সবাই কেমন আছেন ?
কয়েকদিন খুব বেশী ব্যাস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি ।অনেকদিন পর এসেই দেখলাম সোনেলাতে অনেক ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে । এখন আর মোবাইল থেকে মন্তব্যের উত্তর দিতে সমস্যা হচ্ছে না ।তারপর প্রতিটি লেখা কতবার দেখা বা পড়া হয়েছে সেটাও এখন দেখা যাচ্ছে । আশাকরি ব্লগ প্রিয়তে নেয়ার অপশন ও খুব শিগ্রই চালু হবে । সম্মানিত মডুদের এজন্য অসংখ্য ধন্যবাদ ।

আমি বেশিরভাগ সময়ে মোবাইল দিয়েই ব্লগ ব্যবহার করি তাই । চেষ্টা করি আমার মত যারা মোবাইল ব্যাবহারকারী আছেন তাঁদের জন্য কিছু ব্লগিং সুবিধা খুঁজে বের করার । এখন
মোবাইল থেকে খুব সহজেই আপনি সোনেলার ডেক্সটপ ভিউ পেতে পারেন । এজন্য নিচের ছবি গুলি দেখে সেটিং করে নিন আর উপভোগ করুন ডেক্সটপ ব্রাউজিং এর মজা ।

সেটিং টা চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমেই লগ আউট হয়ে , তারপর কাজ শুরু করতে হবে ।

ছবি দেখে কাজ শুরু করে দিন

ক

ক

ব

ব

ক

সবাই ভাল থাকুন , সুস্থ থাকুন । ধন্যবাদ সবাইকে ।

১জন ১জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ