একমালিকানা ঘর

সাদিক মোহাম্মদ ৩ সেপ্টেম্বর ২০১৪, বুধবার, ০৯:০১:৪০অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

কতিপয় কাঁধে ভর করে
বয়ে যাচ্ছে এক জীবনের পরিণতি
খসে পড়েছে মায়ার গিঁট
ছায়ার আশ্বস্ত বাঁধন
বুজে গেছে আঁধারশঙ্কা-চোখ

সময়ের কারাবন্দী বুকে
আজ মুক্তির প্রসন্ন শূন্যতা
হৃদপিণ্ডে অলক্ষ্যের নির্বিঘ্ন সুখ
শ্বেতফলকে খোদাই রবে শুধু
কয়েদীর নাম
এবং দণ্ডকাল

৯০৩জন ৯০৩জন

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ