আসলে লেখার তেমন কিছু পাচ্ছি না!!!!!!!!!!! তাই পছন্দের গান পুস্টাইতেসি!!!
শিল্পীঃ ফয়সাল রদ্দি
নির্ঘুম চোখ জানালায়
আমি নিজেকে শোনাই নিজের গান
স্বপ্নরা জেগে থাক
মনের ভিতর চলছে তুফান
তুফান তুফান আ আ
অগুছালো সব আশাগুলো জ্বলো
নিভু নিভু শত তারার আলো,
চোখে চোখ রেখে রয়ে যায় বহু দূরে,
জমে থাকা চিৎকারে ।
নির্ঘুম চোখ জানালায়
আমি নিজেকে শোনাই নিজের গান
স্বপ্নরা জেগে থাক
মনের ভিতর চলছে তুফান
তুফান তুফান আ আ
কেউ না থাক আছো জোনাকি,
আছো আকাশ সেও একাকি,
আছো জানালায় ঘুমন্ত শহর…
শুন কথার পিঠে কথার বহর
নির্ঘুম চোখ জানালায়
আমি নিজেকে শোনাই নিজের গান
স্বপ্নরা জেগে থাক
মনের ভিতর চলছে তুফান
তুফান তুফান আ আ
ইদানিং আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারছি না। তাই দুঃখিত। একদিন সব কমেন্টের রিপ্লাই একবারেই দিব ইনশাল্লাহ।
৭টি মন্তব্য
মা মাটি দেশ
:Pleasure: খুব সুন্দর।
লীলাবতী
এই গান তো শুনি নি এখনো । লিংক দিলে ভালো হতো । উত্তর চাইনা । অন্যের লেখায় মন্তব্য দিলেও আমি খুশি । আমার লেখায় বেশী বেশী দিলে আরো খুশি :p
রাতুল
গান পুস্টান, সমস্যা নাই, গানের ডাউনলোড লিঙ্ক না দিলে কলাম কাম ডা ঠিক হপে না !! 🙁
গানের কথা পড়লে তো গান ডাও হুন্তে ইচ্ছা করে !! 🙁 বুঝেন না ক্যা ??
শুন্য শুন্যালয়
কথাগুলো বেশ বেশ… শুনিনি গানটি আগে…
ধন্যবাদ আপনাকে…
ছাইরাছ হেলাল
সুন্দর গান শুনেছি ও অনেক বার ।
উত্তরের অপেক্ষা করব ।
ব্লগার সজীব
কথা গুলো সুন্দর । যদিও শুনিনি আগে ।
আদিব আদ্নান
গান পুস্টালেও সমস্যা নাই ।
চলবে ।