কবিতারা অকারণ,
করে শুধু জ্বালাতন
তারপর ঘুম ভেঙে ভোর হয়,
কবিতারা চুপি চুপি সরে রয়।
কবিতারা ছন্দে,
সুর তোলে ‘নন্দে
একসময় থেমে যায় নিশ্চুপ
কবিতারা সত্যি অদ্ভুত।
খুব দ্রুত ভোর হয়,
কবিতারা জেগে রয়,
ফুলগুলো বাঁসি হয় সকালেই
তাই দিয়ে মালা গাঁথে অকালেই।
মালা যায় শুকিয়ে
কবিতা দুঃখী মেয়ে
কবিতার নেই কোন ঠিকানা
আজও সেই নামটি যে অজানা।
কবিতার বাড়ি নেই,
কবিতার ঘর নেই,
আছে শুধু একখানা ছন্দ,
সবদিকে পথ যেন বন্ধ।
কবিতারা ঝরে পড়ে অকালেই,
কবিতারা মরে যায় সকালেই।
২৩/০৫/২০
২১টি মন্তব্য
বন্যা লিপি
যথাযথ আঙ্গিকে কবিতার কোনো ছন্দও নেই অথবা বলা যেতে পারে ছন্দপতন কবিতার ধর্ম। এখন যদি বলেন, তাহলে কবিতা কী? এর বিষদ বিবরন জানতে চাইলে আমার আরো লেখাপড়া করতে হবে। যা এখন আমার ধৈর্যে নাই। কবিতার ঘরবাড়ি নেই কে বললো? আমার/ আপনার/ আমাদের মন মস্তিষ্ক ই তো কবিতার উৎপাদন কারখানা😊😊 রবীন্দ্রনাথের, নজরুলের কবিতারা কী মরে গেছে? যায়নি তো! কবিতা দ্রোহের আগুন জ্বালাতে সক্ষম, কবিতা মরা গাঙে বাণ ডাকাতে সক্ষম, কবিতা বৃষ্টিদিনে প্রেমময় হতে সক্ষম…… তবে… কবিতা দুঃখী তবুও….
নীরা সাদীয়া
কবিতা আরও অনেক কিছুতেই সক্ষম। তবুও কবিতাকে কেউ আশ্রয় দেয় না। একপাশে ফেলে রাখে। এটাই তার দুঃখ।
শুভ কামনা রইলো।
স্বপ্নীল মেঘ
কবিতারা ভালো থাকার মোহ
দুঃখ ভুলার ফুল;
মুক্তা খোঁজা শব্দ শ্রমে
মন যে হয় ব্যাকুল।
নীরা সাদীয়া
কবিতারা তবুও ছাই ফেলতে ভাঙা কুলো।
পাঠ শেষে পথের ধুলো।
শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি দিদি
নীরা সাদীয়া
আরও ভাবুন।
শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
কবিতারা অদ্ভুত হয়, কখন কোথায় কাকে পেয়ে বসে বোঝা যায় না। কেবল কবিতারা থাকে কারনে-অকারনে।
শুভ কামনা 🌹🌹
নীরা সাদীয়া
একদম ঠিক বলেছেন।
এই ভূত আবার ছাড়েও না।
শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
কবিতার কিছু না থাকলেও সে সবসময় সেরা।
শুভ কামনা সবসময়
নীরা সাদীয়া
সেই সেরাকেই আমরা করি অবজ্ঞা!
শুভ কামনা রইলো।
হালিমা আক্তার
কবিতা কখনো ছন্দের দাসত্ব করে না। কবিতার আছে হাজারো শব্দমালা । কবিতারা বেঁচে থাক । শুভ কামনা।
নীরা সাদীয়া
এটা ঠিক বলেছেন।
কবিতার আছে নিজস্বতাও।
আরজু মুক্তা
মনের অনুভূতিগুলো সাজালেই কবিতা
নীরা সাদীয়া
তাইতো। অনেক শুভ কামনা রইলো।
নীরা সাদীয়া
সাজিয়ে তবে গেঁথে ফেলুন ছন্দের মালা।
শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
কবিতার মায়াজাল এ যে একবার আবদ্ধ হয় সে কিন্তু এই মায়াজাল ছিন্ন করতে পারে না । এর পরতে পরতে সৌন্দর্য, রহস্য, ভালোলাগা, প্রেম, সুখ, দুঃখ সবই পাওয়া যায় শুধু খুঁজে নেয়ার শক্তি, ভালোবাসা থাকতে হবে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
নীরা সাদীয়া
একদম ঠিক বলেছেন। কিন্তু এই সৌন্দর্য সবাই বুঝতে পারে না।
শুভ কামনা রইলো।
জিসান শা ইকরাম
কবিতারা ভালো না, যন্ত্রনা দেয় বেশী,
এ কারনেই বহু বছর কবিতা থেকে দূরে আছি।
অনেক দিন পরে তোমাকে সোনেলায় দেখে ভালো লাগছে।
শুভ কামনা।
নীরা সাদীয়া
অনেক যন্ত্রণা দেয়।
তবু দূরে থাকা যায় না।
সোনেলা আমার ডায়েরি। এখানে লেখা জমাই।
শুভ কামনা।
মনির হোসেন মমি
কবিতারা এমনিই হয় ।কেউ হাজারো কবিতা লিখে হয়না কবি কেউ বা এক কবিতাতেই বাজিমাত।
নীরা সাদীয়া
তাই হবে।
কবিতাকে সবাই বুঝতে পারে না।
শুভ কামনা রইলো।