১। অগ্রসর = অগ্র+সর = সরের অগ্রভাগ বা উপরিভাগ।
২। অচকিত = অ+চকিত = যার চকি (চৌকি বা খাট) নাই।
৩। অচিন = অ + চিন = যেটা চীন দেশে তৈরি হয় নি।
৪। অচির = অ + চির = যাতে চির ধরে না বা ফাটে না। মজবুত।
৫। আচানক = আ + চানক = যে ব্যক্তি গোসল (চান) করে না।
৬। অজ্ঞাতবাস = অজ্ঞাত + বাস = যে বাসের (Bus) পরিচয় পাওয়া যায়নি।
উদাহরণ – অজ্ঞাতবাসের ধাক্কায় লোকটি অক্কা পায়।
৭। অনুগ্রহ = অণু + গ্রহ = ছোট্ট গ্রহ।
৮। অনুকম্পা = অণু + কম্পা = মৃদু ঝাকুনি।
৯। অনুকুল = অণু + কুল = ছোট সৈকত।
১০। অনুগত = অণু + গত = একটু আগে।
বি দ্র
দুই একটা বানান ইচ্ছাকৃত ভাবে এদিক-ওদিক করা হয়েছে। আর বাকি ভুলগুলি নিজ গুণে বুঝে নিবেন।
১৩টি মন্তব্য
নিহারীকা জান্নাত
মাথা ঘুরছে।
মরুভূমির জলদস্যু
কেন কেন?
নিহারীকা জান্নাত
আপনার বানানো সন্ধি বিচ্ছেদ পড়ে সত্যিই দ্বিধায় পড়ে গেলাম 🙂 ;?
মরুভূমির জলদস্যু
হা হা হা
আবু খায়ের আনিছ
আমি কি করব কিছুই বুঝতেছি না।
মরুভূমির জলদস্যু
সমস্যা কি?
নীলাঞ্জনা নীলা
আচ্ছা আমি কি বাংলা নিয়ে পড়েছিলাম? মনে পড়ছে না আপনার এই পোষ্ট পড়ে সব ভুলে গেছি। ^:^
মরুভূমির জলদস্যু
নতুন করে পড়া শুরু করতে মনে হয়। :p
নীলাঞ্জনা নীলা
তাইতো দেখছি! ;?
মৌনতা রিতু
আচ্ছা ছবির সাথে এমন পোষ্ট কেন?
এটা কি?
^:^ ^:^ ^:^
মরুভূমির জলদস্যু
আরে ভাই যার খাট নাই সে মাটিতে শুয়ে আছে, অন্য কিছু খুঁতে যায়েননা কষ্ট করে, কিছুই পাবে না। :p
মোঃ মজিবর রহমান
ভয়ানক অবস্থা কি করব?
মরুভূমির জলদস্যু
কিছু একটা করেন। :D)