
এই কথা শোনার সঙ্গে সঙ্গেই বন্ধুসুলভ সেই বড় ভাই ক্ষেপে গেল !
এ আমির‍্যা হোগার পো’ তুই চিঙ্গইর দুরা চেন না আয় ?? তুই কোম্মে গোনে আইছ আয় !!! হারা জীবন এই মাছ খাইয়া বড় হইছ আর এহন আইছ জমিদারী দ্যাহাইতে ???
হালার পো হালা, তুই কি দুবাইর সুলতানের মেহ্মান হইয়া আছিলি নাহি, জমিদারের পো’ ???

আমির মুখ ভ্যাংচি দিয়ে ওখান থেকে প্রস্থান করতে করতে বল্লঃ ছোটলোক কোথাকার! ভদ্রভাবে কথাও বলতে জানে না !

যাহোক, এই ঘটনার বেশ কয়েক বছর পর, আমিও শহর ছাড়লাম। নিজের শহরে যাওয়া হয় না বহুদিন । ঢাকাতে করমব্যাস্ত দিন কাটাই। প্রায় বেশ কয়েক বছর পর নিজের শহরে গেলাম। বাইরে বের হতেই আমিরের সাথে দেখা ।
আরে বাইডি, কেমন আছো ? মোগো কি বুইল্যা টউইল্যা গেলা নাহি। তোমার লগে তো অনেকদিন বাদে দেহা হইল ( আশ্চর্য ! আমিরের ভাষা পুরাই চেঞ্জ !!) সেই আগের আমির- প্রাণবন্ত খোলা মেলা । ভালো লাগলো ।

হঠাৎ দেখি এক মাছ ওয়ালা পাশ দিয়ে যাচ্ছে । আমির ডাক দিলঃ ো মেয়া বাই, হাজি(ঝুড়ি) তে কি ?
-যে, বাইডি, দুরা মাছ !
~ আরে মেয়া আম্নেরেই তো মুই খুঁজি ! নামায়েন দেহি ।
আমি একটু টিটকিরি মারলাম চাঞ্চ পেয়ে ! আরে আমির ভাই, আপনি এই মাছ কিনবেন ! এই টা মানুষে খায় !! এইটা না ছোট লোকের খাবার !
– আরে ধুর মিয়া, মোরে লজ্জা দেও ক্যা ?? এই মাছ পাডায় বাইট্যাঁ যদি বড়া বানাইয়া খাওয়া যায়, এয়ার লগে কোন কিছুর তুলনা আছে ??! কি কও মেয়া !!

আমি হাস্লাম …চলে যেতে যেতে ভাবছি …যাক তুমি ভাইডি লাইনে আইছ তাইলে – ভালো ভালো ।
বল্লামঃ যাই আমির ভাই, দুপুরে বাসায় এসে চিংগইর মাছের বড়া দিয়া ভাত কামুনে- ভাবীরে বইল ।

* চিঙ্গইর দুরা = ছোট ছোট চিংড়ি মাছ কে বরিশালের প্রত্যন্ত অঞ্চলে দুরা মাছ বলে।
*আমির কিন্তু আর কোনদিন দুবাই ফিরে নাই বা ফিরতে পারে নাই ।

৫৯৪জন ৫৯৪জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ