কোন এক অভিমানীকে

অরণ্য ২৪ নভেম্বর ২০১৪, সোমবার, ০২:৫৮:০৬অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩১ মন্তব্য

আর কতদূর হাঁটলে তোমার পথ ফুরাবে?
আর কত ঘাম ঝরলে তুমি ক্লান্ত হবে?
কত রাত্রি পেরুলে বলতে শিখবে
আমি আর পারছিনা।
সামনে যদি কিছু আর নাই’ দেখ
একবার তো চাও পিছন ফিরে!
কতটা পথ পেরিয়ে এলে!
জয় করলে কতটুকু তোমার এ একলা চলা!

তুমিই বললে নেবে না কাউকে সাথে
আমাকেও না।
আমিও বলি – বেশ তো!
সাহারা জয় না হয় একাই করলে!
কিন্তু এখনও তোমার ছায়ায় কাকে দেখ তুমি?
কাকে আঁক সেই ছায়ার পাশে?
নেবে না সাথে বেশ করেছো
তবে হৃদয়ে কেন এত ঠাঁই তার?
শুকানো ঘামের গন্ধ, তার বসত-বাড়ি?
তবে কি এতই অভিমান তোমার?

তার পরেও
টের কি পাও তুমি একা নও এ পথে?

১জন ১জন
0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ