আর খুঁজে না পাবার বেদনা
না হয় রাখা থাক গোপনে,
সে পাতা আর খুলবে না জানি
সময় সরে গেছে দূরে,বহু দূর–
সেই নদী,সেই চেনা চেনা মুখগুলি
সরে যাচ্ছে…সরে যাচ্ছে।
ভাবনা বড় কাল্পনিক জানি—
ধোঁয়া কিম্বা সকালের ঘাস শিশিরের মত।
যত কাছে আসে বিদায়ের দিন
সায়াহ্নের বাঁশি ডাক দিয়ে যায় বারবার,
এতো সে রাখালিয়া বাঁশি নয়—
এ যে চলে যাবার,বহু দূরে চলে যাবার
ডাক দিয়ে যাওয়া।
হু হু বাতাসে শুনতে পাই
পুরনো স্মৃতি ঝর ঘর বাড়ি
ক্রমশ ধ্বসে যাচ্ছে মনের ভিতর…
স্বপ্নের ভিতর…
২০টি মন্তব্য
খসড়া
🙂
tapaskiran ray
আপনার বক্তব্য কিন্তু বুঝতে পারলাম না।
খসড়া
লেখা ভাল লেগেছে আমি খুশি হয়েছি।
তাপসকিরণ রায়
আপনাকে অনেক ধন্যবাদ।
লীলাবতী
খুব ভালো লেগেছে
তাপসকিরণ রায়
অনেক অনেক ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
আপনাকে সম্ভবত আজ প্রথম দেখলাম এখানে…স্বাগতম সোনেলায় -{@
লেখা অনেক ভালো লেগেছে…
তাপসকিরণ রায়
হ্যাঁ,নতুন জয়েন করলাম।অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
কবিতায় বেদনা স্পষ্ট
হাহাকারটা স্পর্শ করে গেল অন্তর ।
ভালো লেগেছে ।
লিখুন নিয়মিত , শুভ কামনা ।
তাপসকিরণ রায়
আপনার শুভ কামনা আমার মন ভরিয়ে দিল। ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে ।
সুন্দর আপনার স্মৃতিময়তা ।
লিখুন নিয়মিত ।
তাপসকিরণ রায়
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
আপনার প্রফাইল দেখলাম
আমরা গর্বিত এত গুণী একজন লেখক আমাদের এই ছোট্ট সোনেলায় লিখছেন।
ধন্যবাদ আবারো আপনাকে ।
তাপসকিরণ রায়
বাংলা লেখকের এত ছড়াছড়ি যে তাঁরা আনেক মুল্যহীন হয়ে পড়েছেন।না লিখে পারি না তাই…অনেকটা নেশার মত লিখে যাই বলতে পারেন।
নীলকন্ঠ জয়
জলছবির পর দাদাকে এখানে পেলাম। ভালো লাগছে। আশা করি আপনারও ভালো লাগবে।
সুস্বাগতম। -{@
তাপসকিরণ রায়
আপনাকেও এখানে পেয়ে ভাল লাগল–লেখা পড়েছেন জেনে খুশি হলাম।
নীহারিকা
(y)
তাপসকিরণ রায়
ধন্যবাদ।
লীলাবতী
অসাধারণ লাগলো দাদা । -{@
তাপসকিরণ রায়
আসাধারন? খুব খুশি হলাম,অনেক ধন্যবাদ।