সবাই কেমন আছেন ?
কয়েকদিন খুব বেশী ব্যাস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারিনি ।অনেকদিন পর এসেই দেখলাম সোনেলাতে অনেক ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে । এখন আর মোবাইল থেকে মন্তব্যের উত্তর দিতে সমস্যা হচ্ছে না ।তারপর প্রতিটি লেখা কতবার দেখা বা পড়া হয়েছে সেটাও এখন দেখা যাচ্ছে । আশাকরি ব্লগ প্রিয়তে নেয়ার অপশন ও খুব শিগ্রই চালু হবে । সম্মানিত মডুদের এজন্য অসংখ্য ধন্যবাদ ।
আমি বেশিরভাগ সময়ে মোবাইল দিয়েই ব্লগ ব্যবহার করি তাই । চেষ্টা করি আমার মত যারা মোবাইল ব্যাবহারকারী আছেন তাঁদের জন্য কিছু ব্লগিং সুবিধা খুঁজে বের করার । এখন
মোবাইল থেকে খুব সহজেই আপনি সোনেলার ডেক্সটপ ভিউ পেতে পারেন । এজন্য নিচের ছবি গুলি দেখে সেটিং করে নিন আর উপভোগ করুন ডেক্সটপ ব্রাউজিং এর মজা ।
সেটিং টা চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমেই লগ আউট হয়ে , তারপর কাজ শুরু করতে হবে ।
ছবি দেখে কাজ শুরু করে দিন
সবাই ভাল থাকুন , সুস্থ থাকুন । ধন্যবাদ সবাইকে ।
২১টি মন্তব্য
মাহামুদ
আমিতো এভাবেই চালাই!
তবে এই ভিউতে কিছু পোষ্ট দিতে গেলেই রাজ্যের যামেলা এসে উপস্থিত হয়।
ডেস্কটপ ভিউতে সহজেই কিভাবে পোষ্ট দিবো তার সচিত্র বর্ণনা আশা করছি।
এবং ধন্যবাদ।
সঞ্জয় কুমার
আমি কিন্তু একদম প্রথম থেকেই এই ডেক্সটপ ভিউ মোবাইলে ব্যাবহার করে আসছি । । এই পোষ্ট টাও মোবাইল দিয়ে দেয়া । ।
ডেক্সটপ ভিউ তে অনেক সুবিধা পাওয়া যায় , যেটা মোবাইল ভিউ তে প্রায় অসম্ভব ।
ধন্যবাদ
অবশ্যই আপনার সমস্যার সমাধান নিয়ে সচিত্র একটা পোষ্ট দেব । ।
ভাল থাকবেন ।
আবু জাকারিয়া
মডুদের অনেক ধন্যবাদ।
সঞ্জয় কুমার
সহমত । সোনেলা ধীরেধীরে পরিণত হচ্ছে ।
জিসান শা ইকরাম
ডেস্ক টপ ভিউ প্রথম থেকেই চালু হচ্ছে
আমাদের সমস্যা হচ্ছে,আমরা খুঁজে দেখি না।
অনেকেই মোবাইল দিয়ে সোনেলায় ব্লগিং করছেন
যারা জানতেন না,তাদের জন্য এই পোষ্ট সহায়ক হবে।
ধন্যবাদ এই পোষ্টের জন্য।
সঞ্জয় কুমার
আপনাকে ও অনেক ধন্যবাদ ।
লীলাবতী
আমিও মোবাইল থেকে সোনেলা ব্রাউজ করি।ফটো দেয়ার সময়ে ল্যাপটপ।মোবাইলেই সোনেলা ব্যবহার করা খুবই সহজ।
সঞ্জয় কুমার
হুম একদম তাই । পিসির সব সুবিধা যদি মোবাইলেই পাওয়া যায় তাহলে সেটাই সবচেয়ে সুবিধাজনক ।
ধন্যবাদ । শুভকামনা
লীলাবতী
পোষ্টের গুরুত্ব বিবেচনায় ষ্টিকি করার জন্য অনুরোধ করছি।
খেয়ালী মেয়ে
মোবাইল থেকে ডেস্কটপ ভার্সনটা আগেই পেয়েছিলাম..ধন্যবাদ বিষয়টা সবার সাথে শেয়ার করার জন্য..
সঞ্জয় কুমার
আপনাকে ও অনেক ধন্যবাদ । সাথে বিজয় শুভেচ্ছা
প্রজন্ম ৭১
কাজের পোষ্ট।
সঞ্জয় কুমার
বিজয় শুভেচ্ছা
ছাইরাছ হেলাল
মোবাইল ব্যবহারকারীদের অনেক কাজে দেবে।
সঞ্জয় কুমার
হুম । আপনাকে অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।
স্বপ্ন
অত্যন্ত প্রয়োজনীয় একটি লেখা।ধন্যবাদ আপনাকে।
সঞ্জয় কুমার
আপনাকে ও অনেক ধন্যবাদ
মরুভূমির জলদস্যু
মোবাইলে নেট খুব একটা ব্যবহার করা হয় না।
সঞ্জয় কুমার
আমার ক্ষেত্রে উল্টো টা ব্যাস্ততার জন্য পিসিতে বসার সময় হয় না । সবসময়ের সঙ্গী এই মোবাইল
নাজমুল আহসান
জেনে ভালো লাগছে 🙂
সঞ্জয় কুমার
ধন্যবাদ