সাধারণ একটি কথাকে আমারা মানসিকতা আনুযায়ী মনে ধরান করি। সাধারণতঃ নেতিবাচক লোকজনই কোন কিছু সহজ ভাবে নিতে পারে না। সব কিছুতে তারা খারাপ দিকটাই দেখে। সন্দেহ প্রবণতা তাদের ব্যাক্তিগত জীবনে প্রবল। সব কিছুতে সন্দেহ , অবিশ্বাস এদের।
আসুন একটি সাধারণ প্রশ্ন বিভিন্ন মননের অধিকারী মানুষ কিভাবে ভাবে তা দেখি।
প্রশ্ন : কেমন আছেন ?
উত্তর গুলো কেমন হতে পারে দেখুন ব্যাক্তির অবস্থান অনুযায়ী।
===
একজন স্বাভাবিক মানুষ : জি ভাই ভালো আছি 🙂 আপনি কেমন আছেন ?
একজন অস্বাভাবিক মানুষ : তোর তাতে কাম কি ? যা ফোট ।
একজন সন্দেহবাদী মানুষ : হালায় জিগায় ক্যান ? নিশ্চয়ই খারাপ উদ্দেশ্য আছে।(উত্তর না দিয়ে চলে যায়)
একজন পাগল : আরে আমিও তো সবাইরে এইটা জিগাই, এইটাও আমারই মত 😀
একজন চোর : হালায় পুলিশ না তো ? জিগায় ক্যান ? নাকি চোরা মালে ভাগ নিতে চায় ?
এই প্রশ্নকে আর কত ভাবে নিতে পারে স্ব স্ব অবস্থানে থাকা মানুষ ? বিভিন্ন জনের কথায় দেখি আমরা-
* ( একজন ঝগড়াটে ) : আমি কেমন আছি সেটা তরে কইতে অইবো?? হুঁ??
* ( ধার্মিক মানুষ ) : আলহামদুলিল্লাহ! ভালো আছি 😀
*( আশা বাদি মানুষ ) : এখনো বাইচ্যা আছি কোন রকম।
* ( পাওনাদার মানুষ ) : কিরে ভাই , ভালো আছি কিনা জিগান, মাগার টাকা লইয়া ঘুরান ক্যান ?
* ( বন্ধুরে জিজ্ঞেস করলে : ) ধুর শ্লা, মইরা গেছিলাম তোরে দেইখা জিতা হইছি
* ( একজন খাদ্য প্রেমী ) : ‘কাহিনী কি বস? খাওয়াবেন নাকি আজকে??’
* ( দুলাভাই এর কথা ) : যেমন রাখছে তোমার ভইন এ।
* ( নাস্তিকের কথা ) শয়তানের দোয়ায় ভালো আছি।
* ( রাজনৈতিক ব্যক্তিত্ব ) : আবে তোর মতলব কিবা? আমারে কিছু জিগাইলে যে আগে মালপানি ছাড়ন লাগে ঐডা কি তোরে আমার কাকায় মনে করায় দিব??? মালপানি ছাড়া প্রশ্ন জিগাইবার অপরাধে তোরা এখন আবুল ভাইয়ের রাস্তায় ফাঁসি দিমু…চল ব্যাটা !!!
* ( ডাক্তার এর উত্তর হবে ) : আমি ভালো কিন্তু আপনাকে তো সিক লাগতেছে। আমার চেম্বারে একবার আসবেন।”
* ( ইঞ্জিনিয়ারের উত্তর হতে পারে ) : ” আমি ভালো কিন্তু পেটে গ্যাস্ট্রিক”
* ( বাচালঃ মানুষ ) : ভাইরে কি আর কমু, কাইলকা বাজারে গেছিলাম বউয়ের রান্না ঘরের লাইগ্যা ত্যাল, নুন, মরিচ, পিঁয়াজ, আলু, পটল কিইন্যা আনতে। বাজারে ঢুকবার আগেই দেখা হইলো পশ্চিম পাড়ার কাদের মোল্লার জেঠাত ভাইয়ের ছোটো শালার শশুড়ের সমুন্দির পুত কুদ্দুছের লগে। আরে …কি কমু ভাইজান এই কুদ্দুইচ্ছা গত মাসের পয়লা সোমবারে উত্তর পাড়ার মফিজ্যার মাইয়া শেফালীররে লইয়া ভাইগ্যা গেছিলো গা। ফরে ওগো দুজনেরে দক্ষিণ পাড়া থাইক্যা ধইরা আনা হইছে… হের ফর ওগোরে এমুন পিডান পিডাইছিলো সবাই মিইল্যা… হালায় হের ফরও বাইচ্যা আছে কেমুন করে বুঝবার পারিনা, যাউগগা… ভাইজানে কি যেন আমারে জিগাইছিলেন ভূইল্যা গেছি। দয়া করে আরেকবার কি কইবেন ??? 😛
* ( অবিবাহিত যুবকের উত্তর ) : বউ ছাড়া আবার ভালা থাকে কেমনে??
* ( ভাবুক মানুষ ) : প্রশ্নটা খুবই ভাবগম্ভীর… একটু ভাবতে হবে উত্তর দেয়ার আগে। আগে ভাবতে হবে কে প্রশ্ন করেছে। তারপর ভাবতে হবে কেন প্রশ্ন করা হল। তারপর ভাবতে হবে যে প্রশ্ন করেছে সে কি ভেবে প্রশ্ন করেছে। তারপর ভাবতে হবে যে প্রশ্নের উত্তর কেমন হওয়া উচিত। সাথে এটাও ভাবতে হবে প্রশ্নকর্তা কেমন ভাবে উত্তর গ্রহন করবে। তারপর ভাবতে হবে উত্তরটা অন্য যারা শুনবে তারা কিভাবে নিবে।
তারপর ভাবতে হবে যে এই উত্তর কে কিভাবে বিশ্লেষণ করা হবে…… যাহ…… ভাবতে ভাবতে সব ভাবনা প্যাঁচ খেয়ে গেল…… প্রশ্নটা আসলে কি ছিল আর উত্তর কি হবে ভুলে গেছি…… :-S 🙁
অ:ক: এখানে বর্ণিত বিভিন্ন টাইপের মনুষের উত্তর গুলো সবই কল্পনা প্রসূত। এই ব্লগের কারো সাথে তা মিলে গেলে স্যরি। তবে আপনি বাস্তবে এমন লোকের দেখা পাবেন এটা ১০০ ভাগ নিশ্চিত।
২০১৪ এর শেষ প্রান্তে আমরা ।
আমরা যেন অ তে : অজগর ই বলি। অসভ্য না বলি।
ফুলের বাগানে কেন আমরা কেউটে খুজে মরি ?
ভালো থাকুন প্রিয় ব্লগারগন । ভালো থাকুক সোনেলা ব্লগ।
শুভকামনা সবার জন্য……
*** লেখাটি ৩০ ডিসেম্বর ২০১১ সনে অন্য একটি ব্লগে দিয়েছিলাম। আজ এখানে এনে দিলাম সোনেলার ব্লগার নওশিন মিশুর জন্য। তিনি তার ফেইসবুক ষ্টাটাসে এ বিষয়ে একটি লেখা দিয়েছেন।
৪৫টি মন্তব্য
শুন্য শুন্যালয়
আমি একজন স্বাভাবিক মানুষ। তবে মাঝে মাঝে আশাবাদী ক্যাটাগরিতে পড়ি 🙂
আপনি কেমন আছেন ভাইয়া?
মানুষকে বিশ্লেষণ করার ক্ষমতা বিভিন্ন উপায়ে করার গুণ আছে আপনার। হাতে ঘড়ি নিয়ে একটা পোস্ট ছিলো, তাতেই বুঝেছিলাম।
হ্যাঁ অ তে অজগর ই পড়া উচিত, অসভ্য নয়। বেশ লেখা।
মিশুকেও অভিনন্দন, যদিও কম দেখছি তাকে খুব। ব্যস্ত হয়তো।
জিসান শা ইকরাম
আমিও স্বাভাবিক মানুষ
আশাবাদীর রং মনে হয় সবারই লাগে কিছুটা।
মানুষকে বোঝা এত সহজ না।
ধন্যবাদ আপনাকে।
বনলতা সেন
১(এক) কিন্তু ১(এক)ই।
যতই ত্যাছড়া ,কোনা,সরু,বড়,গোল,হাসি বা কান্নাচোখে দেখার চেষ্টা করি না কেন।
মিশুকেও শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
হ্যাঁ, এক একই।
প্রহেলিকা
আপনি এই গবেষণা কবে থাইকা শুরু করলেন ভাই? এতো কিছিমের ভাবনাগুলো আবিষ্কার করাতো সহজ কাম না? আচ্ছা এইবার বলে ফেলেনতো আপনি কেমন আছেন? যাক মানুষের কিছিম চেনার উপায় শিখে নিলাম। এই পোষ্টে আবার আসমু পরে। :D)
জিসান শা ইকরাম
প্রথম পাঁচটি আমার নিজের।
পরের গুলো বিভিন্ন মানুষের 🙂
সঞ্জয় কুমার
* ( ইঞ্জিনিয়ারের উত্তর হতে পারে ) : ” আমি ভালো কিন্তু পেটে গ্যাস্ট্রিক” । লোল । :D)
জিসান শা ইকরাম
হ্যাঁ 😀
অরণ্য
জিসান ভাই, লেখাটা ভাল লাগলো। মাঝে মাঝে হাসলামও থেকে থেকে। আমিতো কোনটাতেই ‘বেস্ট ফিট’ করছি না, ডিএনএ মিউটেশান হয়ে গেলো না তো! কেউ কেমন আছি জিজ্ঞেস করলে মানুষভেদে উত্তরগুলো হয় অনেকটা এরকমঃ
– হুম! ভাল।আপনার কি অবস্থা? (স্বাভাবিকতায় কিছুটা পড়ে। ‘হুম’ টা বাদ দিতে পারলে ভাল হতো।)
– ভাল আছি। ভাল তো থাকতেই হবে, বন্ধু। ভাল থাকা হলো ‘আখলাখ এ হামিদা’।
– আছি দোস্ত, তেলাপোকার মত। হয়তো ওপাশ থেকে জিজ্ঞেস করে বসে “সেটা আবার কি?” আমাকে তখন ফের বলতে হয় “আরে তেলাপোকা। ওর গায়ে কখনও পানি লাগেনা। ওকে দেখে বোঝা মুশকিল হালায় খেয়ে আছে না কি না খেয়ে আছে। ব্যাটায় সবসময় একই রকম, শুধু একটু ধরা ঐ মাকড়শার ঝুলের কাছে”।
– এই আছি বেশ শুরুতেই শেষ। ব্যথাতেই আছে সুখ যদিও তো ভাঙ্গে বুক। এই আছি বেশ শুরুতেই শেষ। (মাঝে মাঝে উত্তরে গেয়ে উঠি মান্নাদের গাওয়া এই গানের প্রথম ক’টা লাইন। https://www.youtube.com/watch?v=IXB37JnoW3w )
এখন নিজেকে ‘ভাবুক’ ক্যাটাগরিতে মনে হচ্ছে।
জিসান শা ইকরাম
আপনি ভাবুক ক্যাটাগরিতে পরে গিয়েছেন 🙂
কিছু আলাদা উত্তর পেলাম আপনার মন্তব্যে।
প্রিয় গানটি শেয়ারের জন্য ধন্যবাদ।
ধারাবাহিক কিছু লেখার কথা বললেও আপনি কিন্তু কথা রাখছেন না
অবশ্য কেউ কথা রাখেনা এই কবিতার লাইন কেন জানি মনে পরে গেলো 🙂
অরণ্য
এই নির্লজ্জ মানুষটাকেও আপনি লজ্জা দিয়ে দিলেন। লিখব ভাইয়া। খুব শিগগিরই ফিরব। মাথায় কিছুদিন যাবৎ আমার ফেলে আসা গানগুলো খুব ভিড় করছে। আমার পছন্দের কিছু গান নিয়ে লিখব ভাবছি। একটু হুড়োহুড়ির মধ্যে আছি ভাবতে পারেন। অনেক বড় লেখা সময় করে পড়ার সময়েও ঘাটতি পড়ছে ইদানিং।”কেউ কথা রাখেনা ” কথাটি দিয়ে আমাকে পরিমাপ করে যদি সেই কথাটি জয়ী হয়েও যায় তবুও বলবো কথাটি যেন গণ না হয় আপনার জন্য। এবং তা যে নয়, সে বিশ্বাস আমার আছে পুরোপুরি। ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
লেখা দিয়েছেন খুব খুশী আমি।
হুড়োহুড়ি কমে গেলে নিয়মিত লিখুন এখানে
গান নিয়ে লিখতে পারেন
সোনেলাকে রাফ খাতা বানান, সমস্যা নেই।
শুভ কামনা আপনার জন্য।
লীলাবতী
জিসান ভাইয়া কেন যে এই প্রশ্ন করেন কথা হলেই বুঝিনা? আমি কোনোদিন খারাপ থেকেছি?সব সময়ই আমি ভালো থাকি আপনি জানেন,শুধু শুধু প্রশ্ন করে সময় নষ্ট করা।যত্তসব !! একজন লীলাবতীর মুখ ঝামটার উত্তর :p
জিসান শা ইকরাম
হ, এইটা একটা ঝগরাইট্যার উত্তর 🙂
নুসরাত মৌরিন
হিহিহি।
আমি তো মনে হয় স্বাভাবিকই!! 😀
জিসান শা ইকরাম
আলহামদুলিল্লাহ 🙂
মিথুন
আমি বাচাল মানুষ ভাইয়া, মাঝে মাঝে ঝগড়াটেও 😀
আপনাকে তো মানুষ বিষয়ে বিশেষ জ্ঞানী মনে হচ্ছে।
ভাইয়া আপনি কেমন আছেন? 🙂
জিসান শা ইকরাম
বাচাল এবং ঝগড়াটে ? সাবধান থাকতে হবে দেখছি।
ভালো আছি, আলহামদুলিল্লাহ ।
মরুভূমির জলদস্যু
বিশাল গবেষণাধর্মী লেখা হইছে
বহুত ভালো পাইলাম -{@
কিন্তু আমি কেমন আছি? তার আগে বলেন আপনি কেমন আছেন?
জিসান শা ইকরাম
আলহামদুলিল্লাহ , আমি ভালো আছি 🙂
স্বপ্ন
সে ভালো থাকলে আমি ভালো থাকি।একা ভালো থাকা যায়না ভাইয়া 🙂 আপনি কেমন আছেন?
জিসান শা ইকরাম
হ্য, তা তো বুঝতেই পারছি 🙂
আলহামদুলিল্লাহ , আমি ভালো আছি।
নওশিন মিশু
আমিও কিন্তু স্বাভাবিক ….. 🙂
জিসান শা ইকরাম
আমিও 🙂
স্বপ্ন নীলা
এমন হাসি অনেক দিন হাসি না — হাসি আর হাসি —-
তবে ভীষণ বাস্তবতা ছুঁয়ে আছে লেখায় —
জিসান শা ইকরাম
যাক, হাসিতে হৃদ রোগের ঝুকি কমে 🙂
ছাইরাছ হেলাল
ফুল বাগানে কেউটে খোঁজার আনন্দই আলাদা।
জিসান শা ইকরাম
কিন্তু কেউটে কেন থাকবে ফুলের বাগানে ?
ছাইরাছ হেলাল
ফুল বাগানকে তো আমরা বাগান ভাবতে অভ্যস্ত নই।
মনে মনে ভাবি এটি সাপের বাগান। উল্টোটাই মনে আসে।
সাইদ মিলটন
ভালাছি 😀
জিসান শা ইকরাম
আলহামদুলিল্লাহ 🙂 .
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ক্যাটাগরির হিসাবে কে কি জানলাম বেশ ভালোই জমছে। -{@
জিসান শা ইকরাম
ধন্যবাদ মনির ভাই -{@
মেহেরী তাজ
এই ঠান্ডায় জমে গিয়েছি দাদা,ভালো কি থাকা যায় এই শীতে? ( শীতে কাতর একজন ) । আপনি কেমন আছেন ?
জিসান শা ইকরাম
না,এই শীতে ভালো থাকা যায় না।
আমি ভালো আছি।
হৃদয়ের স্পন্দন
আমি পাগল ক্যাটাগরিতে ….
জিসান শা ইকরাম
হুম জানলাম ।
নীলাঞ্জনা নীলা
আমি সব সময় ভালো থাকি 🙂
জিসান শা ইকরাম
জানি তো। একারনে তোকে জিজ্ঞেস করিনি।
শিশির কনা
শুভ নববর্ষ ভাইয়া -{@
জিসান শা ইকরাম
শুভ নববর্ষ -{@
নীতেশ বড়ুয়া
জিসান ভাইয়া, কেমন আছেন? 😉
জিসান শা ইকরাম
ভালো আছি আলহামদুলিল্লাহ 🙂
আপনি ভালো আছেন আশাকরি।
খেয়ালী মেয়ে
আপনার এই পোস্ট পড়ে বুঝতে পারছি যে নিজেই নিজেকে আজো চিনলাম না, আমি কোন পর্যায়ের এখনো বুঝতে পারছি না………..
জিসান শা ইকরাম
আপনি সাধারন পর্যায়ের।