অনেক দিন আগে পড়েছিলাম হেনরি রাইডার হ্যাগার্ডের অসাধারণ এক বই ক্লিওপেট্রা এর বইটির বাংলা অনুবাদ। সেবা প্রকাশনী থেকে প্রকাশীত বইটির অনুবাদ করেছেন সায়েম সোলায়মান।
বইটি পড়ার সময় অনেকগুলি এপিগ্রাম চোখে পড়েছিল আর আমার স্বভাব মত সেগুলি দাগিয়ে রেখেছিলাম। আজ সেগুলিই শেয়ার করছি।
১/ নারীর জিভ ছাড়া পৃথিবীর আর সব কিছুকেই বোধহয় বেঁধে রাখা সম্ভব।
২/ কেবলমাত্র বোকা আর মূর্খরাই গোপন কথা বলে দেয়। জ্ঞানী আর সাহসীরা চুপ থাকে, উপযুক্ত সময়ের অপেক্ষা করে।
৩/ সৌন্দর্যের দংশনে বিষধর সাপে কাটা মৃত মানুষের মতো স্থির হয়ে গেলাম আমি।
৪/ ফলের পোকার মতো কাজ করতে হবে আমাদের। যে পোকা ভেতর থেকে খেয়ে ফেলে ফলকে, কিন্তু বাইরে থেকে বুঝা যায়না ব্যাপারটা।
৫/ কোনো মেয়ে যদি তোমাকে ভালো না বাসে বা অন্ততপক্ষে পছন্দ না করে, তাহলে ওকে বিশ্বাস কোরো না। ওদের মতিগতির কোনো ঠিক নেই-ওদের আবেগ সমুদ্রের ঝড়ের মতো। কখন আসে, কখন যায়, টের পাওয়া যায় না।
৬/ তাড়াহুড়ো কতরে গিয়ে ভুল লোককে বেছে নেবেন না দয়া করে।
৭/ নর-নারীর ভালোবাসার ব্যাপারটা খুবই অদ্ভুত। ওই আবেগ শুরু হয় পাহাড়ের বুকে জন্ম নেওয়া ঝরনার মতো-ছোট্ট একটা জলধারা, যাকে গুরুত্বই দেয় না কেউ। আর শেষ হয় বিরাট কেনে নদীর মোহনায়, অথবা হয়তো কারও ক্ষেত্রে সমুদ্রে। সাঁতার না জানলে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকে না প্রেমিকের।
৮/ আমার মতে ভালোবাসা হচ্ছে আশার সমাধি, বিশ্বাসের ধ্বংসস্তূপ।
৯/ যতদিন আঘান না আসে, ততদিন প্রেম খুবই মধুর।
১০/ সুখ কি, তা না জেনেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।
১১/ সময়ের চেয় বড় চিকৎসক আর নে্ই। মনের ঘা, শরীরের ঘা দুটোই একসময় শুকিয়ে দেয় সে।
১২/ যতটুকু পাই, ঠিক ততটুকুই চাই; আবার যতটুকু চাই, ঠিক ততটুকুই পাই।
১৩/ ভাগ্যকে দোষ দিয়ে আমরা পাপীরা নিজেদেরকে হালকা করতে চাই। অথচ একই পাপ আরেকজন করলে ওকে অপবাদ দিতে, সর্বোচ্চ শাস্তি দিতে বাধে না আমাদের। ভাগ্যে লেখা ছিলো- বলে ক্ষমা করে দেই না লোকটাকে।
১৪/ পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আবেগের নাম প্রেম এবং একমাত্র কোকারাই সেই আবেগে আক্রান্ত হয়।
১৫/ অকাজে বীরত্ব অপচয় করার চেয়ে আর বড় অপচয় নেই এই পৃথিবীতে।
৩৫টি মন্তব্য
সঞ্জয় কুমার
কাজের কথা ।
মরুভূমির জলদস্যু
তাই নাকি?
অরণ্য
গুড শেয়ারিং।
মরুভূমির জলদস্যু
ধন্যবাদ
নুসরাত মৌরিন
সুন্দর সুন্দর কথা।
মরুভূমির জলদস্যু
ঠিক বলেছেন।
জিসান শা ইকরাম
এপিগ্রাম গুলো অনেক অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে শেয়ার দেয়ার জন্য।
নিয়মিত এমন পোষ্ট চাই।
শুভ কামনা।
মরুভূমির জলদস্যু
আমার বিশাল কালেকশান আছে।
মোঃ মজিবর রহমান
সুন্দর শেয়ারিং
শুভকামনা রইল।
মরুভূমির জলদস্যু
ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কোনো মেয়ে যদি তোমাকে ভালো না বাসে বা অন্ততপক্ষে পছন্দ না করে, তাহলে ওকে বিশ্বাস কোরো না। ওদের মতিগতির কোনো ঠিক নেই-ওদের আবেগ সমুদ্রের ঝড়ের মতো। কখন আসে, কখন যায়, টের পাওয়া যায় না। (y) -{@
মরুভূমির জলদস্যু
-{@ -{@ -{@
মামুন
ভালো বলেছেন। ভালো লাগা রেখে গেলাম। \|/
মরুভূমির জলদস্যু
আমি কিন্তু কিছু বলি নি।
খেয়ালী মেয়ে
ধন্যবাদ এপিগ্রামগুলো শেয়ার করার জন্য…
মরুভূমির জলদস্যু
স্বাগতম আপনাকে।
মেহেরী তাজ
আপনি ফটো ব্যাতীত পোষ্ট দিতে পারেন? অবাক হলাম ভাইয়া। খুব খুব ভালো লেগেছে ভাইয়া।
মরুভূমির জলদস্যু
ঐটা তো আমার এটা মুখোস, আরো কত মুখোস আছে।
শুন্য শুন্যালয়
এক নাম্বার টা পড়ে বাকিগুলোতে আর তেমন মন দিতে পারিনি। পুরুষদের মতো ভালো লেখক আর কে আছে!!!!
মরুভূমির জলদস্যু
হা হা হা।
এগুলি কিন্তু কাহিনীর প্রয়জনে চরিত্রগুলির মুখথেকে বলা কথাগুলি।
শুন্য শুন্যালয়
কোট করলে তা কি আর কাহিনীর চরিত্রের থাকে? 🙂
মরুভূমির জলদস্যু
কেন থাকবে না!
ধরুন হুমায়ুন আহমেদের কোন চরিত্র যদি কোন দেশের প্রধান কে “রাজাকার” বলে, তাহলে সেটা কার বলা হলো? হুমায়ুন আহমেদের না সেই চরিত্রের? হুমায়ুন আহমেদের যদি হয় তাহলে তো অনেক লেখকেরই মেলা অপরাধ হয়ে আছে।
আবু জাঈদ
লেখকদের মাঝে পুরুষ মহিলা নেই
মরুভূমির জলদস্যু
পুরুষ লেখক মহিলা লেখক কেউ বলেনা তা কিন্তু না, অনেকেই আলাদা করতে চায়।
শুন্য শুন্যালয়
আমি লেখকের মাঝে ভেদাভেদ করিনি ভাইয়া, তবে নারী চরিত্র বা বিশ্লেষণ যতোটা হয়েছে তা কিন্তু পুরুষের হয়নি। এটা লেখকের গুনতো অবশ্যই।
আবু জাঈদ
আবার শেয়ার।
ভাল বই যেমন আমি ঘরে না রেখে অন্যকে দিয়ে দেই তেমনি ভাল লেখাগুলো আমি সব সময় শেয়ার করি। ধন্যবাদ এত বড় একজন লেখকের উদৃতি গুলো তুলে ধরার জন্যে।
মরুভূমির জলদস্যু
ভালোর ব্যাপারটা আপেক্ষিক, কার কাছে কি ভালো লাগবে সেটা বলা মুসকিল। তবে আমার কাছে এই লেখকের সব লেখাই অসাধারণ লাগে।
ব্লগার সজীব
১ নম্বর দেখেই কি লেখা হয়েছে ‘ মুখরা রমনী বশীকরন ‘ ? :p
মরুভূমির জলদস্যু
;? ;? ;?
ওয়ালিনা চৌধুরী অভি
চমৎকার সংগ্রহ।
মরুভূমির জলদস্যু
ধন্যবাদ -{@ -{@
লীলাবতী
নারীদের বিরুদ্ধের গুলো বাদে সব ভালো লেগেছে।ছবি ব্লগ থেকে এ পোষ্ট ভালো লেগেছে ভাইয়া।
মরুভূমির জলদস্যু
চিন্তা নিয়েন না আবার ছবি তে ফিরে যাচ্ছি।
প্রিন্স হেক্টর
নারীর জিভ ছাড়া পৃথিবীর আর সব কিছুকেই বোধহয় বেঁধে রাখা সম্ভব।
😀 :D) :c
মরুভূমির জলদস্যু
এই লাইনটা তো দেখি হিট হয়ে গেলো!!