তীব্র তাপাদহে জীবন অতিষ্ঠ সবার । আরো কতদিন এমন গরম পরবে কে জানে ? এই সময়ে আপনি যেসব পোষাক ব্যবহার করবেন : এতে গরম থেকে রক্ষা পাবেন নিশ্চিত ।
তীব্র রোদ এবং গরম থেকে রক্ষা পাবার জন্য আমার সেরা পছন্দ এই ধরনের পোষাক । হ্যাভভি লাগছে মডেলদের । আপনাকেও লাগবে হে যুবক ।
তরুনীরা মন খারাপ করবেন না , আপনাদের জন্য এই পোষাক নিয়ে এসেছি । লুকিং ….. ড্যাস ড্যাস ড্যাস 🙂
যে সমস্ত বহিন হিজাব ব্যবহার করেন , তাদের চিন্তাও আমাকে করতে হয় ।
ফ্রেমিক ফ্রেমিকা ভ্রাতা এবং ভিগ্নি গন , আপনাদের জন্য এই ম্যাচিং ড্রেস । বৈশাখ মাস চলছে , লাল রঙ কিন্তু এবার হটেস্ট রঙ 🙂
মেয়েদের হৃদয় হরণ করা দুটো ড্রেস দেখুন
যদি সম্ভব হয় তবে এই গরমে গরীবদের পাশে দাড়ান
আসল কথা হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা যায় , এটি সব সময় সত্য নয় । যদি সত্য হয় তবে এই গরমে অবশ্যই এমন পোষাক পরিধান করুন ।
২৬টি মন্তব্য
প্রহেলিকা
আপনাকে নোবেল দেওয়া উচিত বলে আমি মনে করি, আপনিতো দেখছি আজব একটা মানুষ আপনার লিখা দেখে আমার অবস্থা পুরাই খারাপ শুভেচ্ছা জানামু ক্যামনে ??
ব্লগার সজীব
এখন ভাবুন , গুনীর কদর নেই এ জগতে , আমাকে বাদ দিয়ে নোবেল দিল এক সুদ খোরকে ^:^
জিসান শা ইকরাম
এসব আপনি কি দেখালেন? আমাদের খুন করতে চান? এসব পরে বেড় হলে মানুষ রেগে গিয়ে পিটিয়ে মেরে ফেলবে।
কাটা দিয়ে কাটা তোলা
যায় , এটি সব সময় সত্য নয় । ঠিক।
ব্লগার সজীব
কাটা দিয়ে কাটা তোলা গেলে , গরম দিয়ে গরম বিনাশ করা যাবেনা কেনো ?
লীলাবতী
হিজাব এর ড্রেসটা আমার লাগপে , আপুটার চোখ দুটো এত্তগুলান সুন্দর 🙂
ভাইয়া আপনার বউ শিওর পাগল হয়ে যাবে আপনার এসব উদ্ভট চিন্তায় ।
ব্লগার সজীব
হিজাব কিনে নিন দিদি । লাগতে পারে 🙂 ভাগ্য ভালো আমার বউ নেই :p
ছাইরাছ হেলাল
আপনি এখানে কোন জন আগে সেটা বলুন ।
ব্লগার সজীব
শেষের ছবির আগের জন । বুঝতে এত দেরী কেনো হেলাল ভাই ? -{@
নীলকন্ঠ জয়
মজারু। :D)
কিন্তু “যদি সম্ভব হয় তবে এই গরমে গরীবদের পাশে দাঁড়ান” এই ব্যঙ্গটা না করলেও পারতেন । সত্যি কথা বলতে শেষ পর্যন্ত খুব মজা নিয়ে পড়লেও এখানে এসে আঘাত পেয়েছি।
ধন্যবাদ।
ব্লগার সজীব
দিয়ে দেইনা এই গরমে তাঁদেরকে কম্বল । তাঁরা শীতে ব্যবহার করুক । কোন ব্যংগ করা হয়নি ব্রাদার ।
রিমঝিম বর্ষা
এই পোস্ট পড়েতো ভাই এসির মধ্যে থেকেও ঘাম বাইর হইতেছে। 🙁
ব্লগার সজীব
ঘামের পরেই তো আবার ঠান্ডা আপু ।
সিনথিয়া খোন্দকার
কোথায় যেন দেখেছিলাম গরমে রোদ থেকে বাঁচতে বাইরে থেকে এসে মুখে মূলা ছেঁচে রস লাগাতে। গরমে মূলা কিভাবে পাবে আর বাইরে থেকে ক্লান্ত হয়ে এসে মূলা ছেঁচতে বসবে কিনা সেটা নিয়ে অনেক ভেবেছিলাম। আপনার পোস্ট দেখে আজকে আবারো উদাস হয়ে গেলুম মাইরি। 🙁
বনলতা সেন
শেষের জন আপনি তা বলে দিলে সমস্যা কী?
স্বপ্ন
সজীব ভাই, পোষাক দেখে ঘাম বেড় হয়ে গেলো। কি আইডিয়ারে 🙂
ব্লগার সজীব
:p :p
মানিক পাগলা
লোকটা এত কষ্ট করে “এত্তগুলা সুন্দর” আইডিয়া বের করছে। আপনারা তাকে ধন্যবাদ না দিয়ে বাঁশ দেওয়া শুরু করে দিলেন। একবার একটু ট্রাই করে দেখেন না, আইডিয়া গুলা কাজ করে কিনা। যদি কাজ না করে সেক্ষেত্রে আমরা একটা আলোচনায় বসতে পারি।
আমার পক্ষ থেকে ধন্যবাদ ব্লগার সজীব। আমি আজকে থেকে ট্রাই করা শুরু করলাম। দেখি কাজ হয় কিনা।
“মাগার কাম না হইলে কিন্তু খবর আছে কইলাম।”
ব্লগার সজীব
পাগলা ভাই , গুণীদের কদর এই দেশে নাই ;(
খসড়া
ভাল ফান ঈ করেছেন।
ব্লগার সজীব
আপনিও কম না খসড়া ভাই ।
রিমি রুম্মান
সোনেলায় না এলে এই আইডিয়াটা জানতামই না । আশা করছি ব্যপক উপকৃত হব। ধন্যবাদ ব্লগার ভাই… -{@
ব্লগার সজীব
জি আপু , সোনেলায় না আসলে মিস করতেন 🙂
শুন্য শুন্যালয়
এমন একটা আইডিয়ার জন্য আপনাকে এমন একটা ড্রেস বিনামুল্যে দেয়ার খুব খায়েশ জাগছে ভাইজান,
তীব্র গরমে ভাইজানের মাথা ব্যাপক কুল :Wink:
ব্লগার সজীব
দিন দিন আপু । আপনার ড্রেস সাদরে গ্রহন করা হবে 🙂
অপরাজিতা সারাহ
গ্রমে কি মাথা খ্রাফ হইছে নাকি ভাইজান?নাইলে শীতের ওয়াজ গরমে ক্যান?মনে হয় ছবি পালটায় গেছে!! এইবার শীতেরটা দ্যান,ছেন্ঠু গেঞ্জি আর ‘হাপ প্যান্ট’ :D)
ব্লগার সজীব
:D) ছেন্ঠু গেঞ্জী আর হাফ প্যান্ট তো মাঘ মাসের পোষাক , আসুক মাঘ মাস দিয়ে দেবো 🙂