অসম্পূর্ণতা...
অসম্পূর্ণতা…

শোনো, অনেক কথা বলার আছে; তোমার কি সময় হবে শোনার?
যে কথাগুলো আজ না বললেই নয়, জানো না তো কতো কি ঘটে গেছে! ওই যে সেই সন্ধ্যার বিমর্ষ রাগ সে সুর তোলেনি আজ। এমনকি ধ্রুপদী আকাশ নেচেও ওঠেনি। কি হবে এখন? আলাদা করে একটি নদী সাজিয়ে রেখেছিলাম, সে কথা ভেঙ্গে ভেসে গেছে বিলুপ্ত নগরীর কোনো এক নদীতে, আর যে পাহাড়টিকে ভালোবাসবো বলে কথা দিয়েছিলাম, ধ্বসে গিয়ে পাতালপুরীতে তুলেছে ঘর। বাইজান্টাইন রাজত্ব নেই, সোমাপুরা মহাবিহার নেই, আজ শুধু আমরা দুজনই আছি।
তোমার কি সময় হবে শোনার, অনেক কথা বলার আছে!

ভুঁইফোঁড় সভ্যতার ভেতর অকালমৃত্যুর সন্ধান পেয়েছে প্রাচীন অস্থিরতা,
এক ভিস্তিওয়ালার কাছে কালি ও কলমের ধ্বংসাবশেষ দেখে প্রত্নতত্ববিদ সঙ্কেত সহযোগে ডাক পাঠিয়ে পায়নি কিছুই
এমনই শৃঙ্খলিত নির্বাসন, হে পিতা আমি সাইক্লোপস তোমার সন্তান!
নিঃশব্দ ইতিহাসের পাশ ঘেঁষে স্বপ্নমঙ্গল আখ্যান;
হঠাৎ ‘আমি এসেছি’ চেতনাবহনকারী এক ভদ্র বাতাস বলে উঠলো,
অপেক্ষায় থাকতে রাজি আছি, আমাকে একটি কথা দাও সব শুনবে তুমি, আমি অদৃশ্য হবার আগে
‘যাও’— অহঙ্কারী গ্রীবা তুলে কোনো লাভ নেই আফ্রোদিতি, এখানে কিছু আর পাবার নেই।

হ্যামিল্টন, কানাডা
২০ এপ্রিল, ২০১৭ ইং।

**ছবিটি সংগ্রহ, ফটোগ্রাফিতে আমার ভাই শুভজিৎ রায় শোভন।**

৫৮৮জন ৫৮৮জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ