খুঁজে না পাবার

তাপসকিরণ রায় ১৯ অক্টোবর ২০১৩, শনিবার, ১১:১৯:১৩অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

আর খুঁজে না পাবার বেদনা
না হয় রাখা থাক গোপনে,
সে পাতা আর খুলবে না জানি
সময় সরে গেছে দূরে,বহু দূর–
সেই নদী,সেই চেনা চেনা মুখগুলি
সরে যাচ্ছে…সরে যাচ্ছে।

ভাবনা বড় কাল্পনিক জানি—
ধোঁয়া কিম্বা সকালের ঘাস শিশিরের মত।
যত কাছে আসে বিদায়ের দিন
সায়াহ্নের বাঁশি ডাক দিয়ে যায় বারবার,
এতো সে রাখালিয়া বাঁশি নয়—
এ যে চলে যাবার,বহু দূরে চলে যাবার
ডাক দিয়ে যাওয়া।

হু হু বাতাসে শুনতে পাই
পুরনো স্মৃতি ঝর ঘর বাড়ি
ক্রমশ ধ্বসে যাচ্ছে মনের ভিতর…
স্বপ্নের ভিতর…

১০৬৮জন ১০৬৮জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ