ড্যামিশ—
খুব জানতে ইচ্ছে করছে, কেমন আছো তুমি?—
কতোদিন পর তোমায় আবার লিখছি—অথচো দেখো আজো তোমার জন্য আমি কোন উপমা খুঁজে পেলাম না—অদ্ভূত আমি, তাই না?……
জানো বুদ্ধু, বাহিরের এই আমি অনেক বদলে গিয়েছি–সময়ে নাকি সবাইকে বদলাতে হয়—তাই আমিও বদলে গিয়েছি–কিন্তু ভিতরের আমি সেই আগের আমিই রয়ে গেলাম–তাইতো এখনো তোমায় নিয়ে আমার ভাবনার জগতে এলোমেলো হাজারো স্বপ্ন বুনে যাই—বিশাল ঐ আকাশে তাকিয়ে আমি আজো তোমার মুখচ্ছবি খুঁজে বেড়ায়–কল্পনার জল রঙে আমি আজো তোমার ছবিই এঁকে যাই–আমি আজো তোমাতেই মগ্ন……..
জানো ড্যামিশ, আমার না জানা নেই, কি কি গুণ থাকলে কেউ কাউকে ভালবাসতে পারে, কিংবা ভালবাসা পেতে পারে–মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, কত মহান হলে কেউ ভালবাসতে পারে? কিংবা ভালবাসা পেতে পারে?—হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করেও আমি জানতে পারিনি—তোমার কি জানা আছে?……
জানো আমার না ভালবাসি এই কথাটা আগে কখনো বলা হয়নি—খুব ইচ্ছে করে তোমায় বলি ভালবাসি—সকাল’বিকেল, আলো’আঁধারে, সময়’অসময়ে, যখন’তখন, কারণে’অকারণে বলি ভালবাসি—কিন্তু ভয় হয়, যখন দেখি অর্থলোভীরা ভালবাসাকে তাদের প্রাচুর্যের আবরণে নিঃস্ব করে রেখেছে–প্রচন্ড ভয় হয়, যখন দেখি স্বার্থপরেরা ভালবাসাকে চিনে বাদামের খোসায় পরিণত করে রেখেছে–আচ্ছা তুমিও কি এমন কেউ?–না, তুমি এমন হতেই পারো না—তুমিতো আমার ড্যামিশ, আমার বুদ্ধু–তুমি সবার উর্দ্ধ্বে—তারপরও জানি না কিসের এতো ভয়?………
জানো, রাত যখন গভীর হয়, চারপাশটা যখন নিস্তব্ধ নিরব হয়ে যায়, তোমার সাথে তখন আমার খুব কথা বলতে ইচ্ছে করে ড্যামিশ—শুধু কি কথা, খুব বেশী নিস্তব্ধতায় যে তোমার নিঃশ্বাসটুকুও আমাকে ছুঁয়ে যায়, এইটুকু ছোঁয়া এতোটা গভীরভাবে কি তুমি কখনো অনুভব করতে পারো ড্যামিশ?—আগেও তোমার কাছে জানতে চেয়েছিলাম, আজো জানতে চাই-“তুমি আমার ঘুম হবে”?—আমি সব ভুলে তোমার বুকে মাথা রেখে একটু ঘুমোতে চাই………
আমার চিঠিগুলো তুমি পাচ্ছো তো ড্যামিশ?……
আমার মতো করে, ভালবাসি বলে, কখনো কি লিখবে আমায়?…….
ভালো থেকো ড্যামিশ—অনেক অনেক অনেক ভালো থেকো—বাস্তবে না হোক, স্বপ্ন কল্প মায়ার জগতে তুমি আমার হয়ে থেকো……..
(খেয়ালী মেয়ের স্বপ্নীল চিঠি)
৪৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
অনেক আবেগ দিয়ে লেখা একটি চিঠি
এ চিঠি পৌছে যাক ড্যামিশের কাছে
দুর্ভাগ্য ড্যামিশের এমন আবেগী একজনের ভালবাসা সে পেল না।
খেয়ালী মেয়ে
হুমমম এটা ড্যামিশের র্দুভাগ্যে যে, সে সত্যিকার ভালবাসা অনুভবই করতে পারলো না কখনো…তারপরও চাওয়া চিঠি পৌঁছে যাক ড্যামিশের কাছে…
ব্লগার সজীব
এমন চিঠি যার জন্য লেখা,তিনি অনেক ভাগ্যবান।খেয়ালী মেয়েটি অত্যন্ত আবেগী 🙂 -{@
খেয়ালী মেয়ে
খেয়ালী মেয়েটা সত্যিই একটু বেশী আবেগী, যা একদম ঠিক না 🙁
ব্লগার সজীব
আবেগ ব্যতীত জীবন চলবে কিভাবে?আবেগের চাষ বৃদ্ধি করুন,আবেগ ফলান বেশী বেশী 🙂
খেয়ালী মেয়ে
আবেগ এমনিতেই একটু বেশি আর চাষ করতে হবে না 🙂 ….
আপনেরে তো হারিকেন নিভাইয়া খুঁজি, কিন্তু খুঁইজা পাই না ক্যান?..থাকেন কই?…
ব্লগার সজীব
খুজলে ঠিকই চিঠি দিতেন।আমি আপনার বুদ্দুর মত না,আমি চিঠির জবাব দিতাম :p
খেয়ালী মেয়ে
খুঁজি খুঁজি..
ঘাপটি মেরে বসে আছেন কই সেটা কন আগে :@
ব্লগার সজীব
এই তো আমার চেয়ারে বসে আছি।চিঠি লেখেন উত্তর দেবই দেব সোনেলায় 🙂
খেয়ালী মেয়ে
চিঠি?..তাও আবার আপনেরে?…বুঝছি আপনার বাসায় আয়না নাই :p
ব্লগার সজীব
আপনি আয়নার কথা বলতে পারলেন আপু?এত সুন্দর করে আপু কে ডাকবে আপনাকে?লাগবেনা চিঠি 🙁 আমার আপু আছেনা?সে আমাকে লিখবে 🙂
লীলাবতী
পোলাপাইন রে চিঠি লিখে কি হবে?সজীবের কত শখ চিঠি পাবার 😛
খেয়ালী মেয়ে
সজীব বুড়া কেউই আপনেকে লিখবে না…বুইজছুন কিছু 🙂
লীলাবতী আপু দেখছো পোলাডার শখ কতো?..
কৃন্তনিকা
খুব জানতে ইচ্ছে করছে ড্যামিশ কি চিঠিগুলো পায়? উত্তর দেয়?
আচ্ছা, ড্যামিশ কেমন? খেয়ালী মেয়ে তাকে কেন এতো ভালবাসে?
খেয়ালী মেয়ে
সবগুলো প্রশ্নের উত্তর অজানা–
তবে খেয়ালী মেয়েটা ড্যামিশকে খুব বেশি ভালবাসে–
প্রচুর মায়া,ভালবাসা,স্বপ্ন,ভাবনা কাজ করে এই ড্যামিশকে ঘিরে…
রিমি রুম্মান
ড্যামিশকে সোনেলায় নিয়ে আসা হোক । এতো সুন্দর আবেগি চিঠি যাকে উদ্দেশ্য করে লেখা, তাকে জানার সাধ জাগে…
খেয়ালী মেয়ে
নিয়ে আসা হোক ড্যামিশকে সোনেলাতে 🙂 কিন্তু কিভাবে ;?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আবেগ তাড়িত ভালবাসায় কেবল
কষ্টেরা বাসা বাধে
বাস্তবতায় যা অদৃশ্য থাকে
ভাল লিখেছে মনে হচ্ছিল যেন কবিতা পড়ছিলাম।ড্যামিশরা যেখানেই থাকুক শান্তিতে থাকুক -{@
খেয়ালী মেয়ে
কল্পনায় জীবন অনেক মধুর–
বাস্তবে জীবন বেদনা বিধুর–
আমারও চাওয়া ড্যামিশ যেখানেই থাকুক ভালো থাকুক,শান্তিতে থাকুক -{@
স্বপ্ন
এমন চিঠি যদি আমি পেতাম,আনন্দে নিজকে ভাগ্যবান মনে করতাম।
খেয়ালী মেয়ে
ইশশশশশশশশশ্ এই কথাটা যদি একবার ড্যামিশ বলতো….
মারজানা ফেরদৌস রুবা
খেয়ালি মেয়ের খেলালি চিঠিখানা বড়ই আবেগ আর ভালবাসায় ভরপুর।
প্রাণটা জুড়িয়ে গেলো।
খেয়ালী মেয়ে
মন উজাড় করে লিখেছি–তাই প্রাণটা জুড়িয়ে গেলো শুনে ভাল লাগছে 🙂
নুসরাত মৌরিন
এমন মন ছুঁয়ে যাওয়া চিঠি!!
ড্যামিশ কোথায়?আমি জানি সে যেখানেই থাকুক,চিঠিগুলো ঠিক তার কাছে পৌঁছুবেই,…।
ভালবাসা ঠিক ঠাক ঠিকানা খুঁজে নেয়।
খেয়ালী মেয়ে
আপনার কথায় ফুলচন্দন পড়ুক আপু -{@
লীলাবতী
উফ!ড্যামিশ টাকে যে কোথায় পাই!পেলে বেঁধে নিয়ে আসতাম পরী আপুর কাছে।ড্যামিশ বড়ই অভাগা,এত ভালবাসা সে মিস করলো।আপুরে এত আবেগ কিভাবে আনেন?
খেয়ালী মেয়ে
কাশশশশশ্ কেউ তাকে খুঁজে পেতো 🙁
আবেগ আনার রহস্যে কমু না কাউরে :p
আমার যত আবেগ সব ড্যামিশের জন্যই এমনিই চলে আসে, উপরওয়ালার দান 🙂
লীলাবতী
খুঁজে পাও তাকে এই কামনা করি পরী আপু 🙂
খেয়ালী মেয়ে
তোমার চাওয়াটা পূরণ হোক আপু -{@ (3
লীলাবতী
হবে হবে পুরন হবে 🙂
ছাইরাছ হেলাল
ড্যামিস খুব ভাগ্যবান। এত্তদিন পর মনে পড়ল তার কথা!!!!
খেয়ালী মেয়ে
সেতো মনের মাঝেই থাকে, মনে পড়বে কি 🙂
ভাবনাগুলোকে শব্দজটে বাঁধতে সময় লেগে যায়, তাইতো দেরী হয়ে যায় 🙁
সঞ্জয় কুমার
রিমি রুম্মান বলেছেনঃ
মার্চ ২১, ২০১৫, ১০:৫৪ পূর্বাহ্ন
ড্যামিশকে সোনেলায় নিয়ে আসা হোক । এতো সুন্দর আবেগি চিঠি যাকে উদ্দেশ্য করে লেখা, তাকে জানার সাধ জাগে…
সহমত । কবে আশা পূরণ হচ্ছে ?
খেয়ালী মেয়ে
আমিও চাই ড্যামিশকে সোনেলাতে নিয়ে আসা হোক, কিন্তু কিভাবে? ;?
আবু জাকারিয়া
দোয়া করি ড্যামিস ভাল থাকুক, সেই সাথে আপনিও।। ভাল লাগল।।। -” আগেও তোমার কাছে জানতে চেয়েছিলাম, আজো জানতে চাই-“তুমি আমার ঘুম হবে”?”
খেয়ালী মেয়ে
শুধু আমরা ভালো থাকলে চলবে না 🙂
সবাই ভালো থাকুক, শুভকামনা রইলো সবার জন্য 🙂
শুন্য শুন্যালয়
কি কি গুণ থাকলে কেউ কাউকে ভালোবাসতে পারে, এ প্রশ্নের উত্তর যে খুব কঠিন। ড্যামিশ পাক বা না পাক এমন চিঠি আমরা পড়তে পারছি এতেই নিজেকে ভাগ্যবান মনে করছি। ইশ যদি কখনো ড্যামিশ এ চিঠির উত্তর লিখতো!! অনেক আবেগী মেয়েটা ভালো থাকুক সবসময়।
খেয়ালী মেয়ে
ইশশশশশশশশশশশশ সত্যি যদি কখনো ড্যামিশ চিঠির উত্তর লিখতো, তবে পৃথিবীতে আমার মতো ভাগ্যবান আর কেউই হতো না 🙁
শুন্য আপুও ভালো থাকুক সব সময় (3 -{@
ব্লগার সজীব
আপুর প্রফাইলে রোজ আসি নতুন লেখ পড়ার জন্য।পাইনা 🙁 আপনার মত লিখতে পারলে রোজ পোষ্ট দিতাম 🙂
খেয়ালী মেয়ে
থাক আর কিছু কইলাম না, কেমন চাপাবাজ দেখছনি ^:^
ব্লগার সজীব
চাপাবাজ না আপু,সত্যি সত্যি সত্যি 🙂
খেয়ালী মেয়ে
সত্যি সত্যি 😮
মেহেরী তাজ
আচ্ছা আপু আপনি এত্তসুন্দর করে আপনার বুদ্ধু ড্যামিশ কে যে লিখেন, সে কি আপনার লেখা পায় না????
যদি পেয়ে থাকে তাহলে জবাব ও দেয়। জবাব গুলো কই লুকিয়ে রাখেন??? :p
আপনার ড্যামিশ আপনারি থাক…..
আপনি লিখতে থাকুন এমন চিঠি….
খেয়ালী মেয়ে
সত্যি বলছি আপু কোন জবাব পাই না 🙁 মনে হয় চিঠি সে পায় না, কিংবা পড়ে না 🙁
হুমমমম আমার ড্যামিশ শুধু আমারিই 🙂
মেহেরী তাজ
আমার তো মনে হয় আপনি চাপাবাজি মারছেন। :p
আর আপনার ড্যামিশ কে কেউ চাইবে, আমরা অনেক ভালো। :p :p
খেয়ালী মেয়ে
চাপাবাজি? :O এইডা আবার কি জিনিস আপু?…