লোকে যত বলুক না – আমি লোক ভাল না
ব্যাবসাটা কালো,তবে আমি অত কালো না
অন্যের সম্পদে বিন্দুও লোভ নেই
সুদ ঘুষ ঠিক দিলে একটুও ক্ষোভ নেই
সরকার পাল্টালে আমি দল পাল্টাই
সুবিধাটা আদায়ে চালি ঠিক চালটাই
ভাগ্যটা গড়বার আপ্রাণ চেষ্টাই
বেচে দেই বাপ-মা-ধর্ম বা দেশটাই
সরকারি জায়গায় উঠিয়েছি ঘরটা
ব্যাবসায় লগ্নি বেওয়ারিশ চরটা
রেলওয়ের জায়গায় গড়ে তোলা মার্কেট
বলুন তো তাতে কি লাথি খেলো কার পেট!
নদী-খাল দখলেতে কার কি বা আসে যায়?
বলতে কি পারে কেউ আমি কারো পাশেনাই!
কম দামে বেচি আমি মদ তাড়ি হিরোইন
কালো টাকা সাদা করি, কড়া সুদে নিও ঋণ
নেশা-নারী ব্যবসায় রোজগার কম না
সহজেই কিনে ফেলি গাড়ি বাড়ি রমনা
কারো ক্ষতি করিনাতো ভালবাসা অফুরান
ধর্ষণ–খুন শুধু আশা যদি না পুরাণ
যুবকেরা ছুটে আসে কর্মের ধান্দায়
ওদেরকে কাম দেই ছিনতাই চান্দা’য়
তাই ওরা নেতা মানে শ্লোগান ও মিছিলে
জিগায় না ভয়ে কেউ “এই তুমি কি ছিলে?”
ভোট এলে আমি তাই নিশ্চিত লড়বই
আমার এই আদর্শে দেশটাকে গড়বই
জনতার সেবাতে ফের ভোটে দাঁড়ালাম
বিজয়টা কিনতেই কালো হাত বাড়ালাম
যুদ্ধের বছরের আমি ষড়যন্ত্রী!
দেখে নিও হবো ঠিক এমপি ও মন্ত্রী।
———————0 0——————-
২৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ সত্যিই টাই তুলে ধরলেন। এভাবেই এরা হয়ে উঠে আজকের মন্ত্রী , এমপি। অসম্ভব ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন
সুপর্ণা ফাল্গুনী
ছবিটা খুব ভয়ংকর দেখলেই আতকে উঠি
হালিম নজরুল
ঐ জাতীয় মানুষগুলো ওরকম ভয়ংকর
সুপর্ণা ফাল্গুনী
জানি। ছবিটার দিকে তাকাতেই পারছিনা। যতবার চোখে পড়ছে ততোবার ই শিউরে উঠছি
সুপায়ন বড়ুয়া
“ভোট এলে আমি তাই নিশ্চিত লড়বই
আমার এই আদর্শে দেশটাকে গড়বই
জনতার সেবাতে ফের ভোটে দাঁড়ালাম
বিজয়টা কিনতেই কালো হাত বাড়ালাম”
এত সুন্দর কবিতায়
ভয়ঙ্কর ছবি ক্যান ?
শুভ কামনা।
হালিম নজরুল
ঐ জাতীয় মানুষগুলো ওরকম ভয়ংকর
সাবিনা ইয়াসমিন
সবারই নিজ নিজ কর্মে নিজস্ব যুক্তি থাকে। চোরের একটু বেশিই থাকে।
ছবিটা বিভৎস!
শুভ কামনা রইলো নজরুল ভাই 🌹🌹
হালিম নজরুল
ধন্যবাদ আপু।
কবিতার মানুষটি ওরকম ভয়ংকর
ফয়জুল মহী
কমনীয় ভাবনা।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
প্রদীপ চক্রবর্তী
যা সত্য তা আজও কবিতায় উদঘাটন।
সরকার পাল্টালে আমি দল পাল্টাই,
সুবিধাটা আদায়ে চালি ঠিক চালটাই।
সময়োপযোগী লেখা দাদা।
হালিম নজরুল
অফুরান শুভকামনা দাদা।
সুরাইয়া নার্গিস
বাস্তব কথা কবিতায় ফুটে উঠেছে, দারুন লাড়ছে কথা গুলো সসয় উপযোগী পোষ্ট।
শুভ কামনা রইল।
হালিম নজরুল
ভাল থাকুন আপু।
ইঞ্জা
দূর্দান্ত, সত্যি তাই এমনই হচ্ছে, এরাই আবার মন্ত্রী মিনিষ্টার হচ্ছে, লেখাটি বেশ অর্থবহ এবং সমসাময়িক কিছু মানুষের চরিত্রের সঠিক দিকটি তুলে ধরলেন।
ধন্যবাদ ভাই।
হালিম নজরুল
অন্তহীন ভালবাসা ও শুভকামনা রইল ভাই।
ইঞ্জা
শুভেচ্ছা নিরন্তর
রেহানা বীথি
এমন নেতায় ছেয়ে গেছে দেশ। অন্তমিলে দারুণ লিখলেন।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা আপু।
তৌহিদ
এভাবেই মানুষের মুখোশ উন্মোচন করতে হয়। স্বার্থপরতার আড়ালে মানুষের পৈশাচিকতা আর ঘৃণ্য কর্মকাণ্ডের কথা এরকম লেখার মাধ্যমেই প্রতিবাদ হোক।
হালিম নজরুল
অবশ্যই ভাই। আমাদের সংগ্রাম চলছে চলবেই
এস.জেড বাবু
কারো ক্ষতি করিনাতো ভালবাসা অফুরান
ধর্ষণ–খুন শুধু আশা যদি না পুরাণ
যুবকেরা ছুটে আসে কর্মের ধান্দায়
ওদেরকে কাম দেই ছিনতাই চান্দা’য়
গভীর ভাবনার অনুপম প্রকাশ
শুভকামনা ভাই
হালিম নজরুল
অন্তহীন ভালবাসা ভাই।
জিসান শা ইকরাম
দেশ দরদী, জন দরদী রা এমনই হয়,
দারুণ লিখেছেন ভাই।
শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
সুরাইয়া পারভীন
দুর্দান্ত!
মুখোশের আড়ালে মুখটাকে জনতার সামনে নিয়ে এলেন শব্দ ছন্দে উপমায়।
সাব্বাস!!👏👏👏
হালিম নজরুল
ধন্যবাদ আপু।
ছাইরাছ হেলাল
এমন করে এখন আমরা ভাবলেও বলতে পারি না।
বাস্তবতা অনেক কঠিন।
হালিম নজরুল
অন্তহীন ভালবাসা ভাই।