কথা ছিলো।
বেশ কিছু কথা ছিলো।
তার মধ্যে একটি কথা ছিলো,
কথা রাখার কথা–
কথা বলার কথা–
কথায় কথায় রেগে যাবার কথা,
কথায় কথায় কাছে আসার কথা।
বেশ কিছু কথা ছিলো।
কথার মুখে কথা না বলা
কথার পিঠে কথা সাজিয়ে সহজ হয়ে যাওয়া
কথায় কথায় জটিলতাহীন জীবন পাওয়া।
বেশ কিছু কথা ছিলো।
অভিমান ভাঙ্গানোর কথা,
আদুরে আহ্লাদ দিয়ে কাছে টেনে নেবার কথা
আস্তিনের ভেতরে বোতামের মতো সাজিয়ে রাখার কথা ছিলো।
অনেকগুলো কথাই ছিলো।
কিন্তু কথা না রাখার কথা কখনোই ছিলো না।
হ্যামিল্টন, কানাডা
২২ জুলাই, ২০১৪ ইং।
**পুরোনো একটি লেখা খাতার পৃষ্ঠায় পেয়ে গেলাম। তাই তুলে দিলাম। রাফ কবিতাকে এখনই ঠিক করলাম। আর পঁচা হাতের লেখাটাও দিয়ে দিলাম :p **
৭১টি মন্তব্য
ব্লগার সজীব
কথা নিয়ে এত কথায় কি কথা বলে মন্তব্য দেই ?
নীলাঞ্জনা নীলা
“কথা হয়েছিলো তবু কথা হলো না…”
গানই শুনুন তবে ভাভু বাইয়া। 😀 -{@
https://www.youtube.com/watch?v=bM5CBVrNRyY
আবু খায়ের আনিছ
কথা ছিল, ভালোবাসার
কথা ছিল, ভালো রাখার
কত কথা, ছিল বলার
কথা ছিল, আজন্ম পাশে থাকার।
অরণ্য
(y) (y)
নীলাঞ্জনা নীলা
বাহ! মন্তব্য তো নয়, যেনো আলো।
ধন্যবাদ আনিছ ভাই -{@
অরুনি মায়া
হুহ কেউ কথা রাখেনা। আর তুমি সেই কথার কথা বলছ,,,,,,
কত সুন্দর হাতের লেখা আর বলছ পঁচা।
কাকাতুয়া টা কেন যে তোমারে কলম না পাঠিয়ে কবি ভাই রে পাঠাতে গেল,,,,, ;?
নীলাঞ্জনা নীলা
আমি এখনও কাগজে-কলমে লিখি। আমার সব হ্যান্ড ব্যাগে কাগজ-কলম থাকবেই। সবাই জানে। 😀
আসলেই কেউ কথা রাখেনা।
https://www.youtube.com/watch?v=t_L2qgZ-2_8
ছাইরাছ হেলাল
কথা ছিলো।
বেশ কিছু কথা ছিলো।
তার মধ্যে একটি কথা ছিলো,
কথা না রাখার কথা–
কথা না বলার কথা–
কথায় কথায় রেগে যাবার কথা,
কথায় কথায় দুরে সরে যাবার কথা।
বেশ কিছু কথা ছিলো।
কথার মুখে কথা বলা
কথার পিঠে কথা সাজিয়ে কঠিন হয়ে যাওয়া
কথায় কথায় জটিলতার জীবন পাওয়া।
বেশ কিছু কথা ছিলো।
অভিমান না ভাঙ্গানোর কথা,
আদুরে আহ্লাদ দিয়ে মিছে কাছে টেনে নেবার কথা
আস্তিনের ভেতরে বোতামের মতো চেপে রাখার কথা ছিলো।
অনেকগুলো কথাই ছিলো।
কিন্তু কথা না রাখার কথা ও অবশ্যই ছিলো
নীলাঞ্জনা নীলা
ভাবছি ওটা মুঁছে আপনার মন্তব্যকেই পোষ্ট হিসেবে লিখি। ভয় নেই নাম আপনারই থাকবে।
নিন গানটি শুনুন। কথা দিয়ে পোষ্টের জন্যে কথার গান। 😀
https://www.youtube.com/watch?v=Gs_gLCoimNI
ছাইরাছ হেলাল
কি যে বলেন!! আমিতো আপনার সুন্দর লেখাটি নষ্ট করেছি।
কথা নাকি দেয়াই হয় কথা না রাখার জন্য, যদিও তা আমি বিশ্বাস করি না।
প্রিয় শিল্পীর প্রিয় গান শোনার মজাই আলাদা।
নীলাঞ্জনা নীলা
শুনুন সম্রাট সাইরাস বেবিলন ধ্বংস করেছেন খুব ভালো। আমার লেখাকে ধ্বংস করলে আপনার কিন্তু ছাড় নেই। ওই যুগ শেষ।
নষ্ট করলেন কেন? :@
মুক্তি নাই কা আপনার আর। 😀 :D)
ছাইরাছ হেলাল
ভয় পাচ্ছি খুব।
নীলাঞ্জনা নীলা
ভয় পেলে বলুন রূপকথা থেকে কবে মুক্তি পাচ্ছি? ;?
ছাইরাছ হেলাল
আপাতত শেষ।
নীলাঞ্জনা নীলা
আপাতত বলতে! মানে আবারও আসার সম্ভাবনা আছে বুঝি? ;(
ছাইরাছ হেলাল
গুরুজি বলা তো যায় না কখন কথা থেকে কী ভর করে।
নীলাঞ্জনা নীলা
কবিভাই এভাবে বিদ্রূপ করবেন না আমায়। শুন্য আপু যেই বললো, অমনি আপনি সেই যে ডাকা শুরু করলেন, বিপদেই আছি। ^:^ ;(
জিসান শা ইকরাম
কথা থাকেই কথা না রাখার জন্য
নইলে এমন লেখার সৃষ্টি হতো না।
নীলাঞ্জনা নীলা
নানা তাই আমি কথা দিলাম এই গান দিয়ে।
https://www.youtube.com/watch?v=HrA742Un9ak -{@ (3
নাসির সারওয়ার
“হয়নি বলা কোন কথা, শুধু হয়েছে অনুভুতি”।
বালাম কে বলে দেবো, এই কথাগুলোর সুর সৃষ্টি করতে।
তবে কথাওতো ছিল কথা না রাখার।
নীলাঞ্জনা নীলা
সুর বরং আপনি-ই করুন। ধন্য হবো। 😀 -{@
নাসির সারওয়ার
ধন্যতো আমিও হতাম। দুর্ভাগ্য আমার, সুরতো করতে পারিনা।
নীলাঞ্জনা নীলা
সুর করা কঠিন না। সপ্তকের যে কোথাও থেকে শুরু করে দিন, তাহলেই হয়ে যাবে। 😀
তানজির খান
অনেকগুলো কথাই ছিলো।
কিন্তু কথা না রাখার কথা কখনোই ছিলো না।
ভাল লাগার কথা বলে গেলাম। -{@ -{@ -{@
নীলাঞ্জনা নীলা
ভাইয়া তবুও কিছু কিছু কথা ভুলে যায় কথা দিয়েছিলো বলে।
https://www.youtube.com/watch?v=djUE5xxQUlU
অরণ্য
যদি বলি “আমি মিথ্যে বলি”
তবে কি তুমি তা নেবে?
যদি বলি “আমি কথা রাখিনা”
কোন কথা কি তুমি দেবে?
…
নীলা আপু খুব আফসোস হলো, এমন কথা কেন হলো না – কথা না রাখার কথা!
সে না হতেই পারে। আর তাই স্বাভাবিক। 🙂
চমৎকার লাগলো। (y)
নীলাঞ্জনা নীলা
সবুজ অরণ্য সত্যি যা কোনো কিছু নেয়া যায়। সাজানো মিথ্যে নিয়ে একদিনও যেনো কাউকে কিছু না পেতে হয়।
কথা না রাখার কথা পেতে মন চাইছে বুঝি?
https://www.youtube.com/watch?v=c8UjhWn3ob4
গান শুনুন। -{@
অরণ্য
নীলা আপু, আবার তো তুমি আমায় সেই অতীতে নিয়ে গেলে। এই গানটায় আমি একটা সময়ের গন্ধ পাচ্ছি।
একটা পৃষ্ঠা চোখে ভাসছে। হাতের লেখাটা অস্পষ্ট দেখতে পাচ্ছি।
“আমি শুধু তোমাকে চাই
পাব?
পাই বা না পাই
এক জীবনে তোমার কাছেই যাব।”
আপু, এর দাম কত বলতে পার? 😀
নীলাঞ্জনা নীলা
এর দাম বুড়িগঙ্গা জানে। এখনও বুঝি ওসব লেখা অস্পষ্টভাবে আছে?
বুড়িগঙ্গার যা অবস্থা তাতে ওসব লেখা ওখানে ফেললে বরং যত্নে থাকবে। 😀 :D)
অরণ্য
বুড়গঙ্গা! গুড। 🙂
নীলা আপু, লেখাটা স্পষ্ট তবে ভাব অস্পষ্ট। 😀
ভার্সিটি লাইফে একটা প্যারোডি গাইতাম…
“কপালে ধুলো মাখা
কপালে ধুলো মাখা
চল কপাল ধুয়ে আসি
চল কপাল ধুয়ে আসি
বুড়িগঙ্গা নদীতে
হায়রে বুড়িগঙ্গা নদীতে।” 😀
নীলাঞ্জনা নীলা
সবুজ অরণ্য আসল গানটা কি ভাইয়া? ;?
শুন্য শুন্যালয়
যা পেয়েছি আমি তা চাইনি। যা চেয়েছি কেন তা পাইনি। এই মাইয়া এত সুন্দর লেখো কেন?
কথা রেখে হবে কি?
জমিয়েছ কথা দিয়ে আস্ত একটা কথাসেলফ
সেখানে শুনতে পাই ঘুনপোকাদেরও চলছে কথার কথা
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহা……………… :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
মন্তব্য পড়ে পেট ফেঁটে যাচ্ছে। -{@ (3
মাইয়া না গো বোনডি। কও বুঢঢী 😀
লীলাবতী
অনেক কথাই বাস্তবতার কারনে রাখা হয়ে ওঠেনা।মানুষের আকাঙ্খা,চাওয়া সব পূর্নও হয়না।
নীলাঞ্জনা নীলা
ঠিক বলেছো লীলাদি। -{@
https://www.youtube.com/watch?v=K1QxEzDWKQs
মোঃ মজিবর রহমান
এত সুন্দর হাতটিকে যিদি বলি পচা
কোথায় জায়গা হবে নাগ আপু।
মরেও যে তৃপ্তি পাবনা।
সুন্দর লেগেছে আপু।
নীলাঞ্জনা নীলা
“মরণ রে তুঁহু মম শ্যাম সমান!”
মজিবর ভাই মরবে তো আপনার শত্রু।
বেঁচে থাকুন আর অনেক সুন্দর থাকুন। -{@
সিকদার
কথা না রাখার কথা কখনই থাকে না, তারপরও রাখা হয় না । হলেত আজ পচা হাতের এত ভাল লেখা পেতাম না ।
নীলাঞ্জনা নীলা
পঁচা মানে যেই সেই পঁচা না। মারাত্মক পঁচা। পৃথিবীর মানচিত্র আঁকার মতো ব্যাপার আর কি! 😀
নীতেশ বড়ুয়া
শিল্পীঃ চিত্রা সিং
“কথা ছিল দেখা হবে দেখা হলো না
মনে কত কথা ছিল বলা হল না
দিন গেল দিন ফিরে এল
সেই যে গেলে আর ফিরে এলে না
তারে ছাড়া আজ তাই কাটে না সময়
জীবনের সবকিছু মিছে মনে হয়
মালা গেঁথে চলে গেল দিলো না
সেই যে গেলে আর ফিরে এলে না
ভালোবাসার এই বুঝি এলো সুসময়
মন শুধু তারে আজ কাছে পেতে চায়
কাছে পেয়েও তবু পাওয়া হলো না
সেই যে গেলে আর ফিরে এলে না”
শুনতে হলেঃ https://youtu.be/c8UjhWn3ob4?list=PLC47F573CB14CF15F
এই কবিতায় নিয়ে গেলো সেই গানে… -{@
নীলাঞ্জনা নীলা
হায় হায়! এই গান তো এখুনি দিলাম এই পোষ্টে আমিও। 😀
মনের মিল কি সাধে বলি? 😀
দাদা গো কেন সে ফিরে আসেনা? ;( ;( ;( ;(
নীতেশ বড়ুয়া
😀 বুঝতে হবে মনের সাথে মিল আছে বলেই মনের মিল হয়ে একই গান ভেবেছি 😀
সে ফিরে আসে না মনে রাখার জন্যই -{@
নীলাঞ্জনা নীলা
এখন তাহলে গাইতে হয়। 😀
https://www.youtube.com/watch?v=OhQMD4MV_do
নীতেশ বড়ুয়া
তবে এই হোক কথাঃ
https://youtu.be/bUCdfgvRTMw 😀
নীলাঞ্জনা নীলা
😀 \|/ -{@
সু-স্বাগতম দাদা।
নীতেশ বড়ুয়া
😀 \|/ 😀 :c :D) -{@ (3 -{@ নীলা’দি
নীতেশ বড়ুয়া
এই কিছু আগে আমার এইখানে জোর’ বৃষ্টি হয়ে এখন এই অবস্থাঃ
https://youtu.be/JdnZjKdS-e8
\|/
নীলাঞ্জনা নীলা
গল্প করার এইতো দিন
মেঘ কালো হোক মন রঙীন 😀 \|/
নীতেশ বড়ুয়া
“আজ দুঃখ ভোলার দিন
আজ মন হবে যে রঙ্গিন
আজ প্রাণ খুলে শুধু গান হবে
সুখ হবে সীমাহীন…
চলো দুজনে আজ হারিয়ে যাই
ভুলে অভিমান
যত কষ্ট আছে সবই ভুলে
গাই সুখেরি গান
আজ নেইতো পিছুটান।
পাখিরা গান করে আজ
নদীতে ঢেউ
হাতে হাত রেখে হাঁটি
জানবে নাতো কেউ
তুমি বল হাঁটতে তোমার ভালোলাগেনা।
চলো দুজনে আজ হারিয়ে যাই
ভুলে অভিমান
যত কষ্ট আছে সবই ভুলে
গাই সুখেরি গান
আজ নেইতো পিছুটান।
আকাশে megh জমেছে
ঝরছে অঝর
দূরে কেন কাছে এসো
ভাবছো মিছে পর
তুমি বল বাইরে তোমার
মন বসে না।”
😀
শুনুনঃ https://youtu.be/1R-kKURflO4
নীলাঞ্জনা নীলা
প্রথম শুনলাম এমন গান। 😀 \|/
নীতেশ বড়ুয়া
যখন খুবই শেষের শেষ ভাবনা মাথায় আসে তখন এই গানটি শুনি 😀 😀
নীলাঞ্জনা নীলা
শেষেরও শেষ আছে বুঝি গো দাদা? ;?
নীতেশ বড়ুয়া
সেকি!!!!!!!! মাঝপথের শেষ থাকলে শেষেরও শেষ আছে তো 😀
নীলাঞ্জনা নীলা
ও দাদা ঘুম নেই? আমি লেখা শেষ করলাম। ঘরের অনেক কাজ। ^:^
শান্তি নাইরে নীলা, কুতাও শান্তি নাই। কিন্তু খুন্তী ঠিকই আছে। 😀 :D)
নীতেশ বড়ুয়া
শান্তি নেই তো কিতা অইচে? শান্তির মা আইসেন না! :p
নীলাঞ্জনা নীলা
শান্তির মা হ্যামিল্টনে নাই গো দাদা। থাকলে কি আর এমন হইতো ;(
নীতেশ বড়ুয়া
ও! তাইলে শান্তির মা তিরির পিচ্চি ফুলটুসীকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছে, ফিরবে ফুলটুসীর সাথেই :p :p :p
নীলাঞ্জনা নীলা
আমি কি জানি! আমি কি তিরি? তাহলে তো ভাগ্য ভালোই ছিলো। আমার প্রিয় স্বামী আমারে ছাইড়া ওই দূরের আইল্যান্ডে কি যাইতো? ;(
বেটা গিয়ে তো বাঁচিছে, আমারে মারিয়া রাখিয়া গিয়াসে। :@
নীতেশ বড়ুয়া
ব্যাপারটা টিক যেমন এমনঃ
অতিকায় হস্তী লোপ পাইয়াছে তথাপি তেলাপোকা এখনো টিকিয়া আছে
:p :D) :D) :D) :D)
নীলাঞ্জনা নীলা
এক্কেবারে ঠিক। তেলাপোকা আমায় বানিয়ে দিয়ে ভালোই করেছো। 🙁
নীতেশ বড়ুয়া
:p :p :p :p :p
নীলাঞ্জনা নীলা
:@ :@
নীতেশ বড়ুয়া
:D) \|/ :D)
নীলাঞ্জনা নীলা
:@ :@ :@ :@
নীতেশ বড়ুয়া
:p :p :p :p :p :p :p :p :p :p :p :p :p
নীলাঞ্জনা নীলা
;( ;( ;( ;(
নীতেশ বড়ুয়া
https://youtu.be/c8UjhWn3ob4
মেহেরী তাজ
কথা ছিলো আমায় ভুলে না যাওয়া
কিন্তু আমায় ঠিক ভুলে গেছেন। আগের মত উম্মা দেন না। ;(
নীলাঞ্জনা নীলা
ওরে মনা লে, সোনা লে, পিচ্চি লে উম্মম্মম্মম্মম্মাআআআআআআআ -{@ (3
মেহেরী তাজ
😀 :D) হুম পাইছি……..
নীলাঞ্জনা নীলা
-{@ (3
😀 \|/