খায়েশ

হালিম নজরুল ২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১০:১৮:৫৫অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য

লোকে যত বলুক না – আমি লোক ভাল না
ব্যাবসাটা কালো,তবে আমি অত কালো না

অন্যের সম্পদে বিন্দুও লোভ নেই
সুদ ঘুষ ঠিক দিলে একটুও ক্ষোভ নেই
সরকার পাল্টালে আমি দল পাল্টাই
সুবিধাটা আদায়ে চালি ঠিক চালটাই

ভাগ্যটা গড়বার আপ্রাণ চেষ্টাই
বেচে দেই বাপ-মা-ধর্ম বা দেশটাই
সরকারি জায়গায় উঠিয়েছি ঘরটা
ব্যাবসায় লগ্নি বেওয়ারিশ চরটা
রেলওয়ের জায়গায় গড়ে তোলা মার্কেট
বলুন তো তাতে কি লাথি খেলো কার পেট!

নদী-খাল দখলেতে কার কি বা আসে যায়?
বলতে কি পারে কেউ আমি কারো পাশেনাই!
কম দামে বেচি আমি মদ তাড়ি হিরোইন
কালো টাকা সাদা করি, কড়া সুদে নিও ঋণ
নেশা-নারী ব্যবসায় রোজগার কম না
সহজেই কিনে ফেলি গাড়ি বাড়ি রমনা

কারো ক্ষতি করিনাতো ভালবাসা অফুরান
ধর্ষণ–খুন শুধু আশা যদি না পুরাণ
যুবকেরা ছুটে আসে কর্মের ধান্দায়
ওদেরকে কাম দেই ছিনতাই চান্দা’য়
তাই ওরা নেতা মানে শ্লোগান ও মিছিলে
জিগায় না ভয়ে কেউ “এই তুমি কি ছিলে?”

ভোট এলে আমি তাই নিশ্চিত লড়বই
আমার এই আদর্শে দেশটাকে গড়বই
জনতার সেবাতে ফের ভোটে দাঁড়ালাম
বিজয়টা কিনতেই কালো হাত বাড়ালাম
যুদ্ধের বছরের আমি ষড়যন্ত্রী!
দেখে নিও হবো ঠিক এমপি ও মন্ত্রী।
———————0 0——————-

৪৭০জন ৩২০জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ