একতারাটা আগের মত
বাজে নাতো আর
আউল কেশে বাউল পথে
ঘুরে না তো আর
সোনার বাংলায় আইলো হাইরে
কঙ্গ আর গিটার
পথের বাকে জটলা করে
বাউল গাইতো গান
শুনে আমার বাংলার কথা
জুড়াতো গো প্রাণ
যন্ত্রের মন্ত্র আইলো দেশে
কোথায় গেল বাউল গানের সুর
আমার মন যে লাগে বেদনা বিধুর
প্রাণের কথা গানের কথা
যন্ত্রের মন্ত্রে নাই
বাউল গানের সুরের মাঝে
আমি নিজেরে হারাই
কোথায় গেলে পাব আমি
হারিয়ে যাওয়া বাউল গানের সুর
আমার মন যে লাগে বেদনা বিধুর
@
৬টি মন্তব্য
রিমি রুম্মান
সব কিছুই ক্যামন যান্ত্রিক হয়ে যাচ্ছে। ভাল লাগলো লেখাটি।
জিসান শা ইকরাম
খুব মিস করি এসব আজকাল
খসড়া
বাউলগান জারি গান আনন্দের তুফান হেলিয়া দুলিয়া সব মুর্শিদি গাইতাম।
হলুদ পরী সাদা নাকফুল
সুন্দর হয়েছে অনেক গানটা 🙂
লীলাবতী
নস্টালজিক হয়ে পরলাম ভাই।
জিসান শা ইকরাম
ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন ভাই —
সুন্দর হয়েছে ।