এক শহরে হাঁটতে থাকা অবুঝ গাঁয়ের ছেলে
বৃষ্টি এলে গান শোনাবে,হারমোনিয়ামটা পেলে।
বাদ্যযন্ত্র তাল ছিল না,মন ঢেকেছে কষ্টে
সিগারেট হাতে জ্বলছে শহর,পুড়ছে শরীর দুঃখে।
রক্তশহর জলসা দাঁড়িয়ে, ভিড় জমে যায় নষ্টে
আউলা চুলে ঐ মেয়েটা, কী যেন কী বলছে।
এক শহরে লাশের খেলা,আরেক শহর হাসে
জমের ঘরে চিল পাখিটা,লাশের প্রহর গুনছে।
আরেক শহর মানুষ পুড়ায়,আগুন নামছে বেয়ে
বিন্দু মর্ত্র একটা ছেলে,দুই শহরে মারে।
সেই শহরে বন্দি হয়ে একটা মেয়ে আছে
চার দেয়ালে বন্দি হয়ে, স্বপ্ন গুলো আঁকে।
যে পায়েতে নূপুর জুড়া বাজত তালে তালে
সে পায়ে আজ শিকল বাঁধা,বন্দি চার দেয়ালে।
ছাই হয়ে আজ শ্মশান তলে,রাত্রি থেমে গেছে
আঁধার জুড়ে ক্লান্ত শহর,ব্যাস্ত ট্রাফিক জ্যামে।
রক্ত ঝরে দুই শহরে, লাশ গুলো আছে পড়ে
সে ছেলে আজ বৃষ্টি হয়ে অঝর ধারায় ঝরে।
সঞ্জয় মালাকার//
২১টি মন্তব্য
মাসুদ চয়ন
জীবনকে ঘিরে রেখেছে অন্ধত্ব বন্দিত্ব।এই পরিক্রমা থেকে মূক্তির জন্য মানবিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে সর্বক্ষেত্রে।
সঞ্জয় মালাকার
হু ঠিকই বলেছেন দাদা ,
প্রপ্তি,
ধন্যবাদ দাদা সকাল বেলার শুভেচ্ছা রইলো।
শিরিন হক
এটা কবিতা না একান্ত অনুভূতি বুঝতে পারছি না
সঞ্জয় মালাকার
দুটোই মরে করতে পারেন দিদি,,
ধন্যবাদ দিদি শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সব সময় নিরন্তর কামনা।
নিতাই বাবু
কবিতায় বাস্তবতা প্রকাশ পেয়েছে। শুভেচ্ছা জানবেন প্রিয়।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা অনেক অনেক শুভেচ্ছা ,,
ভালো থাকুন সব সময়।
জিসান শা ইকরাম
ছন্দের কবিতা ভালো হয়েছে।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ ভাই,
অনেক অনেক শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
জীবনের বহমানতার প্রতিচ্ছবি লেখাটিতে।
শিরিন হক
ধন্যবাদ
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ ভাই ,
শুভেচ্ছা রইলো।
শাহরিন
সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন। মানুষের জীবন খুবই বৈচিত্রময়। অন্য জনের দিকে না তাকিয়ে নিজের আপনজনের মাঝে ছোট একটি পৃথিবীতে তুলনামূলক কম কষ্ট। ধন্যবাদ দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু, অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোলাগা ।
সকাল বেলার শুভেচ্ছা আপু।
তৌহিদ
আপনার কবিতাগুলি অনেক সুন্দর। বাস্তবধর্মী জীবনবোধক। লিখুন দাদা।
প্রদীপ চক্রবর্তী
দারুণ রচনাশৈলী দাদা।
চলুক…
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা।
ভালো থাকুন সব সময়।
আরজু মুক্তা
জীবন সেতো পদ্মপাতার শিশির বিন্দু।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু অনেক অনেক শুভেচ্ছা।
রেহানা বীথি
ভালো লাগলো আপনার কবিতা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি
শুভেচ্ছা অফুরন্ত ।
সাবিনা ইয়াসমিন
অবুঝ ছেলেটা বৃষ্টির অপেক্ষায় থেকে নিজেই একদিন বৃষ্টি হয়ে ঝরে পড়ে। অত্যন্ত গভীর প্রকাশ।
শুভ কামনা দাদা 🌹🌹