সাধারণ একটি কথাকে আমারা  মানসিকতা আনুযায়ী মনে ধরান করি। সাধারণতঃ নেতিবাচক লোকজনই কোন কিছু সহজ ভাবে নিতে পারে না। সব কিছুতে তারা খারাপ দিকটাই দেখে। সন্দেহ প্রবণতা তাদের ব্যাক্তিগত জীবনে প্রবল। সব কিছুতে সন্দেহ , অবিশ্বাস এদের।

আসুন একটি সাধারণ প্রশ্ন বিভিন্ন মননের অধিকারী মানুষ কিভাবে ভাবে তা দেখি।
প্রশ্ন : কেমন আছেন ?
উত্তর গুলো কেমন হতে পারে দেখুন ব্যাক্তির অবস্থান অনুযায়ী।
===
একজন স্বাভাবিক মানুষ : জি ভাই ভালো আছি  🙂 আপনি কেমন আছেন ?
একজন অস্বাভাবিক মানুষ : তোর তাতে কাম কি ? যা ফোট ।
একজন সন্দেহবাদী মানুষ : হালায় জিগায় ক্যান ? নিশ্চয়ই খারাপ উদ্দেশ্য আছে।(উত্তর না দিয়ে চলে যায়)
একজন পাগল : আরে আমিও তো সবাইরে এইটা জিগাই, এইটাও আমারই মত 😀
একজন চোর : হালায় পুলিশ না তো ? জিগায় ক্যান ? নাকি চোরা মালে ভাগ নিতে চায় ?

এই প্রশ্নকে আর কত ভাবে নিতে পারে স্ব স্ব অবস্থানে থাকা মানুষ ? বিভিন্ন জনের কথায় দেখি আমরা-

* ( একজন ঝগড়াটে ) : আমি কেমন আছি সেটা তরে কইতে অইবো?? হুঁ??
* ( ধার্মিক মানুষ ) : আলহামদুলিল্লাহ! ভালো আছি 😀

*( আশা বাদি মানুষ ) : এখনো বাইচ্যা আছি কোন রকম।

* ( পাওনাদার মানুষ ) : কিরে ভাই , ভালো আছি কিনা জিগান, মাগার টাকা লইয়া ঘুরান ক্যান ?

* ( বন্ধুরে জিজ্ঞেস করলে : ) ধুর শ্লা, মইরা গেছিলাম তোরে দেইখা জিতা হইছি

* ( একজন খাদ্য প্রেমী ) : ‘কাহিনী কি বস? খাওয়াবেন নাকি আজকে??’

* ( দুলাভাই এর কথা ) : যেমন রাখছে তোমার ভইন এ।
* ( নাস্তিকের কথা ) শয়তানের দোয়ায় ভালো আছি।

* ( রাজনৈতিক ব্যক্তিত্ব ) : আবে তোর মতলব কিবা? আমারে কিছু জিগাইলে যে আগে মালপানি ছাড়ন লাগে ঐডা কি তোরে আমার কাকায় মনে করায় দিব??? মালপানি ছাড়া প্রশ্ন জিগাইবার অপরাধে তোরা এখন আবুল ভাইয়ের রাস্তায় ফাঁসি দিমু…চল ব্যাটা !!!

* ( ডাক্তার এর উত্তর হবে ) : আমি ভালো কিন্তু আপনাকে তো সিক লাগতেছে। আমার চেম্বারে একবার আসবেন।”
* ( ইঞ্জিনিয়ারের উত্তর হতে পারে ) : ” আমি ভালো কিন্তু পেটে গ্যাস্ট্রিক”

* ( বাচালঃ মানুষ ) : ভাইরে কি আর কমু, কাইলকা বাজারে গেছিলাম বউয়ের রান্না ঘরের লাইগ্যা ত্যাল, নুন, মরিচ, পিঁয়াজ, আলু, পটল কিইন্যা আনতে। বাজারে ঢুকবার আগেই দেখা হইলো পশ্চিম পাড়ার কাদের মোল্লার জেঠাত ভাইয়ের ছোটো শালার শশুড়ের সমুন্দির পুত কুদ্দুছের লগে। আরে …কি কমু ভাইজান এই কুদ্দুইচ্ছা গত মাসের পয়লা সোমবারে উত্তর পাড়ার মফিজ্যার মাইয়া শেফালীররে লইয়া ভাইগ্যা গেছিলো গা। ফরে ওগো দুজনেরে দক্ষিণ পাড়া থাইক্যা ধইরা আনা হইছে… হের ফর ওগোরে এমুন পিডান পিডাইছিলো সবাই মিইল্যা… হালায় হের ফরও বাইচ্যা আছে কেমুন করে বুঝবার পারিনা, যাউগগা… ভাইজানে কি যেন আমারে জিগাইছিলেন ভূইল্যা গেছি। দয়া করে আরেকবার কি কইবেন ??? 😛

* ( অবিবাহিত যুবকের উত্তর ) : বউ ছাড়া আবার ভালা থাকে কেমনে??

* ( ভাবুক মানুষ ) : প্রশ্নটা খুবই ভাবগম্ভীর… একটু ভাবতে হবে উত্তর দেয়ার আগে। আগে ভাবতে হবে কে প্রশ্ন করেছে। তারপর ভাবতে হবে কেন প্রশ্ন করা হল। তারপর ভাবতে হবে যে প্রশ্ন করেছে সে কি ভেবে প্রশ্ন করেছে। তারপর ভাবতে হবে যে প্রশ্নের উত্তর কেমন হওয়া উচিত। সাথে এটাও ভাবতে হবে প্রশ্নকর্তা কেমন ভাবে উত্তর গ্রহন করবে। তারপর ভাবতে হবে উত্তরটা অন্য যারা শুনবে তারা কিভাবে নিবে।
তারপর ভাবতে হবে যে এই উত্তর কে কিভাবে বিশ্লেষণ করা হবে…… যাহ…… ভাবতে ভাবতে সব ভাবনা প্যাঁচ খেয়ে গেল…… প্রশ্নটা আসলে কি ছিল আর উত্তর কি হবে ভুলে গেছি…… :-S 🙁

অ:ক: এখানে বর্ণিত বিভিন্ন টাইপের মনুষের উত্তর গুলো সবই কল্পনা প্রসূত। এই ব্লগের কারো সাথে তা মিলে গেলে স্যরি। তবে আপনি বাস্তবে এমন লোকের দেখা পাবেন এটা ১০০ ভাগ নিশ্চিত।

২০১৪ এর শেষ প্রান্তে আমরা ।
আমরা যেন অ তে : অজগর ই বলি। অসভ্য না বলি।
ফুলের বাগানে কেন আমরা কেউটে খুজে মরি ?

ভালো থাকুন প্রিয় ব্লগারগন । ভালো থাকুক সোনেলা ব্লগ।
শুভকামনা সবার জন্য……

*** লেখাটি ৩০ ডিসেম্বর ২০১১ সনে অন্য একটি ব্লগে দিয়েছিলাম। আজ এখানে এনে দিলাম সোনেলার ব্লগার নওশিন  মিশুর জন্য। তিনি তার ফেইসবুক ষ্টাটাসে এ বিষয়ে একটি লেখা দিয়েছেন।

৫৪৫জন ৫৪৫জন
0 Shares

৪৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ