মা মা, ব্যাঙ ব্যাঙ
ঐ শোন ঘ্যাঙর ঘ্যাঙ
ঐ শোন ঘ্যাঙর ঘ্যাঙ
মা মা, কোন ব্যাঙ?
ঘ্যাঙর ঘ্যাঙ, ঘ্যাঙর ঘ্যাঙ
দেখতে বড় মোটা মোটা
গায়েতে যে ডোরা কাঁটা
সোনা বরণ হলুদ মাখা
লাফিয়ে চলে একা একা।
ঘ্যাঙর ঘ্যাঙ, ঘ্যাঙর ঘ্যাঙ
মা মা, ঐ টা কি সোনা ব্যাঙ?
ডাকে ঘ্যাঙ, ঘ্যাঙ ঘ্যাঙ
ঘ্যাঙর ঘ্যাঙ, ঘ্যাঙর ঘ্যাঙ
২০টি মন্তব্য
আমার স্বপ্ন ও মনের কথা
যা লিখবই না………।
কেমন জানি হয় বার বার………………।।
স্বপ্ন নীলা
ছবি এবং কবিতা দুটোই ভাল হয়েছে,,,,,,,,,,
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ আপু……………
নীহারিকা
🙂
আমার স্বপ্ন ও মনের কথা
🙂 🙂 -{@ 🙂 🙂
জিসান শা ইকরাম
হা হা হা হা
দারুন লিখেছেন সীমা ।
এমন লেখা আরো চাই ।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ আপনাকে ভাইয়া
ছাইরাছ হেলাল
আপনি দেখছি সোনা ব্যাঙ নিয়েও সুন্দর করে লিখে ফেলেছেন ।
আমার স্বপ্ন ও মনের কথা
লিখলাম আর কি………।।
ধন্যবাদ
আদিব আদ্নান
ব্যাঙ নিয়ে এত ভাল লেখেন কী করে !
আমার স্বপ্ন ও মনের কথা
জানি না , জানলে জানাব 🙂
শুন্য শুন্যালয়
কেমন জানি বর্ষা কালের আওয়াজ পাচ্ছি… 😀
আমার স্বপ্ন ও মনের কথা
হা আমার মত আপনিও পাচ্ছেন 😮
খসড়া
যদিও বর্ষাকাল নয় তবুও বাইরে বৃষ্টি। হয়ত ব্যাঙের ছড়ার সাথে মিলে গেল।:)
আমার স্বপ্ন ও মনের কথা
ভাইয়া ঠিক বলেছেন । বর্ষা নয় তবুও বৃষ্টি 🙂
রাহুল উজ্জ্বল
বর্ষার দিনের একটা বাহিরের পরিবেশ তুলে ধরেছেন।
দারুণ।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ভাইয়া 😀
যাযাবর
দারুন তো সীমাপু । সবুজ ব্যাঙ আছে নাকি ? -{@
আমার স্বপ্ন ও মনের কথা
সবুজ তো লিখি নি সোনা লিখেছি 🙂
যাই হোক ধন্যবাদ আপনাকে -{@
আমার স্বপ্ন ও মনের কথা
-{@ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ -{@