এই ছেলে !
জানো আমি তোমাকে কতোটা ‘ভালোবাসি’?
কতোটা ভালোবাসলে তাকে ‘ভালোবাসা’ বলে?
এতোটা কেন ভালোবাসলাম?
সে উত্তর আমার জানা নেই।
শুধু জানি তোমাকে ভালোবাসি-
পাগলের মতো, অশান্ত সাগরের
বালুকাবেলায় উপচেপড়া ঢেউয়ের মতো,
বাধা না বাধা নিয়মের বাইরে,উদ্ভ্রান্তের মতো।
কতোটা ভালোবাসলে পাবোনা জেনেও
তার জন্য অপেক্ষার প্রহর গোনা হয়,
তার কথা শোনার জন্য চিত্ত অস্থির হয়,
এক নজর দেখার আক্ষেপে হৃদয় তোলপাড় হয়।
কতোটা ভালোবাসলে ‘তুমিময়’ হয়ে যায় সমগ্র সত্তা,
হৃদয়ে অষ্টপ্রহর আছড়ে পড়ে উত্তাল লহরী একতা,
ভাবনার এপাড় ওপাড় ছুঁয়ে যায়
অহর্নিশি শুধু তোমার তরণী।
কতোটা ভালোবাসলে গ্রীষ্ম,বর্ষা,শরৎ-
সব এক সূতোয় বাঁধা পড়ে,
শীতের তীব্রতাকে ভাসিয়ে নিয়ে যায় সুদূর উত্তরে,
ফাগুনের আগুন শতগুণ বেড়ে যায় আকাঙ্ক্ষার দাবানলে।
কতোটা ভালোবাসলে ঝড় ওঠে চিত্তের অনুরননে,
অষ্টপ্রহর ডুবে থাকা যায় শুধু একটি অস্তিত্বের মাধ্যাকর্ষণে,
উপন্যাসের স্বরবর্ণরা মিশে ব্যঞ্জনবর্ণের দূর্বার আকর্ষণে।
কতোটা ভালোবাসলে ঘৃণা করা যায় না শত আঘাতে, অপমানে;
আঘাতে আঘাতে জর্জরিত দেহখানি নীরবতার চাঁদরে যায় ঢেকে,
বুনো ফুলের মাদকতায় হারিয়ে যায় তেপান্তরের পানে।
কতোটা ভালোবাসলে উষ্ণ মরুর বক্ষে হিম বায়ু খেলে,
শূণ্য আঁচল ভরে যায় বসন্তের ফুলে জলে,
মিষ্টি সমীরণে আবদ্ধ বাতায়ন যায় খুলে।
কতোটা ভালোবাসলে দিস্তা দিস্তা কাগজ শেষ হয়-
তবুও মনের কথা অসমাপ্ত রয়ে যায়,
কবিতায়,গল্পে শুধু তাকেই ভেবে ভেবে পংক্তিমালা সাজায়,
দিবা-যামিনী তাকে ঘিরেই আবর্তিত হয়।
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বসন্তের কথা কইবেন কন না!
এত টানা-হেঁচড়া সহ্য করা তো কঠিন না হলেই হয়।
শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
🙄🙄🙄🙄 বসন্ত উৎসব আমার জন্য না । তাই বসন্ত নিয়ে কি লিখবো ভেবেই খুন। ধন্যবাদ ভাইয়া
ফয়জুল মহী
দারুণ ছন্দোময় ও বর্ণ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা
আরজু মুক্তা
এই তুমিই সব বসন্ত কেড়ে নিয়েছে।
সুপর্ণা ফাল্গুনী
🤭🤭🤭🤭 ধন্যবাদ আপু সুন্দর একটা কথা বললেন। ভালো থাকুন সবসময়
দালান জাহান
সুন্দর প্রেমের কবিতা। দারুণ উপভোগ করলাম কবি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা রইলো
জিসান শা ইকরাম
এত ভালোবাসলে পুড়ে অংগার হতে হয়,
জ্বলুনি কাকে বলে তা টের পাওয়া যায়,
বেশি ভালোবাসা ভালো না।
চমৎকার লিখেছ ছোটদি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই আপনার সুন্দর উপদেশের জন্য। একদম সত্যি টাই বলেছেন। ভালো থাকুন সুস্থ থাকুন
বন্যা লিপি
কতটা ভালবাসলে তারে ভালবাসা কয়? বিবরনে টাস্কি! এমনও হয় বুঝি ভালবাসা? ওরে ফাল্গুন! ফাল্গুনে সব প্রেম/ভালবাসা ফল্গুধারার মতো বহমান প্রবাহে প্রবাহিত। ভালবাসায় ভরপুর কবিতাখানি।ভালো লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
হুম আপু হয় হয় । এমন ও হয়। ধন্যবাদ আপু 💓🌹। ভালো থাকবেন সবসময়। 😍😍😍
হালিম নজরুল
ভালবাসার সুন্দর স্তুতি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
“কতোটা ভালোবাসলে ঘৃণা করা যায় না
শত আঘাতে, অপমানে;
যতটা ভালবাসলে প্রিয়জনকে পাওয়া যায়
আপন গহিনে।
মন ভালো হয়ে যায়
আপনার কবিতায়।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। খুব ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পেয়ে। ভালো থাকুন শুভকামনা রইলো
ইসিয়াক
বসন্তের শুভেচ্ছা রইলো দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো। ফাগুনের শুভেচ্ছা
তৌহিদ
এত কিছু বুঝিনা আমি শুধু জানি তাকে ভালোবাসি প্রবলভাবে। দারুণ অনুভাবী কবিতা লিখেছেন আপু।
শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো ও ফাগুনের শুভেচ্ছা
নিরব সাগর
আর কতটুকু উপমা দিলে ভালবাসা বুঝবে বল ?
সুপর্ণা ফাল্গুনী
জানিনা। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো