মুহুর্মুহুর মুহূর্ত ভাবনা নিরন্তর কথা বলে
কথা বলে যায়,পেছন ফিরে, সামনে তাকিয়ে,
চলতি পথ-চলাকে সঙ্গী করে;
দিন তারিখ দিয়ে কেঁপে ওঠা বা কাঁপিয়ে
দেয়া বলে কিছু নেই;
মুহূর্তগুলোতে থাকে অজস্র-অগুনতি কাঁপন।

হাঁসফাঁস বদ্ধতার বাইরে গিয়ে
আশ্রয় মত জায়গায় একটু একটু করে
জিরিয়ে নেয়া, জিরিয়ে যাওয়া;

সারশূন্য শাঁ-শাঁ নিশ্বাস এতটা আলুনি
এতটা পানসে, এত এত আড়-চালাকি এড়িয়ে
ইদে একটুখানি মর্জিমাফিক চাঁদডানায়
জোছনা ছোঁয়া, জোছনা-ভুকের আলতো ঠোঁটে;

ছবি নেটের

৬০৫জন ৪৭৭জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ