আসলে লেখার তেমন কিছু পাচ্ছি না!!!!!!!!!!! তাই পছন্দের গান পুস্টাইতেসি!!!

শিল্পীঃ ফয়সাল রদ্দি

নির্ঘুম চোখ জানালায়
আমি নিজেকে শোনাই নিজের গান
স্বপ্নরা জেগে থাক
মনের ভিতর চলছে তুফান
তুফান তুফান আ আ

অগুছালো সব আশাগুলো জ্বলো
নিভু নিভু শত তারার আলো,
চোখে চোখ রেখে রয়ে যায় বহু দূরে,
জমে থাকা চিৎকারে ।

নির্ঘুম চোখ জানালায়
আমি নিজেকে শোনাই নিজের গান
স্বপ্নরা জেগে থাক
মনের ভিতর চলছে তুফান
তুফান তুফান আ আ

কেউ না থাক আছো জোনাকি,
আছো আকাশ সেও একাকি,
আছো জানালায় ঘুমন্ত শহর…
শুন কথার পিঠে কথার বহর

নির্ঘুম চোখ জানালায়
আমি নিজেকে শোনাই নিজের গান
স্বপ্নরা জেগে থাক
মনের ভিতর চলছে তুফান
তুফান তুফান আ আ

ইদানিং আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারছি না। তাই দুঃখিত। একদিন সব কমেন্টের রিপ্লাই একবারেই দিব ইনশাল্লাহ।

১৮০১জন ১৮০০জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ