১৪ জুন ২০১৩ সনে সোনেলায় এসেই প্রথম পোষ্ট দিলাম।কানা ছেলের নাম পদ্মলোচন,তেমনি নামের আগে দিয়ে দিলাম ব্লগার।নিজে ডিগ্রী কিনে লাগানোর মত আরকি।
আমার প্রথম পোষ্টে প্রথম মন্তব্য আদিব আদনান ভাইর,এরপর একে একে মন্তব্য করলেন,
ছাইরাছ হেলাল ভাই
জিসান শা ইকরাম ভাই
কৃন্তনিকা আপু
সোনিয়া হক আপু
বায়রনিক শুভ্র ভাই
প্রজন্ম ৭১ ভাই
হতভাগ্য কবি ভাই
একজন নিষ্ঠাবান দেশপ্রেমিক ভাই।
আজকে সাম্প্রতিক মন্তব্য দেখে পোষ্টে মন্তব্য দিলেন অরণ্য ভাই,ইমন ভাই।
প্রথম মন্তব্যকারীদের মাঝে অনেকেই এখন অনুপস্থিত সোনেলায়।ছাইরাছ ভাই, জিসান ভাই,কৃন্তনিকা আপু,প্রজন্ম ৭১ ভাই এখনো আছেন।কৃন্তনিকা আপু ব্লগে রোজ আসলেও নতুন লেখা দিচ্ছেন না অনেকদিন। এই চার জন মানুষ প্রথম থেকে আজ পর্যন্ত যত পোষ্ট আমি দিয়েছি,তার প্রায় সব পোষ্টেই মন্তব্য দিয়ে উৎসাহিত করেছেন আমাকে।প্রথম পোষ্টে মন্তব্যকারী হিসেবে আমি অপেক্ষা করি কখন এনারা এসে আমার নতুন পোষ্ট পড়বেন।
এরপরে ধীরে ধীরে সোনেলার প্রসার হয়েছে।অত্যন্ত স্নেহ মমতায় আমাকে উৎসাহ দিয়েছেন আমার অখাদ্য কুখাদ্য হিসেবে পোষ্ট সমূহে। মিসু আপু, বনলতা সেন আপু,লীলাবতী আপু,শুন্য শুন্যালয় আপু,মনির হোসেন ভাইয়া,শিশির কনা আপু, রিমি রুম্মন আপু, মজিবর ভাইয়া,শিমুল ভাইয়া,সিন্থিয়া আপু,নিতেশ ভাই,নুসরাত মৌরিন আপু,মেহেরী তাজ আপু,খেয়ালী মেয়ে আপু,অরণ্য ভাইয়া,নীলাঞ্জনা আপু,স্বপ্ন ভাই, মিথুন আপু,ইমন ভাই,মরুভুমির জলদস্যু ভাই,তানজির ভাই,অনিকেত নন্দিনী আপু,অরুণি মায়া আপু সহ অন্যন্য ব্লগার গন সোনেলায় আইডি করার পরে আমাকে সারাক্ষণ উৎসাহ দিয়েছেন।এনাদের স্নেহ, ভালবাসায় আমি আপ্লুত।জানা নেই, পরিচয় নেই, তবু অচেনা একজন সজীব স্নেহ ভালোবাসার কারনে কারো কাছে হয়ে গিয়েছি সজু,শিষ্য,পিচ্চি,বাবু,খোকা,ভাই। আজকের এই বেলায় এই স্নেহ, ভালোবাসা, মায়া আমার চোখ ভিজিয়ে দিচ্ছে।
আমার প্রায় সব পোষ্টে আমি নিজে হেসেছি,সবাইকে আনন্দে রাখতে চেয়েছি।বর্তমান জটিল এবং কাঠখোট্টা জীবনে নির্মল আনন্দের অভাব তীব্র।আনন্দে ভাসাতে চেয়েছি আমার প্রিয় সোনেলার প্রিয় মানুষ গুলোকে। কতটা সফল হয়েছি জানিনা,তবে আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছি।
প্রিয় মানুষদের লেখা গুলো গোগ্রাসে গিলেছি আমি।নিজে লিখতে না পারার অপুর্নতা পুর্ন করেছি তাঁদের লেখা সমূহ পড়ে।
আমার জীবনের একটি অধ্যায়কে আনন্দে পরিপুর্ন করে দেয়ার জন্য সোনেলায় আমার প্রিয় মানুষগুলোর প্রতি আমি কৃতজ্ঞ।ভালোবাসি সবাইকে আমি (3
কখনো আমি কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিবেন আমাকে।
সোনেলা ব্লগ টিম,পাঠক,শুভাকাংখি এবং সমস্ত ব্লগারের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা -{@
ভালো থাকুন আপনারা।
সোনেলায় এটি আমার পঞ্চাশতম পোষ্ট। এই পোষ্ট উপলক্ষে আমার প্রিয় সবার জন্য এই গান।
প্রিয় কবির একটি কবিতা দিয়ে পোষ্ট শেষ করছি-
***************************************
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়
হয়তো মানুষ নয়- হয়তো বা শংখচিল শালিখের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস হব- কিশোরীর- ঘুঙুর রহিবে লাল পায়
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়।
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে।
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে।
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে।
৪৫টি মন্তব্য
ইমন
ভালো লাগায় ছুয়ে গেলো। দিন দিন আমাদের প্রতি এই ভালোবাসা বাড়তে থাকুক। আপনার সু-স্বাস্থ কামনা করছি। ভালো থাকবেন , ভালো ভাবে। 🙂
ব্লগার সজীব
ভালো ছিলাম ভাইয়া। আরো সতেজ ও সজীবতা নিয়ে এলাম 🙂
অরুনি মায়া
নতুন দের জন্য কিচ্ছু নাই।
আড়ি নিলাম 🙁
ব্লগার সজীব
নতুন হিসেবে আপনি সেরাদের সেরার মাঝে চলে এসেছেন আপু।আপনার নাম কিন্তু লেখা আছে পোষ্টে 🙂
জিসান শা ইকরাম
অর্ধশত পোষ্টের জন্য অভিনন্দন -{@
এত স্মৃতি রেখে বিশ্রামে গিয়ে ভালো থাকবেন?
জেমসের এই গানটি আমার অত্যন্ত প্রিয়……… মনে রাখবো আপনাকে।
আবার আসুন ফিরে ধানসিঁড়িটির তীরে
অপেক্ষায় থাকবো।
ভালো থাকুন সজীব
শুভ কামনা।
ব্লগার সজীব
এসেছি আরো সজীবতা নিয়ে 🙂
মেহেরী তাজ
শিষ্য ৫০তম পোষ্টের জন্য শুভেচ্ছা। -{@
নিয়মিত লিখো, ভালো থাক সব সময়। 🙂
ব্লগার সজীব
আপনাকেও বর্ষপূর্তির অভিনন্দন ও শুভেচ্ছা ওস্তাদ -{@ আপনার দোয়ায় নিয়মিত লিখবো ও ভালো থাকবো।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অভিনন্দন -{@ হাফ (3 সেঞ্চুরীর।ভাল থাকবেন আরো বেশী করে লিিখবেন।
ব্লগার সজীব
জি ভাইয়া লিখবো।
নুসরাত মৌরিন
এই যে সজীব ভাইয়া।আবার আসিব ফিরে মানে যাচ্ছেন কই?আমি আসলাম আর আপনি কই যাচ্ছেন?এখন পেট ফাটানো,দম বন্ধ করা হাসির পোস্ট কই পাবো আমি?এমনিতেই দুনিয়াদারীতে শান্তি নাই।আপনার তালগাছ,ডিম,সবজি রোল এগুলো কত কত দিন ধরে মিস করছি।আর আপনি কোথায় গায়েব হওয়ার কথা ভাবছেন?আমি না হয় মাঝে মাঝে গায়েব হই।তা বলে আপনি হলে কিন্তু মানবো না। কারন বিচার মানি কিন্তু তালগাছটা আমার…। 😀 :p
ব্লগার সজীব
আপনাকে দেখে ভালো লাগছে আপু।কোথায় যাবো,আছি তো আপনাদের মাঝেই 🙂
ছাইরাছ হেলাল
অর্ধ শত পোস্টের জন্য ধন্যবাদ।
আমাদের রেখে বিশ্রামে গিয়ে ভাল থাকতে পারবেন!
অবশ্য বিশ্রাম কাজের ই অংশ।
দ্রুত তরতাজা হয়ে ফিরে আসুন, অপেক্ষায় রইলাম।
ব্লগার সজীব
দ্রুতই সজীবতা নিয়ে ফিরে এসেছি ভাইয়া 🙂
নীতেশ বড়ুয়া
এহহ! পিচ্চি বলে সবাই আর আমি জানি সব থেকে বড় পিচ্চি :p
ব্লগার সজীব
:p
নীতেশ বড়ুয়া
:D)
শুন্য শুন্যালয়
এভাবে কেন বলছো! পোস্ট পড়ে তোমার মতিগতি মোটেও ভালো মনে হচ্ছেনা। খবরদার পালানোর চিন্তা করবেনা। আমি কিন্তু কান ধরে নিয়ে আসবো বলে রাখলাম। আজ না আসলে বারোটা বাজিয়ে দেব, সাবধান।
অর্ধশত পোস্ট, কোথায় একটু আনন্দ করবো, এমন মন খারাপ করিয়ে দিচ্ছ!! অভিনন্দন গ্রহন করো পিচ্চি বাবুসোনা। তুমি ছাড়া এই আকালে আনন্দের কথা ভাবতেই পারিনা। জেমসের এই গানটি ভীষন প্রিয়। তবে মন খারাপ করা গান শুনতে ইচ্ছে করছেনা এখন। এখন শুনছি “আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার” 😀 তুমিও শোন, মন ভালো হয়ে যাবে। ছুঃ মন্তর ছুঃ দিয়ে দিলাম।
ব্লগার সজীব
মন ভালো হয়ে গিয়েছে আপু।আপনার ছুঃ মন্তর ছুঃ তে ভালোই কাজ হয়েছে।বিষণ্ন রোগীদের জন্য একটি ‘ছুঃ মন্তর ছুঃ ‘ ডাক্তার খানা দিলে পারেন 🙂 আপনাদের মত এত সোনার মানুষ যেখানে আছে,সেখান হতে পালাই কিভাবে? আপনার বাবু সোনা ডাক শুনতে হলেও তো এখানে আসতে হবে (3
সঞ্জয় কুমার
হাফ সেঞ্চুরির শুভেচ্ছা
ব্লগার সজীব
ধন্যবাদ
লীলাবতী
সজীব ভাইয়া এটি কিন্তু ঠিক না।এই সোনেলায় একসাথে কাটিয়েছি কত শত ঘণ্টা হিসেব আছে? আমাদের সবাইকে আনন্দে ভাসিয়ে এভাবে পোষ্ট দেয়ার মানে কি?আজ আমাদের সবার প্রিয় পরীর বিয়ে।তাকে শুভেচ্ছা না জানিয়ে পারবেন আপনি?শুভেচ্ছা না জানালে খারাপ লাগবে না?চেনা পরিচয় নেই,তারপরেও কি আমরা কঠিন এক আত্মার বন্ধনে জড়িয়ে আছি না?ঝটপট চলে আসুন 🙂 বিশ্রাম শেষ -{@
হাফ সেঞ্চুরি পোষ্টের জন্য অভিনন্দন -{@
ব্লগার সজীব
পরী আপুকে শুভেচ্ছা না জানিয়ে কিভাবে থাকতে পারি আমি।শুভেচ্ছা জানিয়েছি তাকে আপু।আরো সতেজ সজীব হয়ে এসেছি 🙂
অরণ্য
চলে যাবি যদি দূরে স্বার্থপর
আমাকে কেন জোছনা দেখালি
হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর
পাথরের বুকে ফুল কেন ফোটালি????????????
https://www.youtube.com/watch?v=DSS_Q9PQL0o
অনেক কি ফুল চাই ফিফটির জন্য!!! তো এই দিলাম… -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@
ভাল থাকুন। ফিরুন আপনার হাসি নিয়ে। 🙂
ব্লগার সজীব
ফিরে এসেছি আপনাদের ভালোবাসায় সিক্ত হতে ভাইয়া,ধন্যবাদ আপনাকে।
মিথুন
আপনি সোনেলায় নেই? এটি ভাবতে পারিনা।আপনাকে দেখেই মন ভালো হয়ে যায় আমার।জলদি আসুন ভাইয়া।
শুভেচ্ছা ৫০ তম পোষ্টের -{@
ব্লগার সজীব
ধন্যবাদ আপনাকে আপু।আপনারা এত ভালো মানুষ যেখানে,সেখানে ফিরে আসতেই হয়।
নীলাঞ্জনা নীলা
সজীব ভাইয়া অফুরান ভালোবাসা। -{@ (3
তবে এ কি শুনছি আপনি ব্লগে ফিরবেন না আর!
কিন্তু আমার মন জানে আবার ফিরবেন, আর অনেক আনন্দ নিয়েই ফিরবেন।
যে মানুষ আনন্দ দেয়, সে নিজে কষ্ট বহন করে। কিন্তু কাউকে কষ্ট দেয়না।
ফিরে আসুন, মন থেকে অপেক্ষা করছি। আড়াল তুলবেন না, নিজেকে সত্যি ভাগ্যহীনা মনে করবো। আমি যাদের খুব ভালোবেসে ফেলি, তারাই সরিয়ে নেয়।
ব্লগার সজীব
আপনার মন সত্যি জানে নীলাদি।”যে মানুষ আনন্দ দেয়, সে নিজে কষ্ট বহন করে। কিন্তু কাউকে কষ্ট দেয়না।”—- সত্যি কথা বলেছেন। ফিরে এসেছি দিদি আরো সতেজ হয়ে।শুভেচ্ছা আপনাকে।
নীলাঞ্জনা নীলা
🙂 😀 :c \|/ -{@ (3
খুব খুশী।
ব্লগার সজীব
খুব কঠিন কথা আপনি সহজ করে বলতে পারেন দিদি। নীলকণ্ঠরা এমনই।
আমিও খুব খুশী,অচেনা অজানা এই আমাকে এতটা ভালোবাসা দিয়ে যাচ্ছেন সবাই -{@
সীমান্ত উন্মাদ
পঞ্চাশতম পোষ্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা। শুধু পঞ্চাশ নয় হাজারো পোষ্টের সমাহার থাকবে আপনা ব্লগিং জীবনে।
তাঁর জন্য সব সময় সীমান্ত উন্মাদের শুভকামনা থাকবে নিরন্তর নিরবধি।
ব্লগার সজীব
ধন্যবাদ আপনাকে।
শুন্য শুন্যালয়
10 তারিখ বলেছিলাম আজ না এলে খবর করে দেব। আসোনি। এবার তোমার খবরের টাইম। অপেক্ষা করো। এবার এমন কিছু পাত্রী ধরে নিয়ে আসবো, 14 জেনারেশনের দাদীদের চেহারা মনে পড়ে যাবে।
ব্লগার সজীব
দুঃখিত আপু,আপনার আদেশ মানতে পারিনি।পাত্রী ধরে আনবেন?আনুন আনুন,আমার একটি গতি করুন আপু।
মেহেরী তাজ
মানুষ ৫০ তম পোষ্ট দিয়ে গায়েব হয়ে যায় তা জানা ছিলো না।
আমিও ভাবতেছি চটজলদী ৫০ তম পোষ্ট দিয়ে গায়েব হবো।
শিষ্য অনেক লুকাচুরি খেলা হইছে এবার ভদ্র বাচ্চার মত বেড় হও।
মেহেরী তাজ
এই সপ্তাহঈ তোমার বর্ডার লাইন,এর মধ্যে না আসলে তোমার শিষ্যত্ব বাতিল বলে গন্য হবে।
তাজ দ্যা প্রমিস। :@
ব্লগার সজীব
ওস্তাদ সপ্তাহ অতিক্রম করেনি।আপনার হুকুম অমান্য করার মত শিষ্য নই আমি -{@
মেহেরী তাজ
ভেরি গুড শিষ্য। -{@
ব্লগার সজীব
-{@ -{@ -{@
কৃন্তনিকা
সবাই মন্তব্য দিয়েই যাচ্ছে
কিন্তু সজীব সাহেব কৈ? কারো কোন মন্তব্যের উত্তর নেই যে… ব্যাপার কি?
আপনি যাদের মন্তব্যের জন্য অপেক্ষা করেন, তারা তো ঢু মারল, কিন্তু ভাইয়া কোথায় হারালো???
অনেকদিন ধরেই লিখতে পারছি না… জানি না লেখার ক্ষমতা চলে গিয়েছে কিনা…
তবে লিখব কোন একদিন।
সজীব ভাইয়ার উত্তরের প্রতীক্ষা সোনেলাবাসী ক্লান্ত…
ব্লগার সজীব
এইতো এসে গিয়েছি আপু।আপনাদের রেখে বেশীদিন থাকা যায়? চলে এসেছি আরো সজীবতা নিয়ে।উপহার এনেছি কিছু,আশাকরি পছন্দ হবে সবার 🙂
আপনার লেখার কত প্রতীক্ষা করি জানেন আপু? জলদি লেখা দিন -{@
অনিকেত নন্দিনী
পঞ্চাশতম পোস্টে শুভেচ্ছা আর শুভকামনা।
আজ কিন্তু ভালো করে দেখে শুভকামনা লিখেছি। অটো সাজেশনের গ্যাঁড়াকলে পড়ে অশুভকামনা হয়ে যেতে দেইনি। 😀
কিন্তু কথা হচ্ছে, পোস্ট দিয়ে ব্লগার পিচ্চি গেলো কই?
ব্লগার সজীব
ধন্যবাদ আপু।অশুভ কামনা করেছিলেন নাকি কাউকে :D) :D) এইতো আমি আপু,আপনাদের চিরচেনা সজীব। আপনার মন্তব্যের ৩৪ মিনিট এর মধ্যে হাজির -{@
রিমি রুম্মান
শুভকামনা এত্তগুলা পোস্টের জন্যে। 🙂
সোনেলা ছেড়ে না যেতে বলবো ভেবেছিলাম।
কিন্তু তার আগেই বিভিন্নজনের মন্তব্য পড়ে জানলাম ফিরে এসেছেন আরও সতেজ ঝরঝরে হয়ে। 😀
অভিনন্দন -{@