ওগো চাঁদ তুমি নিরব কেন

আজাদ রহমান ৫ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৮:৪০:৩৮অপরাহ্ন সঙ্গীত ৩ মন্তব্য

ওগো চাঁদ তুমি নিরব কেন চুপিচুপি কিছু কথা বলো না আমায় ,

মায়াবী এ রাতে তোমার ঐ জোছনাতে মন আমার হারিয়ে যেতে চায়।।

তোমার ঐ ইশারাতে ফুলেরা উঠছে মেতে সুবাসে ছড়ায় ভূবণ শারদো নিশি রাতে ।  পাখীদের কলরবে মন যে মাতায়।।

কোথায় তুমি থাক গো চাঁদ কোথায় তোমার বাস,মাঝে মাঝে আধাঁর হয়ে কর যে নিরাশ।

তোমার ঐ আলো দিয়ে সারা ভূবন দাও জ্বালিয়ে,

বলোনা কোন সে ছলে আবার তুমি যাও লুকিয়ে।

আমি তো জেগে থাকি তোমারি আশায়।।

 

 

৯৭৩জন ৮৮২জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ