একদা মহাশূন্যের
উজ্জ্বল নক্ষত্র রাজি
শান্তি, প্রেম আর সাম্যের গীতিকুঞ্জ
অনিরুদ্ধ
অনির্বাণ
এক মহাআলোকবর্তিকা
আজ সেন্ট হেলেনায় নির্বাসিত বাতিঘর
ক্ষয়িষ্ণু,ম্রিয়মাণ প্রায় লুপ্ত চেতনা!
যে খুশিতে নাচত ঘাস ফড়িং
যে খুশিতে বাক বাকুম চাঁদ
যে খুশিতে হাসত আঁধার রাত
অথচ
আজ সেই খুশিতে
হাত পা বাঁধা বাঘিনীর মত
দু চোখে নেমে আসে অঝোর শ্রাবণ
আর
অপেক্ষার পর অপেক্ষাতেও আসে না একটি সুপ্রভাত!
যক্ষ প্রিয়ার মত সে ভুলে গেছে সব
ভুলে গেছে ইতিহাস
ভুলে গেছে কর্ডভা
ভুলে গেছে গ্রানাডা
সবচেয়ে বড় কথা ভুলে গেছে নিজেকে
বিস্মৃতির কোন অকাল এক কৃষ্ণ গহ্বরে হারিয়ে গেছে
তারেক, টিপু সুলতান!
সেদিন
অমাবস্যার পরদিন
নতুন করে জন্ম নিয়েছিল হেলাল
ভেবেছিলাম
এই বুঝি জন্ম নিল সালাহ উদ্দিন, তিতুমীর
কিন্তু কোথায়—–?
আবারও সেই কালরাত
আবারও সেই বিভীষিকা
আবারও সেই গগন বিদারী আর্তনাদ!
ঘুমন্ত শিশুর মৃতলাশ
এফ সিক্সটিন
ট্যাংক, মেশিনগান
সব, সব, সব এক সাথে গর্জে উঠে
ম্যাসাকার হয় রাস্তার পাশে শত বছর দাঁড়িয়ে থাকা অশ্তথ সেও
কেউ দেখে না
কেউ শুনে না!!
৩২টি মন্তব্য
প্রহেলিকা
সালাম জানবেন কবি। লেখার গতিটি এমন হয়েছে যে, এক নিঃশ্বাসে পড়ে নেওয়া যাবে। তেজদীপ্ত লেখা, এবং বলতে দ্বিধা নিয়ে দিনের সেরা পাঠ এটি। আপনার কবিতা আমি আগেও পড়েছি বরাবরের মতই সার্থক কবিতার রেশ পেলাম। বেশ কয়েকদিন পর আপনার কবিতা পরে ভাল লাগল কবি।
স্বাগত আপনি এখানে কবি। বেশ খুশি হলাম আপনাকে পেয়ে। আশা করি পাশে থাকবেন। ভাল ও সুন্দর থাকুন প্রিয় কবি।
জসীম উদ্দীন মুহম্মদ
এখানে প্রথম লেখাতে আপনাকে প্রথম পাঠক হিসাবে পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি । আশা করি, এমনি ভাবে সবাইকে পাশে পাব —– ।।
প্রহেলিকা
এখানের ব্লগার প্রায় সবাই অনেক আন্তরিক ছোট ঘর হলেও আন্তরিকতার আভায় পরিপূর্ণ, আপানর মত আরো একজন আন্তরিক মানুষ পেয়েও আমিও অনেক খুশি হলাম। লিখুন অবিরত। শুভ কামনা রইলো।
জসীম উদ্দীন মুহম্মদ
আপনার জন্যেও আন্তরিক শুভ কামনা প্রিয় কবি ।। শুভ রাত্রি ।।
ওয়ালিনা চৌধুরী অভি
কবিতা ভালো লেগেছে কবি। এক কথায় এটিই বলা যায়। শুভেচ্ছা আপনাকে -{@
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন আপু । আমি এখানে নতুন । সকলের সহযোগিতা চাই ।
অলিভার
ভালো লাগলো।
শুভ কামনা জানবেন 🙂
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন । আমি এখানে নতুন । আপনাদের সকলের সহযোগিতা চাই ।
আগুন রঙের শিমুল
চমৎকার
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন । আমি এখানে নতুন । আপনাদের সকলের সহযোগিতা চাই ।
আশা করি সাথে থাকবেন ।
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে ।
চমৎকার একটি লেখা পড়ার সুযোগ পেয়ে ভালো লাগল ।
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন হেলাল ভাই। আমি এখানে নতুন । আপনাদের সকলের সহযোগিতা চাই ।
ছাইরাছ হেলাল
আসলে নূতন পুরাতন কোন ঘটনা না । পাঠক হিসাবে সাথেই থাকব ।
তবে আপনাকে একটু কষ্ট করে (আমি বাদে) অন্যদেরও সাহায্য করতে হবে ।
জসীম উদ্দীন মুহম্মদ
তা আমি অবশ্যই সাধ্য মত করব হেলাল ভাই । সাথে থাকার জন্য শুভেচ্ছা অশেষ । (-3
শুন্য শুন্যালয়
চমৎকার একটি কবিতা। লিখুন এখানে নিয়মিত।
এখানে বেশির ভাগ নতুন লেখক, সবাইকে উৎসাহ দিন।
স্বাগতম আপনাকে -{@
জসীম উদ্দীন মুহম্মদ
চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন কবি বন্ধু। । -{@ -{@
মা মাটি দেশ
জসীম ভাই আমিও এখানে লিখতে থাকুন। -{@ (y)
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় মা মাটি দেশ ।
লীলাবতী
অসাধারন লাগলো ভাইয়া। এক নিঃশ্বাসে পড়ে ফেলার মত কবিতা।
-{@ আমরা কিন্তু এখানে আছি ভাইয়া 🙂
জসীম উদ্দীন মুহম্মদ
কোন সমস্যা নেই দিদি —— আশা করছি পাশেই পাবেন । শুভেচ্ছা জানবেন । (3
বনলতা সেন
আপনাকে ধন্যবাদ আপনার লেখা আমাদের পড়তে দেয়ার জন্য ।
ইচ্ছে হলে লিখতে পারেন নিয়মিত । পড়ব ।
জসীম উদ্দীন মুহম্মদ
আপনারা যদি পাশে থাকেন; তাহলে নিয়মিত হব না ; এমন বোকা আমাকে ভাবতে পারেন ?
পাখির নীড়ের ——- বললেন, বনলতা সেন !!
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।
আদিব আদ্নান
ভাবছি কবিদের সাথে ভাব-ভালবাসা করে কবি না হতে
পারলেও কবিতা পড়ার অভ্যাস তৈরীর চেষ্টা করতে হবে ।
জসীম উদ্দীন মুহম্মদ
আদিব, ভাই আমার ! তোমার কথায় আমার চোখে পানি এসে গেল ।
দোয়া করি, একদিন বড় কবি হও —- অনেক বড় । আমীন —— ।।
আদিব আদ্নান
আমি এখানে যাদের লেখা পড়ি তারা অনেক ভালো লেখেন , বুঝিয়ে দেন ।
কিন্তু কঠিন মনে হয় । তবে তাদের সাথে থেকে থেকে কিছু কিছু বুঝতেও পারি ।
আদিব আদ্নান
আমি কিন্তু কবি হতে চাই না । শুধু পড়তে চাই মাত্র ।
জসীম উদ্দীন মুহম্মদ
আদিব, তুমি অনেক বড় মনের মানুষ ভাই ; একদিন নিশ্চয় অনেক বড় হবে । সেই আশিস লহ মোর ।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
প্রথম কবিতায় নিজকে চিনিয়ে দিলেন 🙂
শুভ কামনা।
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন জিসান ভাই । আশা করি সাথে থাকবেন ।
ব্লগার সজীব
ভালো লাগা রেখে গেলাম। -{@
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সজীব ভাই । আশা করি সব সময় সাথে থাকবেন ।
ওয়ালিনা চৌধুরী অভি
মুগ্ধ পাঠ …….. -{@