কবি ও কবিতা

প্রলয় সাহা ১৩ ডিসেম্বর ২০১৫, রবিবার, ১১:৩৫:৫৮অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

pen_Fotor
– আমি কে?
: তুমি কবিতা
– আর আঁপনি!
: আমি তোমার জন্মদাতা-
যাকে বলে কবি।
– আমার জন্ম কিভাবে হলো?
: কাল্পনিক সঙ্গমে।
– সঙ্গম কি!
: আত্মাকতৃক একে-অপরের মিলন।
– মিলন কি?
: অন্তরের মিল।
– অন্তর কাকে বলে?
: হৃদয়।
– আমি কি তাহলে,
আঁপনার হৃদয়ে বাসা বেঁধেছি?
: একদম ঠিক।
শুধু তা নয়, জায়গা করে নিয়েছো খাতায়।
– কিভাবে?
: কলমের খোঁচায়।
– কলম!
: কলম বিবেকের অস্ত্র।
– বিবেক!
: বিবেক হলো তত্ত্বজ্ঞান।
– আর তত্ত্বজ্ঞান ?
: তা হলো প্রকৃত জ্ঞান।
– জ্ঞান? সেটা আবার কি!
: অনুভব শক্তি।
যে শক্তি দিয়ে তোমায় খুঁজে পেয়েছি।
– আচ্ছা আমার কাজ কি?
: এই সভ্যতার হৃদয় হরণ করা।
– কিভাবে করবো!
: যেমনটি আমায় করেছো।
– আমি পারবো তো!
: অবশ্যই পারবে। তোমাকে পারতেই হবে।।

১০৮৮জন ১০৮৪জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ