হুমায়ূন স্যারকে উৎসর্গ করে অনুষ্ঠান, তার পছন্দের হলুদ রঙকে প্রাধান্য দিয়ে, তার পছন্দের গানে চলছে অনুষ্ঠান…
গান গাইছে কণ্ঠশিল্পী কণা,
“যদি ডেকে বলি, এসো হাত ধরো, চলো ভিজি আজ বৃষ্টিতে…
…আসবে না তুমি, জানি, আমি জানি…
অকারণে তবু কেন কাছে ডাকি, কেন মরে যাই তৃষ্ণাতে…”

দর্শক সারিতে শাওন, চোখের কাজল লেপটে গ্যাছে চোখের চারপাশে…
ঠোঁট কাঁপছে, কান্না লুকাতে গিয়ে আরো ফুঁপিয়ে কান্না আসছে তার,
অবন্তি স্পষ্ট দেখতে পাচ্ছে, কান্না জড়ানো সে চোখে কোন ছলনা নেই, থাকতে পারে না…
নিজের অজান্তেই কোলের উপর রাখা ব্যাগে হাতটা রাখে অবন্তি, ব্যাগের ভেতর “দেয়াল” নামের একটা বইয়ের স্পর্শ পায় সে…
অবন্তির পাশে বসা সাংবাদিক বন্ধুটি অবাক চোখে দ্যাখে, অবন্তির চোখে জল!

অবন্তি এখন তার শঙ্খের কথা ভাবছে,
ঘর থেকে বের হবার আগে তার প্রশ্নের জবাবটা দেয়া হয়নি…

১০১৩জন ১০১৩জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ