আজ দুপুরে তোমার নিমন্ত্রণ
হুমায়ূন আহমেদের একটি ছোট গল্পের বই। বইটি পড়ার সময় তুলনামূল কম হলেও কিছু এপিগ্রাম চোখে পড়েছিল, সেই এপিগ্রাম গুলি নিচে দেয়া হল।
১। রূপবতী মেয়েরা নিজের রূপের প্রেমে পরে যায়, অন্যকারো প্রেমে পরতে পারে না।
২। স্বামীর সঙ্গে প্রথম রাত কাটানোর সময় লজ্জা থাকে, তারপর আর থাকে না।
৩। বড় মানুষদের কোন কথা ধরতে নেই।
৪। টাকা আদায় করা খুব কষ্ট।
৫। মেয়েদের কাছে কাক অমঙ্গলে পাখি।
৬। কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন, মরা গাছে ফুল ফুটেছে মা বড়ধন।
৭। মানুষের পরিচয় তার স্মৃতিশক্তিতে নয়, মানুষের পরিচয় তার চিন্তায়।
৮। ফরাসি একটা প্রবচন আছে, পঞ্চাশ বছর পার হবার পর ভোর বেলা শারীরিক কোন যন্ত্রনা ছাড়া যদি ঘুম ভাঙ্গে তাহলে বুঝে নিবে তুমি মারা গেছো।
৯। একটা মানুষ যত সুন্দর আয়নায় তারচেয়ে বেশি সুন্দর দেখায়, এইটাই আয়নার গুণ।
১৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনার এপিগ্রামগুলো আমার খুব পছন্দ হয়,
না পড়া বইগুলো সম্পর্কে জানতে পারি।
৮ নং টা দারুণ।
অনিকেত নন্দিনী
১।রূপবতী নই। কাজেই অন্যের প্রেমে চোখ বুঁজে ঝাঁপ দিয়েছিলাম।
২।……….
৩। ধরলেই বা কী? বড় তো বড়ই। তাদের কিছু বলা যায়না।
৪। ১০০% সত্য কথা। ভুক্তভোগী হয়ে হাড়ে হাড়ে টের পেয়েছি।
৫। মেয়েদের কাছে কাক অমঙ্গলে পাখি।
মানতে পারছিনা। কলেজে পড়ি সময়ে আমার একটা পোষা কাক ছিলো।
৬। কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন, মরা গাছে ফুল ফুটেছে মা বড়ধন।
অবশ্যই মার জায়গা সবার উপরে। মায়ের চেয়ে বেশি মমতা কেউ দেখালে বুঝতে হবে এর পেছনে কোনো স্বার্থ লুকিয়ে আছে।
৭। মানুষের পরিচয় তার স্মৃতিশক্তিতে নয়, মানুষের পরিচয় তার চিন্তায়।
আমার বেলায় এই কথা ১০০% খাটে। আমার স্মৃতিশক্তি মাশা আল্লাহ্ বেজায় ভালো কিন্তু আমার চিন্তাভাবনার সীমানা খুবই ছোট।
৮। ওই স্তরে যাইনি এখনো। গেলে বুঝবো আশা রাখি।
৯। নিজেরে দেখে ভয় পাবো বলে আয়নাই দেখিনা।
মরুভূমির জলদস্যু
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৮ নাম্বারের বিষটা সবার জন্যই অপেক্ষা করে আছে।
ইমন
একটা মানুষ যত সুন্দর আয়নায় তারচেয়ে বেশি সুন্দর দেখায়, এইটাই আয়নার গুণ। (y) (y)
মরুভূমির জলদস্যু
কথা কিন্তু সত্যি
অনিকেত নন্দিনী
১।রূপবতী নই। কাজেই অন্যের প্রেমে চোখ বুঁজে ঝাঁপ দিয়েছিলাম।
২।……….
৩। ধরলেই বা কী? বড় তো বড়ই। তাদের কিছু বলা যায়না।
৪। ১০০% সত্য কথা। ভুক্তভোগী হয়ে হাড়ে হাড়ে টের পেয়েছি।
৫। মেয়েদের কাছে কাক অমঙ্গলে পাখি।
মানতে পারছিনা। কলেজে পড়ি সময়ে আমার একটা পোষা কাক ছিলো।
৬। কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন, মরা গাছে ফুল ফুটেছে মা বড়ধন।
অবশ্যই মার জায়গা সবার উপরে। মায়ের চেয়ে বেশি মমতা কেউ দেখালে বুঝতে হবে এর পেছনে কোনো স্বার্থ লুকিয়ে আছে।
৭। মানুষের পরিচয় তার স্মৃতিশক্তিতে নয়, মানুষের পরিচয় তার চিন্তায়।
আমার বেলায় এই কথা ১০০% খাটে। আমার স্মৃতিশক্তি মাশা আল্লাহ্ বেজায় ভালো কিন্তু আমার চিন্তাভাবনার সীমানা খুবই ছোট।
৮। ওই স্তরে যাইনি এখনো। গেলে বুঝবো আশা রাখি।
৯। নিজেরে দেখে ভয় পাবো বলে আয়নাই দেখিনা।
মরুভূমির জলদস্যু
১ আর ৯ এর বিষয়ে নিজেই প্রতিযোগী আবার নিজেই বিচারক হলে তো চলবে না!!
অনিকেত নন্দিনী
শুধু ১ আর ৯ এ বিচার করিনি তো! ২ ছাড়া সবগুলিতেই নিজেরে দিয়ে বিচার করেছি। 😀
কোথায় জানি পড়েছিলাম দিন শেষে নিজের যতো ভালোমন্দ নিয়ে বিচার বিশ্লেষণ করতে পারাটা অনেক বড় গুণ। ;?
ব্লগার সজীব
আপনি এত সময় পান কিভাবে ভাবছি।ভ্রমণ করেন খুব এরপর পেশাগত কাজ তো আছেই,এরপর বই পড়া এবং তার এপিগ্রাম! অবাক হই আমি মাঝে মাঝে।
মরুভূমির জলদস্যু
বই পড়ি রাতে, কখনো কখনো দিনেও কামলা দেয়ার সময়।
পেশাগত কাজ মানে একটা দোকানে কামলা দেয়া। তবে ভালো দিক হচ্ছে আমাকে বেধে রাখার মত কোন শর্ত সেখানে নেই, ইচ্ছে মত যাওয়া আসা করি।
ফলে ভ্রমণের তেমন সমস্যা হয় না শুধু আর্থিক দিকটা বাদ দিলে।
অরুনি মায়া
এক নং সঠিক নয় |
দুই,তিন,চার,পাঁচ আংশিক সঠিক |
ছয়,সাত,আট পুরো সঠিক |
নয় নং টা আমি জানি না 🙂
মরুভূমির জলদস্যু
আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
জিসান শা ইকরাম
আপনার এপিগ্রামের ভক্ত হয়ে গিয়েছি
৪ নং টা হাড়ে হাড়ে টের পাচ্ছি।
মরুভূমির জলদস্যু
এপিগ্রাম গুলি হুমায়ূন আহমেদের। আমি শুধু উপস্থাপন করলাম।
ড্রথি চৌধুরী
হুম এখ সময় যখন যে বই পড়েছি যে লাইন গুলো ভাল লাগতো সেই লাইন গুলো পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখতাম! আপনার এপিগ্রেমগুল দেখে মনে পড়ে গেল সেই সব দিনের কথা!! 🙂
একটা মজার বিষয় না বলে থাকতে পারছি না ৭/৮ এর মেয়েরা যখন সালমান খান/ শারুখ খান নিয়ে স্বপ্ন দেখতো তখন আমি সাতকাহন, গর্ভধারিণী, পূর্বপশ্চিম বইগুলো পড়াতেই ব্যাস্ত ছিলাম !
এখন মাঝে মাঝে মনে হয় বয়সের আগে কিছু জানতে বা বুঝতে নেই!!
যাক আপনার কারনেই পুরনো এপিগ্রামগুলো আবার পড়তে পারলাম 🙂 আশা করি আরো পাবো -{@ (y)
মরুভূমির জলদস্যু
আমিও অনেক দিন থেকেই এই এপিগ্রাম অভ্যাসে অভ্যস্ত।
বইও পড়ছি ক্লাস ফাইভ থেকে বড়দের গুলি।
আরো পাবেন অবশ্যই।