প্রতিদিন মাছ/মাংস/সবজি/ফল খাওয়ায় যে বিষক্রিয়া শরীরে চলে (জানা বিষ), প্রতিদিনের সিগারেট আর হঠাৎ পাওয়া মদ তারচেয়ে বেশী ক্ষতি করে না… ভালবেসে কোনটা খাওয়াবী বল!
ভালোবেসে কিছু খাওয়াতে চাইলে পুকুরের পানি খাওয়ামু…..টিউবওয়েলের পানিতেও আর্সেনিক থাকার সম্ভাবনা আছে……। তবে একটাই শর্ত থাকবে….পুকুরের পানি পান করার পর বলা যাবে না….’ জল নিতে যারা আসে,,,, তারা পুকুরের কেউ না’ আজীবন -আমৃত্যু জলের কাছেই বন্দী হতে হবে।
ভাই, আমার এই সিরিজের পুরোটাই ১/২/৩ বাক্যেই সীমাবদ্ধ। কারণ এগুলো বাণী, বক্তব্য নয়। ফলে এখানে বাক্য বাড়ানোর সুযোগ নাই। তাই ব্লগ এডমিন যদি এভাবে প্রকাশের অনুমোদন না দেয়, তাহলে এই সিরিজটি বন্ধ করে দিতে হবে।
১০টি মন্তব্য
বন্যা লিপি
ভালোবেসে কিছু খাওয়াতে চাইলে পুকুরের পানি খাওয়ামু…..টিউবওয়েলের পানিতেও আর্সেনিক থাকার সম্ভাবনা আছে……। তবে একটাই শর্ত থাকবে….পুকুরের পানি পান করার পর বলা যাবে না….’ জল নিতে যারা আসে,,,, তারা পুকুরের কেউ না’ আজীবন -আমৃত্যু জলের কাছেই বন্দী হতে হবে।
তির্থক আহসান রুবেল
বিশুদ্ধ হলে সেটাও চলবে।
নাজমুল আহসান
আপনার এই পোস্টটি নীতিমালা (১২) পরিপন্থী। ভবিষ্যতে এ জাতীয় পোস্ট না দিতে অনুরোধ করা হল।
তির্থক আহসান রুবেল
ভাই, আমার এই সিরিজের পুরোটাই ১/২/৩ বাক্যেই সীমাবদ্ধ। কারণ এগুলো বাণী, বক্তব্য নয়। ফলে এখানে বাক্য বাড়ানোর সুযোগ নাই। তাই ব্লগ এডমিন যদি এভাবে প্রকাশের অনুমোদন না দেয়, তাহলে এই সিরিজটি বন্ধ করে দিতে হবে।
ইমরান
যস্মিন দেশে যদাচার
রোকসানা খন্দকার রুকু
মদ চেখে দেখা যেতে পারে🤣🤣
তির্থক আহসান রুবেল
আবার জিকস…. ও থুক্কু এখন রোজা…. আসছে চাঁদরাতে আবার হবে 😉
নবকুমার দাস
ভাই, ভালোবেসে কেউ কি বিষ খাওয়াতে পারে ? আমি নিজের হাতের রান্না খাওয়াতে পারি😀🍎
তির্থক আহসান রুবেল
রান্নার যে আইটেম তাতেই তো বিষ
নবকুমার দাস
Totally Confused 😕