জেগে উঠো আর একবার

জসীম উদ্দীন মুহম্মদ ১৪ ডিসেম্বর ২০১৪, রবিবার, ১০:০৪:১৫অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

দেখো, একটু আগেই জেগে উঠেছে নীলাচল

ঘুমিয়ে নেই হিমগিরি, চিম্বুক তারাও!

তবে তুমি কেন

জাগবে না আর একবার? বল, রায়েরবাজার?

কেন –কেন?

 

দেখো, এখনও নির্বাক চেয়ে আছে সখিনা বিবি,

উসকো খুসকো চুল,

কুয়াশা চোখে, যা দেখে

ভাবে সবই হয়ত তাঁর মনের ভুল!

 

আর

হরিদাসী? কে জানে তিনি কোথায়—,

স্বর্গ এসে ফিরে গেছে কয়েকবার;

সিঁদুরের কৌটা আর খুলেনি, তেতাল্লিশ বছর যায়!

 

আর

তিন ঠ্যাং হারানো জানবাজ কুকুরটা?

এখনও লাওয়ারিশ—-!

এখনও সে ঘুরে বেড়ায় কবর থেকে শ্মশানে;

তবু

প্রভুর খোঁজ পায় না!

 

এখনও কি তোমার সময় হয়নি জেগে উঠবার?

বল, রায়েরবাজার—!

দেখো, পিতা অসহায় চোখে কেমন করে

তোমার দিকে তাকিয়ে আছে;

জেগে উঠো — জেগে উঠো–

শুধু আর একবার,

আর একবার—-!!

 

 

৫৭৪জন ৫৭৪জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ