🙁 খুব খারাপ লাগছে। কেমন যেন সব কিছু হয়ে যাচ্ছে। মানুষের অতভুত সব কর্মকাণ্ড আমাকে খুব কাঁদাচ্ছে। কোন কিছু করার আগে কেন মানুষ ভাবে না যে, সে ছাড়া পৃথিবীতে আরও মানুষ আছে,তার এই কর্মকাণ্ডের উপর ভিত্তি করে অপরের ক্ষতি হতে পারে, কারো জীবন হয়ে যেতে পারে ধ্বংস।
জীবনে চলার পথে অনেক কিছুই দেখা হচ্ছে। অতভুত সব অভিজ্ঞতা চিন্তা চেতনা গুলোকে ছুড়ে ফেলে দিচ্ছে। ঝরা পাতার মত ঝরে যাচ্ছে মনের অনুভূতি, ইচ্ছা শক্তি ও স্বপ্নগুলো। প্রভাবিত হচ্ছে মন ও মস্তিষ্কও, বিপর্যস্ত হচ্ছে সমাজ ও সমাজে বসবাসকৃত মানুষের জীবন।
কেন আমরা শুধু নিজেদের স্বার্থ নিয়ে মেতে থাকি?
কেন আমরা অন্য সকলকে নিজের একান্ত আপন ভাবতে পারিনা?
কেন আমরা অপরের স্থানে নিজেকে কল্পনা করে তার পরিবেশ, পরিস্থিতি ও মনভাবনা গুলো অনুভব করতে পারিনা?
বলতে খুব দুঃখ লাগছে, আমারা মানুষরাই এই পৃথিবীটাকে ধ্বংসের পথে ধাবিত করছি।
আমরা মানুষরা কি পারতাম না বা পারিনা নিজেদের মন মানসিকতা গুলোকে পরিবর্তন করে নিজ স্বার্থ ভুলে একে অপরের হয়ে চিন্তা করে আমাদের সমাজ, দেশ ও পৃথিবীটাকে সুন্দর স্বপ্নের মত সপ্নপুরি গড়ে তুলতে?
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনার মত এমন করে ভাবতে পারলে এ পৃথিবীটা অন্য রকম হয়ে যেত ।
সুন্দর অনুভুতি ।
আমার স্বপ্ন ও মনের কথা
কিন্তু কেন আমারা এ ভাবে ভাবতে পারি না?
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন
একমত আপনার সাথে —
আমার স্বপ্ন ও মনের কথা
একমত থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
মা মাটি দেশ
ভাবনাটা 🙁 বাস্তব।
আমার স্বপ্ন ও মনের কথা
ভাবনাটা বাস্তব হলেও প্রতিফলন তার বাস্তবায়ন আমরা দেখতে পাই না।
খসড়া
সকল প্রানীই তাদের নিজস্ব প্রানীত্ব নিয়েই থাকে, শুধু মানুষ মনুষত্ব হারায়। কখনও গরু, কখনও ছাগল, কখনও বাঘ, কখনও নেকড়ে, কখনও হায়না, কখনও চিল,শকুন,বাজ কখনও কেচো।
শুন্য শুন্যালয়
সুন্দর বলেছেন খসড়া ভাইয়া…
আমার স্বপ্ন ও মনের কথা
ঠিক বলেছেন…………।।
শুন্য শুন্যালয়
সবার ভাবনা এরকম হলে কেমন জানি হতো…
আমার স্বপ্ন ও মনের কথা
সবার ভাবনা আমনটা হলে আমাদের ডেসটা হতো সপ্নপুরি আর পৃথিবীটা হতো স্বপ্নের রাজত্ব।
আমার স্বপ্ন ও মনের কথা
সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। 🙂