হুমায়ূন স্যারকে উৎসর্গ করে অনুষ্ঠান, তার পছন্দের হলুদ রঙকে প্রাধান্য দিয়ে, তার পছন্দের গানে চলছে অনুষ্ঠান…
গান গাইছে কণ্ঠশিল্পী কণা,
“যদি ডেকে বলি, এসো হাত ধরো, চলো ভিজি আজ বৃষ্টিতে…
…আসবে না তুমি, জানি, আমি জানি…
অকারণে তবু কেন কাছে ডাকি, কেন মরে যাই তৃষ্ণাতে…”
দর্শক সারিতে শাওন, চোখের কাজল লেপটে গ্যাছে চোখের চারপাশে…
ঠোঁট কাঁপছে, কান্না লুকাতে গিয়ে আরো ফুঁপিয়ে কান্না আসছে তার,
অবন্তি স্পষ্ট দেখতে পাচ্ছে, কান্না জড়ানো সে চোখে কোন ছলনা নেই, থাকতে পারে না…
নিজের অজান্তেই কোলের উপর রাখা ব্যাগে হাতটা রাখে অবন্তি, ব্যাগের ভেতর “দেয়াল” নামের একটা বইয়ের স্পর্শ পায় সে…
অবন্তির পাশে বসা সাংবাদিক বন্ধুটি অবাক চোখে দ্যাখে, অবন্তির চোখে জল!
অবন্তি এখন তার শঙ্খের কথা ভাবছে,
ঘর থেকে বের হবার আগে তার প্রশ্নের জবাবটা দেয়া হয়নি…
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এক মাস পড়ে মন্তব্যের উত্তরে একটি ইমো অবশ্যই পাব ।
দিলরুবা মুন
হিহিহিহিহিহিহি 😀
দিলরুবা মুন
:D)
জিসান শা ইকরাম
আবেগ পুর্ন লেখায় অনেক ভালোলাগা
এমন লেখা চাই নিয়মিত ।
দিলরুবা মুন
দিমু না :/
নীলকন্ঠ জয়
প্রিয় হুমায়ুনকে নিয়ে আবেগভরা লেখাটি সত্যি হৃদয় স্পর্শী।
দিলরুবা মুন
বাস্তব, তাই এমনই হওয়ার কথা 🙂
স্বপ্ন নীলা
ভীষন ভাল হয়েছে
দিলরুবা মুন
চেষ্টা করি ভালো করার 😛
খসড়া
ভাল লাগলো।
দিলরুবা মুন
লাগতেই হবে, নাইলে গুল্লি মারুম :D)
সীমান্ত উন্মাদ
স্যারকে নিয়ে যেকোন লেখায় আবেগি ভালোলাগা। শুভকামনা নিরন্তর।
দিলরুবা মুন
ধন্যবাদ 🙂
বনলতা সেন
আমার অনেক অনেক প্রিয় মানুষ কে নিয়ে লেখা ।
দিলরুবা মুন
আমারও 🙂
ব্লগার সজীব
এত সুন্দর পোস্ট দিয়ে নাই হয়ে যান কেনো 🙁 -{@ (y)
দিলরুবা মুন
আমি এমনই, পাগলা কিসিমের 😛 😛 😛
আমার মন
🙁 সুন্দর
দিলরুবা মুন
মন খারাপ করে বললেন?
🙁
দিলরুবা মুন
\|/