একশ একটা দীর্ঘশ্বাস চুমুতে মিশিয়ে
তোমার বুকে এঁকে দিলাম নাজিফাহ্
যতনে সাজিয়ে রেখো …
সচিনের কাভার ড্রাইভের মতো
চমৎকার তাড়নায় আমাকে নিয়ে
তোমার সপ্নগুলো অধরে এঁকো …
তুমি জানোনা দিশেহারা আমি প্রায়’শ হলুদের
ঘুষি মারি নব্য সুশীল আর প্রেমিকদের
তাঁর বদলোতে আমিষুল হকরা আমাকে
প্রায়শ ব্যানমারে তাদের হলুদ কালিময় পেজ থকে …
চুতমারানি শব্দের মতো নতুন ক্ষুর
নিয়ে আমিও আঁধারের রঙ্গমঞ্চে আঁকি
আশৈশব ভালোবাসার ইন্দ্রজাল ..
জীবনের এই বেলাভুমিতে দাড়িয়ে
আমার ইচ্ছে করে , নতুন করে খুঁজে পেতে
তোমার আঁচলে প্রেরণার তাল ।
আমার সম্ভবত মাথা নষ্ট হয়ে গেছে ।
প্রিন্স মাহমুদ
১৫/১১/২০১৩ ।
১৮টি মন্তব্য
শুন্য শুন্যালয়
হুম মনে হচ্ছে …যন্ত্রণা লেখাটিতে স্পষ্ট ফুটে উঠেছে…
প্রিন্স মাহমুদ
ধুর মিয়া , আনিসুল হোক থুক্কু আমিষুল হক , তাঁর আইডিতে পোস্ট দিলেন হেন্তেন । আমি কইলাম প্রথম আলোতে ছাপাই দেন । মোস্তফা সরুয়ার ফারুকি , তিশা , মুসা ইবরাহীম , আপনি – আপনারা তো বায়ু দূষণ করলেও প্রথম আলোতে চলে আসে । তারপর আমারে ব্যান করে দিল ।
রিমি রুম্মান
হুম… দিশেহারা…
প্রিন্স মাহমুদ
ধন্যবাদ
নীলকন্ঠ জয়
আমিষুল হকের মত আবাল টাইপের চুশীলের নাম সোনেলার পাতায় দেখে আমারোও মাথা নষ্ট হয়ে গেছে।
প্রিন্স মাহমুদ
ঠিক বলেছ ।
জিসান শা ইকরাম
লেখক নাজিফাহ্র খুঁজে নিক আঁচলে প্রেরণার তাল ।
ভালো হৈসে ।
শিরোনাম যাই হোক , নাজিফাহ্কে নিয়ে লেখা গুলো , নাজিফাহ ১ , ২ , ৩ এভাবে করা যায় ?
যেমনঃ একশ একটা দীর্ঘশ্বাস – নাজিফাহ্/১০
প্রিন্স মাহমুদ
আমি আসলে অত ভেবে লিখিনা । ব্লগে এসে নতুন ব্লগ লিখুনে ক্লিক করেই লেখা শুরু করি ।
( মাঝে মাঝে পুরনো লেখা পোস্ট দেই ) ।
এই কারনে কাকে নিয়ে লিখলাম , কয়টা লিখলাম
মাথায় থাকেনা ।
মা মাটি দেশ
(y) হায়রে! নাজিফাহ….?
।ভাল লাগল কবিতা।
প্রিন্স মাহমুদ
আহারে -:-
লীলাবতী
:p মাথা নষ্ট :p (-3
প্রিন্স মাহমুদ
^:^
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
(y) ভালো হয়েছে।
প্রিন্স মাহমুদ
;?
ওয়ালিনা চৌধুরী অভি
পুরাই মাথা নষ্ট ……….. ম্যান :p
প্রিন্স মাহমুদ
\|/ :T
খসড়া
একশ একটা দীর্ঘশ্বাস নয় একশ একটা লাল গোলাপ।
প্রিন্স মাহমুদ
দিয়া দাও , মানা করসে কে ?