দেখো, একটু আগেই জেগে উঠেছে নীলাচল
ঘুমিয়ে নেই হিমগিরি, চিম্বুক তারাও!
তবে তুমি কেন
জাগবে না আর একবার? বল, রায়েরবাজার?
কেন –কেন?
দেখো, এখনও নির্বাক চেয়ে আছে সখিনা বিবি,
উসকো খুসকো চুল,
কুয়াশা চোখে, যা দেখে
ভাবে সবই হয়ত তাঁর মনের ভুল!
আর
হরিদাসী? কে জানে তিনি কোথায়—,
স্বর্গ এসে ফিরে গেছে কয়েকবার;
সিঁদুরের কৌটা আর খুলেনি, তেতাল্লিশ বছর যায়!
আর
তিন ঠ্যাং হারানো জানবাজ কুকুরটা?
এখনও লাওয়ারিশ—-!
এখনও সে ঘুরে বেড়ায় কবর থেকে শ্মশানে;
তবু
প্রভুর খোঁজ পায় না!
এখনও কি তোমার সময় হয়নি জেগে উঠবার?
বল, রায়েরবাজার—!
দেখো, পিতা অসহায় চোখে কেমন করে
তোমার দিকে তাকিয়ে আছে;
জেগে উঠো — জেগে উঠো–
শুধু আর একবার,
আর একবার—-!!
১০টি মন্তব্য
প্রহেলিকা
শহীদ বুদ্ধিজীবিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা, আমরা ক্রান্তিকাল পার করে আসলেও তাদের হত্যার বিচার এখনো পাইনি। সুন্দর করে লিখেছেন প্রিয় কবি,শুভকামনা জানবেন।
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয়কবি।
শুন্য শুন্যালয়
বেশ ভালো কবিতা।
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন ভাই।
মারজানা ফেরদৌস রুবা
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
জেগে উঠো, জেগে উঠো।
জাগতে হবে…..
জাগাতে হবে…….
অশেষ ধন্যবাদ আপনাকে।
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন রুবা আপু।
স্বপ্ন নীলা
ওরে বাবা !! এত সুন্দর কবিতা !! মন ভাল না হয়ে পারে !!!
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন নীলা আপু ।
জিসান শা ইকরাম
খুব ভালো একটি কবিতা
বুদ্ধিজীবীদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি -{@
লেখার সাঁজ বা বিন্যাসে অবহেলা আমাদের ব্যথিত করে।
অন্য ব্লগে আপনার এই কবিতাটি দেখেছি আমি
লাইনের মাঝে এধরনের ডাবল স্পেস দেখতে কি ভালো লাগে?
এটি আমার নিজস্ব মতামত। আপনি আপনার লেখায় স্বাধীন।
কোন সাইট থেকে কপি করে এখানে দিলে,এইচটিএমএল এ ক্লিক করে পেষ্ট করুন
এমন ডাবল স্পেস হবেনা।
এটি একটি অবহেলা,অযত্ন।
” অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন ” মন্তব্য কপি পেষ্ট করে জবাব আমাকে দিতে হবেনা।
শুভ কামনা।
মরুভূমির জলদস্যু
ভালো হয়েছে