মুহুর্মুহুর মুহূর্ত ভাবনা নিরন্তর কথা বলে
কথা বলে যায়,পেছন ফিরে, সামনে তাকিয়ে,
চলতি পথ-চলাকে সঙ্গী করে;
দিন তারিখ দিয়ে কেঁপে ওঠা বা কাঁপিয়ে
দেয়া বলে কিছু নেই;
মুহূর্তগুলোতে থাকে অজস্র-অগুনতি কাঁপন।
হাঁসফাঁস বদ্ধতার বাইরে গিয়ে
আশ্রয় মত জায়গায় একটু একটু করে
জিরিয়ে নেয়া, জিরিয়ে যাওয়া;
সারশূন্য শাঁ-শাঁ নিশ্বাস এতটা আলুনি
এতটা পানসে, এত এত আড়-চালাকি এড়িয়ে
ইদে একটুখানি মর্জিমাফিক চাঁদডানায়
জোছনা ছোঁয়া, জোছনা-ভুকের আলতো ঠোঁটে;
ছবি নেটের
৩০টি মন্তব্য
সঞ্জয় মালাকার
সারশূন্য শাঁ-শাঁ নিশ্বাস এতটা আলুনি
এতটা পানসে, এত এত আড়-চালাকি এড়িয়ে
ইদে একটুখানি মর্জিমাফিক চাঁদডানায়
জোছনা ছোঁয়া, জোছনা-ভুকের আলতো ঠোঁটে;
ঈদের প্রীতি ও শুভেচ্ছা দাদা,
ঈদ মোবারক 👫🌹
ছাইরাছ হেলাল
আপনাকেও ইদের শুভেচ্ছা, ভাল থাকুন।
সুপায়ন বড়ুয়া
“সারশূন্য শাঁ-শাঁ নিশ্বাস এতটা আলুনি
এতটা পানসে, এত এত আড়-চালাকি এড়িয়ে
ইদে একটুখানি মর্জিমাফিক চাঁদডানায়
জোছনা ছোঁয়া, জোছনা-ভুকের আলতো ঠোঁটে;”
ঈদে মানুষ আনন্দ করে
ভাইয়া আমার জিরিয়ে নেয়
ঈদ মুবারক।
ছাইরাছ হেলাল
জিরিয়ে নিয়েই সীমিত আনন্দ-উৎসবে ঝাপিয়ে পড়বো!
আপনাকেও ইদের শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
হাঁসফাঁস অবস্থা কাটিয়ে একটু জিরিয়ে নেয়া ভালো। বেঁচে থাকলে সুস্থ থাকলে আগামী ঈদে দাওয়াত চাই। চারিদিকে বিপদ ঘুরছে সাবধানে থাকবেন। গোপনে গোপনে ঘুরলে করোনা কি দেখতে পাবেনা ভাবছেন? আপাতত ঘরে বসেই জোছনা ছুঁয়ে বেড়ান।
ছাইরাছ হেলাল
আচ্ছা, বদ্ধতায় জোছনা উৎসবে মাতবো!
আপনি/আপনাদের দাওয়াত শুধু এই ইদেই না, বিনা ইদেও, যদি এ যাত্রা বেঁচে যাই।
ইদের শুভেচ্ছা জানাচ্ছি।
সুপর্ণা ফাল্গুনী
অবশ্যই বদ্ধতায় ঈদের আনন্দ, জোছনার আনন্দ উপভোগ করতে হবে । ঈশ্বর সহায় হলে আবার উন্মুক্ত আকাশের নিচে সব আনন্দ উৎসব ভাগাভাগি করা যাবে। ঈদের শুভেচ্ছা রইলো
ছাইরাছ হেলাল
আরাধনা চালু আছে, কিন্তু!!!
জিসান শা ইকরাম
জিরিয়ে নেয়ার মতলব আছে নাকি?
ঈদ লেখি এমন ভাবে। আপনি দেখি ইদ লিখলেন!
ঈদ মুবারক।
ছাইরাছ হেলাল
এই জিরিয়ে নেয়া আসলে আনন্দ-জিরানো।
ইদ এখন এভাবেও লেখা হচ্ছে।
ইদ মুবারক।
হালিম নজরুল
মর্জিমাফিক চাঁদডানা !
ঈদ মোবারক।
ছাইরাছ হেলাল
হুম,
মর্জি না হলে চাঁদ কী ডানা মেলে দেখাবে!!
ইদের শুভেচ্ছা, অল্প করে।
শামীম চৌধুরী
ভাইজান
ঈদ মোবারক।
ছাইরাছ হেলাল
আপনাকেও ইদের শুভেচ্ছা,
ভাল থাকবেন ভাই।
কামাল উদ্দিন
রোল নং নাকি সেভেন😄
ছাইরাছ হেলাল
আগে তো আপনি ভাল ছাত্র ছিলেন!
সুপর্ণা ফাল্গুনী
হুম কিছুটা ডিমোশন হয়েছে ভালো ছাত্রের।😋😋😋
ছাইরাছ হেলাল
কোচিং করা লাগতে পারে।
কামাল উদ্দিন
লাকি সেভেন লিখতে গিয়ে নাকি সেভেন লিখে ফেললাম 😀
ছাইরাছ হেলাল
ব্যাপার না কুন।
কামাল উদ্দিন
ঘরে বন্ধি থেকে সত্যিই হাসফাস করছে মানুষ। ইদ যদি কিছুটা সস্তি দেয় মন্দ কি?
ছাইরাছ হেলাল
সামান্য মানবিক স্বস্তি আমাদের চাই-ই, এই মুহূর্তে।
ইদের শুভেচ্ছা দিলাম।
কামাল উদ্দিন
আপনার জন্যও রইল ইদ শুভেচ্ছা
ছাইরাছ হেলাল
ভাল থাকুন।
ফয়জুল মহী
অত্যন্ত মুগ্ধ হলাম।
ছাইরাছ হেলাল
আপনাকে ইদের শুভেচ্ছা।
তৌহিদ
ঈদের দিনে সব ক্লান্তি শেষে ক্ষণিকের জন্য একটু জিরিয়ে নেয়া এইবা মন্দ কি!
ঈদ মোবারক ভাই। ঈদের আনন্দে মুছে যাক সকল গ্লানি, সবার মাঝে ঈদ নিয়ে আসুক অনাবিল আনন্দ আর খুশির আমেজ।
ভালো থাকুন সবসময়।
ছাইরাছ হেলাল
ক্ষণিকের মুক্তি ও এ সময়ে অনেক প্রয়োজনীয়।
করোনা কালে সবাইকে নিয়ে নিরাপদে থেকে ইদের আনন্দ নেবেন এ আশা রাখি।
ইদের শুভেচ্ছা।
সুরাইয়া পারভীন
আবদ্ধতার শিকল কেটে
বিশুদ্ধ চাঁদের আলতো ছোঁয়ায়
একটুখানি জিরিয়েছি কি প্রাণ
দিয়েছে কি খানিক প্রশান্তি মনে
আকাশের ঐ একফালি মিষ্টি চাঁদ
আমার যাপিত জীবনে আনেনি একটুখানি
প্রশান্তি, জিরিয়ে দেয়নি প্রাণ
যা হোক দেরী করে শুভেচ্ছা জানালাম
অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
জিরানো নিজেই একটি প্রশান্তি, দুঃখ ও সুখের শেষে জিরিয়ে আমাদের নিতেই হয়।
আমরা জিরোই। এই জিরানো আছে বলেই আমরা বেঁচে আছি/থাকি।
আপনার জন্য বিলম্ব বলে কিচ্ছু নেই।
ভাল থাকুন এ কামনা করি।