একটা ” তুমি ” চাই

আরজু মুক্তা ১৬ জুলাই ২০২১, শুক্রবার, ০৫:০৩:৪৬অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

 

আমার একটা সেকেলে তুমি চাই !
বিংশ শতাব্দীর একজন চাই।
বড্ড হাঁপিয়ে গেছি ;
মুঠোফোন, রঙিন সফটওয়্যার, হোয়াটস এ্যাপ…. অনুভূতিতে আটকে গেছে।
উপহার হয়ে আসে না, নিত্য সজ্জিত হয় না।
বৃষ্টি বা শীতে, দুকাপ রং চা ছুঁয়ে ছুঁয়ে আড্ডাও চলে না।
রেলিংএ পা ঝুলিয়ে কবিতা বলা হয় না।
একগোছা রঙিন চুড়ি, টিপের পাতা
‘শেষের কবিতা’ নিয়ে কেউ অপেক্ষা করে না।
আমার একটা সেকেলে তুমি চাই।।
শততালির জিন্স, কালার টি শার্ট…
অন্ধকারে চোখ জ্বালা করে।
মন খুঁজে : সাদা পাঞ্জাবি, কালো প্যান্ট।
জানি, সেকেলে। তবুও এমন চাই।
বার্গার, পিজা, স্যান্ডউইচ পছন্দ করা ছেলেটিকে , গৎ বাঁধা মনে হয়।
আমার খুব কাছের একজন চাই।
ঘুম থেকে উঠতে দেরি হলে, যে বলবে–
নাও, চা। আজ না হয় একটু বিশ্রাম নাও।
শত ব্যস্ততায় বেলিফুলের মালা অথবা একটা গোলাপ নিয়ে ফেরা।
জ্যামে আটকে দেরি হলে, ফোন দেয়া।
কিংবা দেরি হলে মান ভাঙাতে পছন্দের কিছু নিয়ে আসা।
অথবা, বকবক করে মান ভাঙানোর চেষ্টা করা।
সেকেলে !  ব্যাকডেটেড !  যাই বলুন।
অবচেতন মনে, তবুও বলি….
” আমার একটা ‘ তুমি ‘ চাই
একটা সেকেলে তুমি চাই।।

১১২১জন ৭৯২জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ