এমন মায়ার কান্দন আর কাইন্দোনা রাই বিনোদিনী
———— রাধারমণ দত্ত

এমন মায়ার কান্দন আর কেদোনা রাই বিনোদিনী, রাই বিনোদিনী
এমন মায়ার কান্দন আর কেদোনা রাই বিনোদিনী, রাই বিনোদিনী
এগো কান্দিলে না আর আসিবে শ্যামচাঁন গুণমণি, শ্যামচাঁন গুণমণি
এগো কান্দিলে না আর আসিবে শ্যামচাঁন গুণমণি, শ্যামচাঁন গুণমণি
রাই বিনোদিনী
এমন মায়ার কান্দন আর কেদোনা রাই বিনোদিনী, রাই বিনোদিনী !!

তুমি না ছিলায় গো রাধে আয়ানের ঘরণী, আয়ানের ঘরণী
তুমি না ছিলায় গো রাধে আয়ানের ঘরণী, আয়ানের ঘরণী
কেনো ভাগিনার প্রেমে মন মজাইয়া হইলা কলঙ্কিনী, রাই বিনোদিনী
কেনো ভাগিনার প্রেমে মন মজাইয়া হইলা কলঙ্কিনী, রাই বিনোদিনী
রাই বিনোদিনী
এমন মায়ার কান্দন আর কেদোনা রাই বিনোদিনী, রাই বিনোদিনী !!

ও তুমি কার লাগিয়া কাইন্দা কাইন্দা কাটাইলা রজনী
কার লাগিয়া কাইন্দা কাইন্দা কাটাইলা রজনী , কাটাইলা রজনী
এএগো গেলে কালা আর আসে না, সেই কথা জাননি
এএগো গেলে কালা আর আসে না, সেই কথা জাননি
রাই বিনোদিনী
এমন মায়ার কান্দন আর কেদোনা রাই বিনোদিনী, রাই বিনোদিনী !!

ভাইবা রাধারমণ বলে শোন গো বিনোদিনী, শোন গো বিনোদিনী
ভাইবা রাধারমণ বলে শোন গো বিনোদিনী, শোন গো বিনোদিনী
এগো কালার প্রেমে আছে বাঁধা ষোলশো রমনী, রাই বিনোদিনী
এগো কালার প্রেমে আছে বাঁধা ষোলশো রমনী, রাই বিনোদিনী
রাই বিনোদিনী
এমন মায়ার কান্দন আর কেদোনা রাই বিনোদিনী, রাই বিনোদিনী !!

গানটির ইউটিউব লিংক

রাধারমণ দত্ত সম্পর্কে জানুন / আমার পূর্বের পোস্ট

৪৩৮৬জন ৪৩৮৮জন
0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ