কথা ছিলো

নীলাঞ্জনা নীলা ১০ অক্টোবর ২০১৫, শনিবার, ০২:২০:৫১অপরাহ্ন বিবিধ ৭১ মন্তব্য
বিচ্ছৃঙ্খল অক্ষর…
বিচ্ছৃঙ্খল অক্ষর…

কথা ছিলো।
বেশ কিছু কথা ছিলো।
তার মধ্যে একটি কথা ছিলো,
কথা রাখার কথা–
কথা বলার কথা–
কথায় কথায় রেগে যাবার কথা,
কথায় কথায় কাছে আসার কথা।
বেশ কিছু কথা ছিলো।
কথার মুখে কথা না বলা
কথার পিঠে কথা সাজিয়ে সহজ হয়ে যাওয়া
কথায় কথায় জটিলতাহীন জীবন পাওয়া।
বেশ কিছু কথা ছিলো।
অভিমান ভাঙ্গানোর কথা,
আদুরে আহ্লাদ দিয়ে কাছে টেনে নেবার কথা
আস্তিনের ভেতরে বোতামের মতো সাজিয়ে রাখার কথা ছিলো।
অনেকগুলো কথাই ছিলো।
কিন্তু কথা না রাখার কথা কখনোই ছিলো না।

 

হ্যামিল্টন, কানাডা
২২ জুলাই, ২০১৪ ইং।

**পুরোনো একটি লেখা খাতার পৃষ্ঠায় পেয়ে গেলাম। তাই তুলে দিলাম। রাফ কবিতাকে এখনই ঠিক করলাম। আর পঁচা হাতের লেখাটাও দিয়ে দিলাম :p **

৫৭০জন ৫৭০জন
0 Shares

৭১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ