
এভাবেই চলে যেতে হয়
আরেকটু দেরি হলে
খুব বেশি ক্ষতি হতো কি!
অনেক কিছু শেখার ছিল
জানার ছিল আরো বাকি,
চলে গেলে তুমি
সবাইকে দিয়ে ফাঁকি।
তোমার চলে যাওয়ায়
আঁধার নেমেছে বসুধার বুকে,
প্রজাপতিও উড়তে ভুলে গেছে
কাশফুল পড়েছে নুয়ে,
কলম পড়েছে শোকাবসন
শব্দেরা হারিয়েছে কবিতার খাতা থেকে।
গল্প কবিতার দুয়ারে লেগেছে কপাট
মন ভালো নেই কবি ও কবিতার।
আসছে হেমন্তে হবে কি দেখা
নাকি, শীতের ঝরাপতায় ছেয়ে যাবে আকাশ
বসন্তে যদি জেগে ওঠে পলাশ, কৃষ্ণচূড়া
কভু কি আর পাবো কবি ও কবিতার দেখা।
ছবি সংগ্রহ: নেট থেকে।
১৪টি মন্তব্য
অনন্য অর্ণব
সত্যিই যেন কলম থেমে গেছে, কিছুই লিখতে পারছি না ইদানীং।
হালিমা আক্তার
কলমের খরা চলছে। কবে যে খরা কেটে বৃষ্টি নামবে। শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
আমার ও একই অবস্থা। কিছুই লিখতে পারছি না। কেমন যেন সব ওলোটপালোট হচ্ছে লেখা নিয়ে। অফুরন্ত শুভকামনা রইলো আপনার জন্য
হালিমা আক্তার
কেমন যেন গুমোট ভাব চলছে। আশা করি একসময় সব ঠিক হয়ে যাবে। শুভ কামনা অবিরাম।
মনির হোসেন মমি
২০১৯ এবং ২০২০-২১ মৃত্যুর মিছিলের ঐতিহাসিক প্রেক্ষাপট।মনে থাকবে।
সত্যিই কিছুই ভালো লাগছে না।
কবিতা সুন্দর হয়েছে।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
নার্গিস রশিদ
কবিতা তো লেখতেই পারিনা। অনেক কিছুর আকাল হয়ত । ভালো লাগল । শুভ কামনা ।
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপা।
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভূতির সৃষ্টি কবি আপু
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
সময় তার নিজ নিয়মে আমাদের ডেকে নেয়, যেতে না চাইলেও।
শুধুই ব্যথাতুর প্রাণ পেছনে পড়ে রয়।
হালিমা আক্তার
ডাক দিলে যেতেই হবে, পিছনে পড়ে থাকে মিছে মায়ার বাঁধন। যা আমাদের স্মৃতিতে ভেসে বেড়ায়। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
প্রকৃতির ছোঁয়ায় প্রাণবন্ত উপহার।
অশেষ মুগ্ধতায় শুভ কামনা রাখলাম চিরন্তন।
হালিমা আক্তার
অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।