বাস দুলছে আর আমি গাইছি, “আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো!” ভার্সিটি থেকে বাড়ি যেতে সময় লাগে ১ ঘণ্টা। মনে হয়, ১০০ গুণতে গুণতে বাড়ি যাওয়া যায়। সময়টা একটু বেশি হলে মন্দ হতো না। ৩ মাস পর বাড়ি যাচ্ছি।
বাসায় পৌঁছে একটা লম্বা ঘুম। উঠেই দেখি, আমার ছোটটা জামা নিয়ে বসছে, কোন জামা কখন পরবে? কিসের জন্য সাজগোজ?
বলে, না জানলেও চলবে!
বেশি পাকছোস্। আম্মা—-আম্মা!
বলো।
কি হয়েছে কিছু বুঝতেছিনা?
তোমার বিয়ে ঠিক হয়েছে।
ওমা! জানা নেই, শোনা নেই, কথা নেই, বার্তা নেই। বললেই হলো!!!
কথা আবার কি?
না, কথা বলতে হবে। ছেলের সাথে আমি কথা বলবো।
দেখি, তোমার আব্বারে বলি।
এখনি যাও।
রাজি হইছে। তবে, ছেলে বলছে, ও যেখানে থাকে; সেখানে দেখা করতে।
ভালোই হলো। এক ঢিলে দুই পাখি। ছেলে, বাড়ি দুটোই একসাথে দেখা হবে।
আম্মা: তুমি কি জিজ্ঞেস করবে?
এই ধরো, কোন ক্লাসে পড়ে? কয়টা প্রেম করছে? এইসব।
যাও তো এখান থেকে! মাথা ধরছে!!
শাওন, কই গেলি? আম্মার মাথায় পানি দে।
আম্মা বিড়বিড় করে, ডানপিটে বললো।
বিকেলে সেজেগুজে, আমার বন্ধু শাফিকে ফোন দিলাম। বিকেলে হাটির পার আয়।
দুজনে হেঁটে হেঁটে ছেলের বাড়ির দিকে যাচ্ছি। শাফি বলছে, তুই যে মাঝে মাঝে কি করিস? ওখানে তোর সাথে আমাকে দেখলে, তোর বিয়ে ভেঙ্গে যাবে।
আরে ধুর! আমার যে চেহারা আর ডানপিটে স্বভাব দেখলে ওরাই পালাবে।
শাফি হাসতে হাসতে হাঁটছে।
কলিং বেলে মুরগির বাচ্চার আওয়াজ আসছে। দরজা খোলা হলো। বাহ্ বেশ সাজানো গোছানো। ছেলে একাই থাকে বাসা ভাড়া নিয়ে। দারুণ তো।
ছেলে, মানে পাত্র দুইকাপ চা নিয়ে হাজির। বলে, চা খেতে খেতে গল্প করার মজাই আলাদা। বেশ শান্ত, ভদ্র তবে চুলগুলো নুডলস।
আমাকে চা এগিয়ে দিয়ে বলে, ভালো আছেন?
ভালো। তবে তুমি তো আমার থেকে এক ডিগ্রী উপরে(মনে মনে)। আপনি?
আগে ভালো ছিলামনা, এখন ভালো লাগছে।
শাফির মনে হয় হাসি পাইছে। ওয়াসরুম বলে কেটে পরলো।
প্রশ্ন চলছে, কি পড়ি? ভবিষ্যতে কি হবো? কি রং পছন্দ? রান্না পারি কিনা?
উত্তরও চলছে, এম.এ ইংলিশ। পুলিশ কর্মকর্তা হওয়ার ইচ্ছা। নীল রং পছন্দ। নাস্তা কিছু কিছু তৈরি করতে পারি।
ছেলে বলে, আপনি না আমারে প্রশ্ন করার জন্য এসেছেন আর কিনা আমি বলে চলেছি।
আমার ২টা প্রশ্ন –যেহেতু ভনিতা ভালো লাগেনা। সরাসরি বলি।
এক, আমার প্রচুর ছেলে ফ্রেন্ড। আপনার কি এতে আপত্তি আছে?
না! কিসের আপত্তি? বন্ধুত্ব আলাদা জিনিস।
ছেলের মগজ আছে(মনে মনে)। ২য় প্রশ্ন, এদের মধ্যে কোন ছেলে যদি এসে বলে, তার সাথে আমার তিন বছরের সম্পর্ক ছিলো, তখন?
এই যে, আপন সত্যি কথা বলেছেন, এইজন্য আপনাকে ভালো লেগেছে
বাপরে বাপ! এই ছেলে তো আমার মনের মতো(মনে মনে)। আপনাকেও আমার পছন্দ হয়েছে।
পুনশ্চ : কন্যার বাবা সবুর করিতে পারিতেন কিন্তু ছেলে মানিলো না!
৩০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
কন্যার বাবার সবুরে কি আসে-যায়! মেয়ে, মেয়ের জামাতাতো কবুল বলে ফেলেছিলো আগেই।
সুন্দর গল্প। এমন হলে কিন্তু বেশ হয়। প্রশ্নগুলো কন্যা করুক, আর সম্মতি হোক ছেলের।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
চিরায়ত নিয়মের বাহিরে যাওয়া কি সম্ভব?
মোহাম্মদ দিদার
বাহ্ বেশ ভালোলাগলো।
এমন সোজাসপ্টা কথা বলতেই ভালোলাগে।
আর বিাবহের ক্ষেত্রে এমনটাই হওয়া উচিৎ
আরজু মুক্তা
তাই নাকি!!
বিবাহের ক্ষেত্রে দুজনের মন্তব্যই প্রাধান্য পাওয়া উচিত।
মোহাম্মদ দিদার
আমি সেটাই বলেছি
নাজমুল আহসান
দাওয়াত কি আপনি দিবেন নাকি আমরা নিজেরাই নিয়ে নেব?
আরজু মুক্তা
কিসের দাওয়াত?
নিজেরাই চলে আসেন, তারপর সবাই মিলে কোটাবাছা করে রান্না তুলে দিবো। তবপ, পরিবেশনটা আমিই করবো। অতএব নো চিন্তা!
ছাইরাছ হেলাল
স্রেফ বানানো গল্প হলে যা হয় তাই হয়েছে।
পড়তে মন্দ লাগেনি!
আরজু মুক্তা
মন্দ লাগেনি জেনে ভালো লাগলো।
তবে যেটা রটে তার কিছুটা বটে বটে!
হা হা!!!
শাহরিন
কন্যার বাবা বুঝতে পেরেছে যে ছেলেকে মেয়ের পছন্দ হয়েছে।
আরজু মুক্তা
তাও ঠিক।
মনির হোসেন মমি
পুনশ্চ : কন্যার বাবা সবুর করিতে পারিতেন কিন্তু ছেলে মানিলো না!
এর পর বুঝবে বিয়ের কি সাধ।।
হা হা হা চমৎকার।যেমন মেয়ে তেমনি ছেলে।সেয়ানে সেয়ানে লাগবে টক্কর।
আরজু মুক্তা
শুধু ছেলেরাই সাধ বোঝে? আর মেয়েরা চেয়ে চেয়ে দেখে, তাইনা ভাই?
তবে, টক্কর টা ভালোই জমছে।
ইঞ্জা
এইটা কি গল্প না সত্য, আমার তো তাই মনে হচ্ছে আপু। 😄
আরজু মুক্তা
বড় ভাই, যা মনে করেন!
শুভকামনা!
ইঞ্জা
শুভেচ্ছা আপু।
বন্যা লিপি
এহ্….দারুন একখান অনুগল্প ঝেড়ে দিলেন। সত্য যদি এমন হইতো!!
দারুন ভালো লাগলো।
আরজু মুক্তা
যা রটে তার কিছু বটে বটে!
শুভকামনা
হৃদয়ের কথা
সেয়ানে সেয়ানে জুটি হয়েছে। এটি কি আসলেই গল্প! সত্যি মনে হচ্ছে।
আরজু মুক্তা
এই ধরেন দশ আনা সত্যি!
সেয়ানে সেয়ানে জুটি। পায় কে?
শুভকামনা
তৌহিদ
মেয়েটা কিন্তু বিচ্ছুটি ছিলো। বাপরে বাও, একেবারে ছেলের বাসায় গিয়ে জেরা?? না জানি বিয়ের পরে কি হালহাকিকতে আছে দুজনায়?
গল্পকথন ভালো লেগেছে।
আরজু মুক্তা
খোঁজ নিয়েছি। ভালো আছে।
শুভেচ্ছা অহর্নিশি।
তৌহিদ
তাদের জন্য শুভকামনা রইলো।
নিতাই বাবু
দয়া করে আপনার পছন্দের গানটা ভালো করে আরও কয়েকবার শুনুন! ভালো লাগবে। আপনার পছন্দের গান
নিতাই বাবু
আপনার পছন্দের গান
আগে দেওয়া লিঙ্কে গান দেখাতে পারছে না বলে আবার লিংক দিলাম।
আরজু মুক্তা
ধন্যবাদ,দাদা!
গান ভালো লাগলো কিন্তু গল্প!
নিতাই বাবু
আপনার লেখা গল্প তো এমনিতেই অসাধারণ রূপ নিয়ে ব্লগে হাজির হয়। তাই আর রূপবতী গল্পের রূপ নিয়ে আমি কিছু বলার সাহস পাইনি। মন্তব্যও করিনি দিদি। মায়ের কাছে মামার বাড়ির গল্প কি শোভা পায়?
শবনম মোস্তারী
মেয়ে সের, ছেলে সোয়া সের… 😁😁
ভালো লাগলো আপু।
আরজু মুক্তা
দারুণ মন্তব্য।
তারপরেও মেয়ের ধারণা ছেলেদের চাক্ষুষ থেকেও বড় সত্যি।
অশোকা মাহবুবা
হা হা হা মিয়া বিবি রাজি তো কেয়া কারেগা কাজি? দারুণ!