কতিপয় কাঁধে ভর করে
বয়ে যাচ্ছে এক জীবনের পরিণতি
খসে পড়েছে মায়ার গিঁট
ছায়ার আশ্বস্ত বাঁধন
বুজে গেছে আঁধারশঙ্কা-চোখ
সময়ের কারাবন্দী বুকে
আজ মুক্তির প্রসন্ন শূন্যতা
হৃদপিণ্ডে অলক্ষ্যের নির্বিঘ্ন সুখ
শ্বেতফলকে খোদাই রবে শুধু
কয়েদীর নাম
এবং দণ্ডকাল
৪টি মন্তব্য
শুন্য শুন্যালয়
বাহ চমৎকার কবিতা। অবশেষে তো সেই শুন্যতা। একমালিকানা ঘর শিরোনামটাই অনেক সুন্দর হয়েছে।
সাদিক মোহাম্মদ
-{@ -{@ dhonnobad @ শুন্য শুন্যালয়
খসড়া
ঘরের মালিকতো একজনই হয়।
সাদিক মোহাম্মদ
নারে ভাই স্বামী স্ত্রী, সন্তান, পিতা মাতা সবাই মালিক… শুধু বিশেষ সেই ঘরের মালিক, বাসিন্দা একজনই