মাগো তোর কন্ঠে গাওয়া যে গান সে গান আমার গাইতে ইচ্ছে করে,
ও মা তুই দে বলে তোর গানের কথা নইলে আমি গাইবো কেমন করে।
তোর গান শুনে ভোরের আকাশ মিটিমিটি হাসে,
রাতের ও চাঁদ জেগে থাকে তোর গান শুনার আশে।
মায়ায় ভরা সে গান আমার গাইতে ইচ্ছে করে।।
তোর গান শুনে মাঠের রাখাল বাঁশীতে সুর তুলে,
পাল উড়াইয়া নৌকার মাঝি চলছে নদীর কূলে।
দুঃখ ব্যথা যায় চলে সব তোর গান শোনার পরে ।।
১৩টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
আজকাল আমাদের মায়েরা গান গল্প কবিতা আর দিবসেই শোভীত। বাস্তবতা অন্য। অবহেলা, অবজ্ঞা এসবই পাওয়া।
সবাই এমনি করে মায়েদের খেয়াল রাখুক।
শুভ কামনা। শুভ সকাল।
আজাদ রহমান
একদম ঠিক বলেছেন সম্মানিত কবি।।।মন্তব্যের জন্যধন্যবা।।
সুপর্ণা ফাল্গুনী
মাকে নিয়ে চমৎকার একটি গান। ধন্যবাদ ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
আজাদ রহমান
সুন্দর মন্তব্য পেয়ে ধন্য হলাম।।।আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন প্রিয়।।
আলমগীর সরকার লিটন
বেশ ভানাময় কবি দা অনেক শুভ কামনা
আজাদ রহমান
আপনাকেও ধন্যবাদ সম্মানিত কবি ।।
শামীম চৌধুরী
খুব সুন্দর গান।
আজাদ রহমান
ধন্যবাদ সম্মানিত কব।।
ফয়জুল মহী
বাহ্, গভীর ভাবনার প্রকাশ
আজাদ রহমান
ধন্যবাদ অনন্ত প্রিয় কবি।।।
আরজু মুক্তা
চমৎকার গান
আজাদ রহমান
ধন্যবাদ সম্মানিত কবি,,
শামীনুল হক হীরা
এক কথায় অসাধারণ।।।
শুভকামনা রইল পাতায়।।