গান-০৩

রকিব লিখন ২৪ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার, ১২:৫৪:৩৫পূর্বাহ্ন সঙ্গীত ৬ মন্তব্য

একতারাটা আগের মত
বাজে নাতো আর
আউল কেশে বাউল পথে
ঘুরে না তো আর
সোনার বাংলায় আইলো হাইরে
কঙ্গ আর গিটার

পথের বাকে জটলা করে
বাউল গাইতো গান
শুনে আমার বাংলার কথা
জুড়াতো গো প্রাণ
যন্ত্রের মন্ত্র আইলো দেশে
কোথায় গেল বাউল গানের সুর
আমার মন যে লাগে বেদনা বিধুর

প্রাণের কথা গানের কথা
যন্ত্রের মন্ত্রে নাই
বাউল গানের সুরের মাঝে
আমি নিজেরে হারাই
কোথায় গেলে পাব আমি
হারিয়ে যাওয়া বাউল গানের সুর
আমার মন যে লাগে বেদনা বিধুর
@

৫৮২জন ৫৮২জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ