দূর প্রবাস থেকে একজন মাহী দূরাভাসে কথা বলেছিলো ;
বলেছিলো, এইতো বেশ আছি, ভালোই আছি।এখন আর খুঁজিনা প্রেম বা ভালবাসার মানে। পুরো এক দশক জুড়ে বুঝে গেছি প্রেম ভালবাসা বলতে আসলে কিছু নেই।
একা থাকা অর্থের কাছে ভালো থাকারা নিশ্চিন্তে হেসে খেলে জাপানী ঋতু দেখছি বারোমাস।
ইচ্ছে হলে খেয়ে নেই, নাহলে ঘুমিয়ে থাকি। আপন ভূবণ জাপটে ধরে করি সুখের উল্লাস।
বলছিলো মাহী- আজ আমি ভালো থাকি বা খারাপ, আমার আমিকে করে রাখি পরিপাটি, বাসি ভালো আপনমনে আপনারে। আজ আমি করতে জানি অক্ষরের কদর। করতে জানি দু’পয়শা নিজের গুণে ইনকাম। সাথে রাখি বাবা মায়ের দেয়া দোয়া আর নাম।
বলছিলো, কাটতে হয়না একলা একা পুকুর জলে সাঁতার। পুকুর ভুলে এখন আমি স্বপ্ন দেখি সাগর পাড়ি দেবার। আর চাইনে সঙ্গ কারো এই জীবনে আর। একলা আছি একাই থাকি বাঁচিয়ে সন্মান।
৩৫টি মন্তব্য
ফয়জুল মহী
মাহী মাটির মানুষ তাই ফিরে গিয়েছেন মাটির কাছে । সকাল বেলায় শিশির ভেজা ঘাসে হাটার জন্য
বন্যা লিপি
জাপানে শিশির না তুষার পড়ে আর ঘন ঘন ভূমিকম্প হয়।ধন্যবাদ আপনাকে।
শামীম চৌধুরী
বাহ! চমৎকার লিখেছেন।
এর জন্যই মনে হয় সুবীর নন্দী গেয়েছিলেন “ পৃথিবীতে প্রেম বলে কিছু নেই”।
ভাল থাকবেন বন্যা আপু।
বন্যা লিপি
গানটা খুব পছন্দ আমার। ভালো থাকবেন আপনিও।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর অনুভবের প্রকাশ কবি আপু
বন্যা লিপি
ধন্যবাদ লিটন ভাই।
মনির হোসেন মমি
দিন শেষে মানুষ একলা তাহলে আর এতো কিছু ভেবে কী লাভ! জীবনের যার যতটুকু অর্জন ততটুকুতেই সন্তুষ্ট থাকলেই জীবন হয় রঙ্গীন সার্থক।সুন্দর অনুভুতি।
বন্যা লিপি
কে কি রকম ভাবে সন্তষ্ট থাকবে বা না থাকবে তা সময়ই শিখিয়ে দেয়। মানুষ কখনো কাউকে সন্তষ্টি শেখাতে পারে না।অন্তত আমি এটা বিশ্বাস করি না।
ধন্যবাদ মমি ভাই।
খাদিজাতুল কুবরা
আসলেই পৃথিবীতে প্রেম বলে কিছু নেই।
দিন শেষে পরিতৃপ্তির জন্য অবশিষ্ট থাকে কর্মফল।
আত্মপ্রত্যয়ীী লেখাটি ভালো লেগেছে আপু ।
শুভেচ্ছা জানবেন প্রিয়।
বন্যা লিপি
ভালো থাকবেন।শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু।
সুন্দর লিখেছেন আপু।
শুভ কামনা রইলো।
বন্যা লিপি
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
প্রেম ভালোবাসা বলে আদৌ কিছু আছে ! সব ই প্রয়োজন আর সময়ের চাহিদা। খুব ভালো লাগলো আপু 💓 নিরন্তর। ভালো থাকবেন সুস্থ থাকবেন
বন্যা লিপি
ভালো থাকবেন নিরন্তর।শুভ কামনা।
বন্যা লিপি
আমি ততক্ষনে কারো মন্তব্যের জবাব দেবো না, যতক্ষনে আমি আমার মনমতো কোনো মন্তব্য না পাবো)> এরকম যদি আমি বলে বসি কেমন হবে? আসলে আমরা সহজ লেখা পড়তে পড়তে লেখার মাঝে গভীরতা থাকলেও সেটা নিয়ে না ভেবেই মন্তব্য করি। আবারো বলছব – এটা ঠিক না। একটু ভালো করে পড়ুন, বুঝুন, কি বুঝলেন- তেমন মন্তব্য করুন। আর তাও না হলে, মন্তব্যের দরকারই নেই।
– পড়েছি, ভালো থাকুন।
-সৃজনশীল লেখনী
– খুব সুন্দর লিখেছেন
– প্রিয় কবি খুব অনুভূতির লেখা লেখেছেন………. এই টাইপ মন্তব্য প্লিজ করবে দয়া করে কেউ করা থেকে বিরত থাকুন।
আমি কখনো রাশি রাশি মন্তব্য আমার লেখায় বা পোষ্টে আশা করি না, যদি তা স্ট্যান্ডার্ড ক্যাটাগরির আওয়তায় না পরে। কোনো দরকার নেই আপনার মনের বিরুদ্ধে যে কোনো পোষ্টে, যেমন তেমন মন্তব্য করার।
সবার মঙ্গল কামনায়।
বন্যা লিপি।
শুভস্য🌹🌹🌹🌹
ছাইরাছ হেলাল
আপনার মত কবে বলতে পারব কে জানে!!
বন্যা লিপি
আমি কখনোই বলি না যে, আমি ভালো বুঝি, না বুঝলেও সেটাও তো বলি! যেটা না বুঝি বা একেবারেই মন্তব্য করার ভাষা না থাকে, এটুকুও বলি না’ লেখা পড়লাম, ধন্যবাদ’ স
এজন্য কিন্তু আমি মন্তব্যও করতে দ্বিধা বোধ করি। বা করিই না।
আপনার মন্তব্যের প্রতি আমার প্রবল লোভ থাকেই আপনার নিজ গুণোর কারনে। সে আপনি ভালোই বোঝেন।
রোকসানা খন্দকার রুকু।
বুঝতেই পারি মনের মত হয়না।এত রাগ করলে কি হয় বড় আপু।নতুনদের একটু ভালেোটালো বেসে মাথায় তুলুন।ভূল ভাল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন।দেখবেন এমনিই বের হয়ে আসবে।
*** আমরা দুদিনের জন্য অপ্রয়োজনকে মাথায় তুলে একসময় বুঝতে পারি এসব আসলে কিছুনা!!!
একটু হলেও নিজেতে নিবিষ্ট হবার মজা অন্যরকম॥নিজেকে সম্মান করা যাকে বলে।এটাই আমাদের করা উচিত তাহলেই অপ্রয়োজনগুলো বোধহয় এমনি চলে আসবে*****।
অন্তত D গ্রেড হলেও দিয়েন। পরীক্ষাতেও এত বুক কাঁপেনি।
শুভ কামনা। ভালোবাসা অবিরাম।
বন্যা লিপি
ঝাড়িটা না দিলে আপু, আপনিও দ্বিতীয়বার আর আসতেন না এমন চমৎকার বোধ সম্পন্ন মন্তব্য নিয়ে😊 ঠিক বলেছি কিনা বলুন? রাগের মাঝেও যে আমি আপনাদেরই অগ্রগতির ধাক্কা দিয়ে গেলাম, এবার তো একটু বাহবাটা দিন আমাকে!
এভাবেও মাথায় তোলা সম্ভব নাকি ভুল বললাম বলেন তো?
ভালবাসা নেবেন।
রোকসানা খন্দকার রুকু।
স্কুল কলেজ এ রাগী টিচারদেরই স্টুডেন্টরা বেশি ভালোবাসে। কিন্তু সামনে বলতে পারেনা।এটা খুব জরুরি। তাই বেশি কিছু বলতে ভয় হয়। ভালোবাসা কিন্ত অনেক বেশিই সে আপনার লেখা ও আপনি দুটোই। ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
একাকীত্বকে অনিচ্ছায় বরণ করে করে যন্ত্রণাযা ডুবে থেকে এবার আসলে নিষ্কৃতি সে চাচ্ছে।
ঠিক না বেঠিক, বলে ফেলুন।
বন্যা লিপি
মাহী’র গল্প এখানে রেখে গেছি। এক দশক সে একা ছিলোনা। এখন সে একা। এখন সে নিজেকে তৈরী করেছে নিজের মত। নিজের আত্মপরিচয় প্রতিষ্ঠা করতে। এই মাহীর কাহিনী জ্বলজ্যান্ত সত্য কাহিনী। বিস্তারিত এরপরে লিখবো আশা করি। মাহী আমার খুবই পরিচিত।
আলমগীর সরকার লিটন
আসলে খুবি দুঃখজনক কারণ কেউ কি কার মতো হতে পারে তাহলে বিদ্রোহ কবি থাকত বিশ্বকবি থাকত আমি মনে করে একটা দম্ভ
কবিতা পড়ে কি বুঝলাম সেটা লেখা বড়কঠিন সবচেয়ে বড়কথা হলো লেখাত পড়েছি কি মন্তব্য করলাম সেটাকিন্তু বিষয় নয় সত্যই লিপি আপু কথা
জেনে কষ্ট পেয়েছি ১০ ব্লগিং জীবনে এরকম পাইনি —————–
বন্যা লিপি
আপনার জীবন ১০ ব্লগিং এর। আর আমার এই একটার বয়স মাত্র দুবছর দু একমাস হবে হয়ত। আমার কথায় কষ্ট পেলে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমিও মানি, লেখা মানে হলো প্রত্যেকটা লেখকের একেকটা নিজ সম্পদের মতো। কে কি চোখে দেখছে, সেটা বড় বিষয় নয়, বিষয় হলো আপনার সৃজনশীল মনের পরিচয় শুতু আপনার লেখাতেই নয় মন্তব্যেও পেতে চাই। আমার উদ্দেশ্য ছিলো এটাই।
ভালো থাকবেন। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
আপু দুঃখিত ১০ > ১০ বছর হবে ১০ বছর ধরে ব্লগিং করছি———-
বন্যা লিপি
লিটন ভাই, আমি আপনার লেখা ঠিকই বুঝেছি। ১০ বছরের জীবন আপনার ব্লগিংয়ে। ১০ ব্লগে হলেও সমস্যা নাই। আপনি আমার চেয়ে অনেক অনেক বেশি অভিজ্ঞ। কাজেই আমার লেখা/কথায় কষ্ট পেলে দুঃখ প্রকাশ করছি। ভালো থাকবেন। শুভ কামনা।
রেজওয়ানা কবির
আজ আমি ভালো থাকি বা খারাপ, আমার আমিকে করে রাখি পরিপাটি, বাসি ভালো আপনমনে আপনারে। আজ আমি করতে জানি অক্ষরের কদর।এই ককথাগুলো মন ছুঁয়ে দিল।শুভকামনা আপু।
বন্যা লিপি
একটা খুব সাধারন ফোনকলের ইতিকথা এখানে। আমি সাজিয়েছি আমার চেনা শব্দের ভাষায়। আপনার ভালো লেগেছে জেনে আমার লেখা কৃতার্থ হলো। শুভেচ্ছা সহ শুভকামনা।
রেজওয়ানা কবির
সাধারণ হলেও সাজানোটা সুন্দর হয়েছে আপু।আর আরেকটা কথা আসলে প্রত্যেকটা মানুষ আলাদা,তাই সবাই একইভাবে ভাব প্রকাশ করতে পারে না।যেমন আমি বেশি প্রকাশ করতে পারি না।এককথায় সুন্দর মানে আমার কাছে সত্যি সুন্দর। ভালো থাকবেন। শুভকামনা।
তৌহিদ
জীবনে প্রেম ভালোবাসা থাকবেই তবে সে ভালোবাসার মুল্যায়ন কে কতটুকু করতে পারি সেটাই আসলে সুখের মাপকাঠি নির্ধারক। নিজের সবকিছু দিয়ে এতদিন ভালোবেসে এখন যদি মনে হয় একাকী আছি ভালো আছি। অন্তত নিজের প্রতি যত্নশীল হতে পেরেছি, নিজেকে মুল্যায়ন করতে পেরেছি তাহলে বলতেই হয় পূর্বের সে ভালোবাসা আসলে শুধু প্রয়োজন ছিলো আর কিছুই নয়।
এমনটা হলে নিজেকে নিয়েই তের নদী সাত সমুদ্র পেরোনোই উত্তম।
কি যে বুঝলাম আর কি যে লিখলাম! ভালো থাকুন আপু।
বন্যা লিপি
তৌহিদ ভাউ, আপনার এই মন্তব্য দেখার পর, আপনারে আমার একটা চিডি লেকতে মন চায়😊, মন্তব্যের জবাব দিমু না আমি,। চিডি লেকমুআনে আমনেরে।😊😊😊
তৌহিদ
আচ্ছা, চিঠির পাঠাবেন তা ঠিকানা জানেনতো। সোনেলাতে পোষ্ট করলেই পেয়ে যাবো আপু।
বন্যা লিপি
চিন্তা কইরেন না ভাউ, ঠিকানা মানে যে সোনেলা! সেটা কি ঢাক বাজাইয়া বলার দরকার ছিলো? আপনিত মনে ডর খাইয়া গেলেন মনে হয়? আপনার বাসার ঠিকানায় আপনারে চিঠি পাঠামু? অভিনব চিঠি লেখার চিন্তায় আছি, মোবাইলে চার্য নাই এখন। লিখমুনে চিঠি ডিজিটালে। তারপর কইয়েন কি বুঝলেন!
প্রদীপ চক্রবর্তী
একা লড়ে জয় হওয়ার আনন্দটা অন্যরকম।
ভালোবাসার তাগিদে অনেকে আসে অনেকে যায়।
কেউ সুখের কালে আসে কেউ আসে শোকের কালে।
দুঃসময়ে যে পাশে থাকে সেই প্রকৃত।
.
তবে ভাবনা ব্যতিক্রম!
ভালো লিখেছেন দিদি।
বন্যা লিপি
শুভ কামনা দাদাভাই, একটা অভিনব ব্যতিক্রম ভাবনা আসছে মগজে, নেক্সট লেখা পড়ার আগাম আহ্বান রেখে গেলাম।