কে আমি?

খসড়া ১৬ এপ্রিল ২০১৪, বুধবার, ০২:৪৭:৩৯অপরাহ্ন বিবিধ ১৭ মন্তব্য

যারে তুমি আপনার মনে তুমি বল
কেন আমার সমুখে আপনি ডাক?
যার চোখের গভীরে গাঢ় দৃষ্টি ফেল
একান্তে নির্জনে
কেন আমার সমুখে তারে এড়িয়ে চল?

তোমার এই অভিনয় খুব কষ্ট দেয়,
চেনা তুমি অথবা আমি অচেনা।
এই ছলনা তোমাকে হীন করে
অসম্মানিত আমি এই ভাবনায়।
নিদ্রাহীন রাত কাটে,
একটি উত্তর খুঁজে।

আমি সত্যিই কি সাধারনের বিলিন,
অসাধারণত্ব কিছুই কি পেলে না তবে?
ভেবেছিলাম যা জানে না কেউ,
একান্ত যা তোমার, তা হয়ত আমি জানি।
বড় ভুল, বুকের ভেতরে একটি প্রশ্নই
কে আমি?

আমি ক্ষুব্ধ, হতাশ, বিধ্বস্ত, বিবর্ন
কেন বুঝলে না আমাকে? কেন বুঝাতে পারলামনা নিজেকে?
শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজি
কে আমি?

৭৪১জন ৭৪১জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ