গান-৭৪

রকিব লিখন ৭ জানুয়ারি ২০১৪, মঙ্গলবার, ১১:১৯:১৮অপরাহ্ন সঙ্গীত ২০ মন্তব্য


মেঘ করেছে ষড়যন্ত্র
বাতাস করেছে অনশন
ছাড়বে তোমাকে ওরা
যদি না দাও আমায় মন

গাইবে না পাখি আর গান
বৃক্ষ হবে না ফলবান
যদি তুমি না হও আমার
আঁধারে ছেয়ে যাবে ভুবন

চেয়ে দেখ তুমি একবার
ভুবন করছে হাহাকার
ধ্বংস হয়ে যাবে ভুবন
যদি না দাও আমায় মন

৬৬৯জন ৬৬৯জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ