নোট:
শুরুতেই জানিয়ে রাখি, সিরিজ আকারে যে বাণীগুলো আসবে তার বাহ্যিক আর ভেতরের রূপে একটা টানাটানি আছে। ফলে কোন কারণে কেউ যদি কোন কারণে বাণীর তাৎপর্য নিয়ে দ্বিধায় পড়েন, সাথে সাথে দ্বিধাহীন জানতে চাইবেন। বিশ্লেষণ পেয়ে যাবেন।
সবাইকে ধন্যবাদ।
চশমাওলা শয়তানের মহান বাণী-১:
দেখতে চাই, ছুঁতে চাই, শুতে চাই— তুই কি আমার বন্ধু হবি বল!
১৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বন্ধু হয়ায় যায়
তির্থক আহসান রুবেল
এখানেই গল্পটা গভীর 🙂
বোরহানুল ইসলাম লিটন
বেশ অনুভবী উচ্চারণ!
তির্থক আহসান রুবেল
এটা এখনকার ছেলে/পুরুষের গোপন চুক্তি মূলত। তার সব চাই, কিন্তু সম্পর্কটা শুধুই বন্ধুত্বের।
নাজমুল আহসান
আপনাকে সোনেলা নীতিমালা পড়ে নিতে অনুরোধ করছি।
তির্থক আহসান রুবেল
ভাই, আমার এই সিরিজের পুরোটাই ১/২/৩ বাক্যেই সীমাবদ্ধ। কারণ এগুলো বাণী, বক্তব্য নয়। ফলে এখানে বাক্য বাড়ানোর সুযোগ নাই।
কামাল উদ্দিন
বন্ধু হলে তো সবই চলে, নাকি?
তির্থক আহসান রুবেল
সেটাই একটু অন্য ঢংয়ে বলা। সবই চাই, কিন্তু সম্পর্কে শুধুই বন্ধু।
মোঃ মজিবর রহমান
চলুক বাণী এক সঙ্গে দুইটি।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ। ২য় বাণী ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তবে আপনার পরামর্শটা ভাল মনে হচ্ছে। একসাথে দুটো করে দিলে পড়তে আরেকটু ভাল রাগতে পারে।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ রুবেল ভাই।
রোকসানা খন্দকার রুকু
এখন এটাই ফ্যাশন চলছে। সমস্যা কি?? পরের বাণীর অপেক্ষা,,,,
তির্থক আহসান রুবেল
পরবর্তী বাণী ইতিমধ্যে প্রকাশ করেছি লেডি।
ধন্যবাদ
নবকুমার দাস
শেষ থেকে প্রথমে এলাম। শুরুতেই চমক আছে ।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ। মাঝে দুটো সিরিজ ব্লক খাওয়ায় যে ফ্লো টা উঠেছিল তা কিছুটা ভাটা পড়েছে।
ধন্যবাদ পুরোনোগুলো খুজেঁ দেখার জন্য।