আজ দুপুরে তোমার নিমন্ত্রণ
https://c2.staticflickr.com/2/1697/24021523449_0bbfaa77a9.jpg
হুমায়ূন আহমেদের একটি ছোট গল্পের বই। বইটি পড়ার সময় তুলনামূল কম হলেও কিছু এপিগ্রাম চোখে পড়েছিল, সেই এপিগ্রাম গুলি নিচে দেয়া হল।

 

১। রূপবতী মেয়েরা নিজের রূপের প্রেমে পরে যায়, অন্যকারো প্রেমে পরতে পারে না।

২। স্বামীর সঙ্গে প্রথম রাত কাটানোর সময় লজ্জা থাকে, তারপর আর থাকে না।

৩। বড় মানুষদের কোন কথা ধরতে নেই।

৪। টাকা আদায় করা খুব কষ্ট।

৫। মেয়েদের কাছে কাক অমঙ্গলে পাখি।

৬। কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন, মরা গাছে ফুল ফুটেছে মা বড়ধন।

৭। মানুষের পরিচয়  তার স্মৃতিশক্তিতে নয়, মানুষের পরিচয় তার চিন্তায়।

৮। ফরাসি একটা প্রবচন আছে, পঞ্চাশ বছর পার হবার পর ভোর বেলা শারীরিক কোন যন্ত্রনা ছাড়া যদি ঘুম ভাঙ্গে তাহলে বুঝে নিবে তুমি মারা গেছো।

৯। একটা মানুষ যত সুন্দর আয়নায় তারচেয়ে বেশি সুন্দর দেখায়, এইটাই আয়নার গুণ।

৭২০জন ৭২০জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ