গেঁয়ো মেয়ে

খাদিজাতুল কুবরা ২ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ০৮:৫৮:১১অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য

সেই হতভাগী গেঁয়ো মেয়ে
যার সকাল খোয়া গেছে মহাকালের আগে।
তাই প্রেমের ভাগশেষ কবিতায় জাগে!
গোধূলির আলোমাখা বিকেল বিবর্ণমুখ!
সূর্য নামে পাটে অমীমাংসিত অনুরাগে!

সেই হতভাগী গেঁয়ো মেয়ে
ছিলো হয়তো চঞ্চলা কৈশোর সারল্যে ভরা!
আজকে সে অভিজ্ঞতায় জীর্ণ আটপৌড়া!
চোখদুটো আর অকারণ ব্যথায় ছলছল করেনা!
আবার হর্ষ – বিষাদে অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলেনা!

সেই হতভাগী গেঁয়ো মেয়ে
গাছে ছড়া, মাছ ধরা,গোল্লাছুট খেলা মনে আর পড়েনা!
সেই কোমলপ্রাণে জায়গা পেয়েছে ডালনা – বাটনা।
হরিণির মতো দুরন্তপনায় মন আর নাচে না!
কোকিলের কুহুতানে আকুল হিয়া ব্যাকুল হয়না!

সেই হতভাগী গেঁয়ো মেয়ে
আজ অবসর কাটে জানালার গ্রীলে আকাশ দেখে,
পুকুর পাড়ের খোলা মাঠে,, ক্ষেতের আলের ডাকে,
মরচেপড়া স্মৃতি স্মরণিকা কাঁদে অপারগতার দুঃখে!
সন্ধ্যাতারা অদৃশ্য প্রায়, নিয়ন আলোর বাঁকে।

১২৪৫জন ১০৬৭জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ