খেয়ালী মেয়ের চিঠি-৬

খেয়ালী মেয়ে ২০ মার্চ ২০১৫, শুক্রবার, ০৮:২২:২৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৬ মন্তব্য

ড্যামিশ—
খুব জানতে ইচ্ছে করছে, কেমন আছো তুমি?—
কতোদিন পর তোমায় আবার লিখছি—অথচো দেখো আজো তোমার জন্য আমি কোন উপমা খুঁজে পেলাম না—অদ্ভূত আমি, তাই না?……

জানো বুদ্ধু, বাহিরের এই আমি অনেক বদলে গিয়েছি–সময়ে নাকি সবাইকে বদলাতে হয়—তাই আমিও বদলে গিয়েছি–কিন্তু ভিতরের আমি সেই আগের আমিই রয়ে গেলাম–তাইতো এখনো তোমায় নিয়ে আমার ভাবনার জগতে এলোমেলো হাজারো স্বপ্ন বুনে যাই—বিশাল ঐ আকাশে তাকিয়ে আমি আজো তোমার মুখচ্ছবি খুঁজে বেড়ায়–কল্পনার জল রঙে আমি আজো তোমার ছবিই এঁকে যাই–আমি আজো তোমাতেই মগ্ন……..

জানো ড্যামিশ, আমার না জানা নেই, কি কি গুণ থাকলে কেউ কাউকে ভালবাসতে পারে, কিংবা ভালবাসা পেতে পারে–মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, কত মহান হলে কেউ ভালবাসতে পারে? কিংবা ভালবাসা পেতে পারে?—হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করেও আমি জানতে পারিনি—তোমার কি জানা আছে?……

জানো আমার না ভালবাসি এই কথাটা আগে কখনো বলা হয়নি—খুব ইচ্ছে করে তোমায় বলি ভালবাসি—সকাল’বিকেল, আলো’আঁধারে, সময়’অসময়ে, যখন’তখন, কারণে’অকারণে বলি ভালবাসি—কিন্তু ভয় হয়, যখন দেখি অর্থলোভীরা ভালবাসাকে তাদের প্রাচুর্যের আবরণে নিঃস্ব করে রেখেছে–প্রচন্ড ভয় হয়, যখন দেখি স্বার্থপরেরা ভালবাসাকে চিনে বাদামের খোসায় পরিণত করে রেখেছে–আচ্ছা তুমিও কি এমন কেউ?–না, তুমি এমন হতেই পারো না—তুমিতো আমার ড্যামিশ, আমার বুদ্ধু–তুমি সবার উর্দ্ধ্বে—তারপরও জানি না কিসের এতো ভয়?………

জানো, রাত যখন গভীর হয়, চারপাশটা যখন নিস্তব্ধ নিরব হয়ে যায়, তোমার সাথে তখন আমার খুব কথা বলতে ইচ্ছে করে ড্যামিশ—শুধু কি কথা, খুব বেশী নিস্তব্ধতায় যে তোমার নিঃশ্বাসটুকুও আমাকে ছুঁয়ে যায়, এইটুকু ছোঁয়া এতোটা গভীরভাবে কি তুমি কখনো অনুভব করতে পারো ড্যামিশ?—আগেও তোমার কাছে জানতে চেয়েছিলাম, আজো জানতে চাই-“তুমি আমার ঘুম হবে”?—আমি সব ভুলে তোমার বুকে মাথা রেখে একটু ঘুমোতে চাই………

আমার চিঠিগুলো তুমি পাচ্ছো তো ড্যামিশ?……

আমার মতো করে, ভালবাসি বলে, কখনো কি লিখবে আমায়?…….

ভালো থেকো ড্যামিশ—অনেক অনেক অনেক ভালো থেকো—বাস্তবে না হোক, স্বপ্ন কল্প মায়ার জগতে তুমি আমার হয়ে থেকো……..

(খেয়ালী মেয়ের স্বপ্নীল চিঠি)

৮১৫জন ৮১৯জন
0 Shares

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ