কতোটা ভালোবাসলে

সুপর্ণা ফাল্গুনী ১২ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০৩:২৮:২৯অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

এই ছেলে !
জানো আমি তোমাকে কতোটা ‘ভালোবাসি’?
কতোটা ভালোবাসলে তাকে ‘ভালোবাসা’ বলে?
এতোটা কেন ভালোবাসলাম?
সে উত্তর আমার জানা নেই।
শুধু জানি তোমাকে ভালোবাসি-
পাগলের মতো, অশান্ত সাগরের
বালুকাবেলায় উপচেপড়া ঢেউয়ের মতো,
বাধা না বাধা নিয়মের বাইরে,উদ্ভ্রান্তের মতো।

কতোটা ভালোবাসলে পাবোনা জেনেও
তার জন্য অপেক্ষার প্রহর গোনা হয়,
তার কথা শোনার জন্য চিত্ত অস্থির হয়,
এক নজর দেখার আক্ষেপে হৃদয় তোলপাড় হয়।
কতোটা ভালোবাসলে ‘তুমিময়’ হয়ে যায় সমগ্র সত্তা,
হৃদয়ে অষ্টপ্রহর আছড়ে পড়ে উত্তাল লহরী একতা,
ভাবনার এপাড় ওপাড় ছুঁয়ে যায়
অহর্নিশি শুধু তোমার তরণী।

কতোটা ভালোবাসলে গ্রীষ্ম,বর্ষা,শরৎ-
সব এক সূতোয় বাঁধা পড়ে,
শীতের তীব্রতাকে ভাসিয়ে নিয়ে যায় সুদূর উত্তরে,
ফাগুনের আগুন শতগুণ বেড়ে যায় আকাঙ্ক্ষার দাবানলে।
কতোটা ভালোবাসলে ঝড় ওঠে চিত্তের অনুরননে,
অষ্টপ্রহর ডুবে থাকা যায় শুধু একটি অস্তিত্বের মাধ্যাকর্ষণে,
উপন্যাসের স্বরবর্ণরা মিশে ব্যঞ্জনবর্ণের দূর্বার আকর্ষণে।

কতোটা ভালোবাসলে ঘৃণা করা যায় না শত আঘাতে, অপমানে;
আঘাতে আঘাতে জর্জরিত দেহখানি নীরবতার চাঁদরে যায় ঢেকে,
বুনো ফুলের মাদকতায় হারিয়ে যায় তেপান্তরের পানে।
কতোটা ভালোবাসলে উষ্ণ মরুর বক্ষে হিম বায়ু খেলে,
শূণ্য আঁচল ভরে যায় বসন্তের ফুলে জলে,
মিষ্টি সমীরণে আবদ্ধ বাতায়ন যায় খুলে।

কতোটা ভালোবাসলে দিস্তা দিস্তা কাগজ শেষ হয়-
তবুও মনের কথা অসমাপ্ত রয়ে যায়,
কবিতায়,গল্পে শুধু তাকেই ভেবে ভেবে পংক্তিমালা সাজায়,
দিবা-যামিনী তাকে ঘিরেই আবর্তিত হয়।

৮৯৭জন ৭৩২জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ