একুশ আমার কিশোরী মেয়ের
পলাশ পলাশ রঙ যেটুকু রঙ হলে
সে সাধানন্দে বাঁচতে পারে।
একুশ আমার বুকের মধ্যে ঘুমানো
প্রাচীন এক অগ্নিবীজ
যে একবার জ্বলে উঠলে
মরতে মরতে নাচতে পারে।
একুশ আমার সূর্য-সন্তান
যে খোলা রাস্তায় দাঁড়িয়ে
নিজের বর্ণমালায় বজ্র ধ্বনিতে চিৎকার করে।
একুশ আমার শপথ-ভাস্কর
যে বেদনার রঙে রঞ্জিত পতাকা
বাতাসে পতপত শীৎকার করে।
দালান জাহান
০৪.০২.২০
সখিপুর।
১০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভাল হয়েছে কবিতা। একুশ বাংগালীর জাগ্রত থাকা অহংকার।
দালান জাহান
ধন্যবাদ ভাই শুভেচ্ছা
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লিখেছেন । একুশ সবার হৃদয়ে জাগ্রত থাকুক, বাংলা ভাষার জয় হোক। শুভ কামনা রইলো
দালান জাহান
ধন্যবাদ কবি। ভালো থাকুন সবসময়।
ফয়জুল মহী
দারুণ প্রকাশ
সাবিনা ইয়াসমিন
মহান একুশে ফেব্রুয়ারি নিয়ে সুন্দর কবিতা পড়ে ভালো লাগলো।
শুভ কামনা রইলো দালান ভাই 🌹🌹
সঞ্জয় মালাকার
সুন্দর কবিতা দাদা পড়ে বেশ ভালো লাগলো।
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।
সুরাইয়া পারভীন
চমৎকার লিখেছেন। শুভ কামনা রইলো
আরজু মুক্তা
একুশ আমার মায়ের আঁচল।