
‘ আমি ওয়াদা করছি, প্রতিশ্রুতি দিচ্ছি যে এই জগতে তোমাকে কখনো একা অনুভবে রাখবো না। ‘
কত সুন্দর একটি ওয়াদা বা প্রতিশ্রুতি। একজন প্রেমিক/প্রেমিকা একে অন্যজনকে এই প্রতিশ্রুতি দিলে তার আর কি চাই? তার নিঃসঙ্গতা, একাকিত্ব অন্যজনে রাখবে না। প্রতিটি ক্ষণ ছায়া হয়ে থাকবে সে, যাতে এক মুহুর্তের জন্যও অন্যজনে একাকিত্বে ভুগবে না।
আজ প্রমিজ ডে। পুরাতন প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী কি ই বা নতুন করে প্রমিজ করবে? তারপরেও পিছনে দেয়া ওয়াদা বা প্রতিশ্রুতি গুলো ভাবা যায়, ভাবা যায় সেসব ওয়াদা বা প্রতিশ্রুতি কতটা পালন করা হয়েছে। নতুন করেও ওয়াদা করা যায়। যেমন আগামী কোথাও বেড়াতে নিয়ে যাওয়া, প্রিয়জনের অত্যন্ত পছন্দের কিছু গিফট করার প্রতিশ্রুতি দেয়া যায়। কক্সবাজার, সেন্টমার্টিন, সিলেট, পাহাড়পুর, রাঙ্গামাটি বা পুরো পার্বত্য এলাকায় ভ্রমণের প্রতিশ্রুতি দেয়া যায়।
বিশ্বাসেরও প্রতিশ্রুতি দেয়া যায়। দুজনের মধ্যে বিশ্বাসের কিছু ঘাটতি থাকতে পারে। আজকের দিনে প্রতিশ্রুতি দেয়া যায় ‘ আজ হতে আমরা দুজন দুজনকে বিশ্বাস করবো। ‘
ফেব্রুয়ারী মাস আমাদের বাঙালীদের কাছে ভাষার মাস। দিবস সমূহের বিশ্বায়নের ফলে ফেব্রুয়ারী মাসের চৌদ্দ তারিখ ভালোবাসা দিবস। এই দিবসকেই সামনে রেখে প্রেমিক প্রেমিকাদের অনেক গুলো দিবস পালন করে, যা ভালোবাসা দিবস/ ভ্যালেন্টাইন ডে তে এসে সমাপ্ত হয়।
প্রমিজ করণ আন্তরিক ভাবে। মনে রাখতে হবে প্রমিজ করতে পয়সা লাগে না। তবে অতি প্রমিজ এ আপনার চালাকী কিন্তু আপনার পার্টনার ধরে ফেলবে।
প্রকৃত প্রেমিক প্রেমিকা সম্ভব হলে আজ দেখা করুণ একান্তে। হাতে হাতে রেখে প্রমিজ করুণ ” আমি কেবল এই জনমেই নয়, জন্ম জন্মান্তরে তোমার সাথে থাকতে চাই। ”
৩০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। আপনার আর বৌদির প্রমিজ ডে শুভ হোক জন্ম জন্মান্তরে। শুভ কামনা রইলো আপনাদের জন্য
জিসান শা ইকরাম
ধন্যবাদ ছোটদি,
ভালো থেকো সারাক্ষণ।
কামাল উদ্দিন
প্রমিজ তো করাই হয় ভাংগার জন্য, সুতরাং প্রমিজে সমস্যা কি? 😁
জিসান শা ইকরাম
প্রমিজ আসলে রক্ষা করা উচিৎ কামাল ভাই।
শুভ কামনা।
কামাল উদ্দিন
তা সত্য, তবে সংসার বড় জটিল জিনিস ভাই। সব সময় তা রক্ষা করা বেশ কঠিন।
জিসান শা ইকরাম
তা ঠিক, প্রমিজ রক্ষা করা কঠিনই।
সুপায়ন বড়ুয়া
শুভ হোক প্রমিজ ডে !
যিনি রাখে তিনি দে।
আসুন আমরা সবাই প্রমিজ রক্ষা করি
যা প্রিয়জনের সাথে করি।
শুভ কামনা।
জিসান শা ইকরাম
আসুন আমরা সবাই প্রমিজ রক্ষা করি।
মোঃ মজিবর রহমান
প্রমিজ থাক চিরজাগ্ররত সবার মাঝে
সবাই করুক রক্ষা সতত হৃদ মাঝে।
জিসান শা ইকরাম
ধন্যবাদ মজিবর ভাই।
মোঃ মজিবর রহমান
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
সঞ্জয় মালাকার
ভাইজান শুভ হোক প্রমিজ ডে,,
মিলনেকি তুমি কৌশিস করনা, ওয়াদা কাবি না করনা, ওয়াদা তো ঠুটযাতা হে।
আমি ওয়াদা করছি, প্রতিশ্রুতি দিচ্ছি যে এই জগতে তোমাকে কখনো একা অনুভবে রাখবো না।
ভাইজান ওয়াদা করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু কি লাভ বলুন, ওয়াদা তো স্বপ্নেই থেকে যায়।
প্রতিশ্রুতি একদিনের জন্য দিয়ে কী লাভ যদি ওয়াদা পূর্ণ করতে না পারি।
মিথ্যে প্রেমের গল্প বলে আমায় পাড়িয়ে ঘুম
সে তো আ মার স্বপ্ন চুরায় নিত্য প্রতিদিন।
ধন্যবাদ ভাইজানা ভালো থাকুন সবসময় শুভ কামনা।
জিসান শা ইকরাম
আপনিও ভাল থাকুন দাদা
হালিম নজরুল
বিশ্বাসেরও প্রতিশ্রুতি দেয়া যায়। দুজনের মধ্যে বিশ্বাসের কিছু ঘাটতি থাকতে পারে। আজকের দিনে প্রতিশ্রুতি দেয়া যায় ‘ আজ হতে আমরা দুজন দুজনকে বিশ্বাস করবো। ‘
————-ভাল লাগল।
হালিম নজরুল
বিশ্বাসেরও প্রতিশ্রুতি দেয়া যায়। দুজনের মধ্যে বিশ্বাসের কিছু ঘাটতি থাকতে পারে। আজকের দিনে প্রতিশ্রুতি দেয়া যায় ‘ আজ হতে আমরা দুজন দুজনকে বিশ্বাস করবো। ‘
——বেশ ভাল লাগলো।
ফয়জুল মহী
অসাধারণ লিখনী । শুভেচ্ছা সতত ।
জিসান শা ইকরাম
ধন্যবাদ মহী ভাই
ছাইরাছ হেলাল
নূতন করে প্রমিজ ভাঙ্গার এই তো সুসময়!
মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
জিসান শা ইকরাম
হায়রে প্রমিজ 🙂
ইঞ্জা
সুন্দর অনুভাবী অনুভূতির প্রকাশ, এমনই হওয়া উচিত ভাইজান।
ভালো থাকবেন সবসময়।
জিসান শা ইকরাম
আপনিও ভাল থাকুন ভাইজান
ইঞ্জা
শুভেচ্ছা
শাহরিন
প্রমিজ করে সেটা মনে রাখতে হবে। সব সম্পর্কের জন্যই এটা উত্তম।
জিসান শা ইকরাম
হ্যা, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রমিজ রক্ষা করা উচিৎ ,
অনেকদিন লিখছনা কিছু।
দালান জাহান
যদিও প্রেমিক “প্রতিজ্ঞা ভাঙতেই প্রতিজ্ঞা করে”
তবুও প্রতিশ্রুতি জীবনকে স্বপ্ন দেখায় বাঁচার আশাকে শানিত করে। সেই প্রতিশ্রুতিই দেওয়া হোক বাস্তবে যার অস্তিত্ব থাকে। খুব দরকারী বিষয় সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
সুন্দর ম্মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই
আরজু মুক্তা
শুভ হোক প্রমিজ ডে।
জিসান শা ইকরাম
শুভ কামনা তোমার জন্য।
সুরাইয়া পারভীন
প্রতিশ্রুতি করাই হয় তা ভাঙ্গার জন্য
তার চেয়ে এই ভালো নতুন করে প্রতিজ্ঞায় আবদ্ধ না হওয়া
সবার জন্য রইলো শুভ কামনা
তৌহিদ
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর!! নতুন কোন প্রমিজ নয় পুরোনো দেয়া কথাগুলোকে নতুন করে ঝালাই করে নিতে চাই।
ভালো লাগলো আপনার অনুভূতি ভাই।