
পাশে পাশে হেঁটে-যাওয়া মধ্য-বয়স
ধাঁ-ধাঁ-র কালস্রোত হয়ে ঝুলে থাকতে চায় না,
অলক্ষ্য-কে বিনিময় করে নিত্য-নূতনের অভিপ্রায়;
এক চিমটি আগুনের বিনিময় বুঝে নিয়েছে
উল্কি আঁকা আস্ত-মস্ত কুমারী চাঁদ।
এই দেখ, গাঁটের কড়িতে
হাতে নিয়েছে পুনর্জীবিত দারুণ চাবি,
ইচ্ছে হলেই খুলে ফেলতে পারে নবীন-নবীন তালা
যখন তখন,সরব প্রতিযোগিতা করে।
বরফ দেশ, গহীন জঙ্গল, গুহা বা হিমালয়ের চুড়া,
তাঁবু ফেলতে পারে ইচ্ছে হলেই।
শুধু আত্মঘাতী চোখের ঘুঙ্গুর-নাচ
বুঝতে/দেখতে/শুনতে পারে না,
ঈর্ষা-হীন সূক্ষ্ম বিশুদ্ধতার উষ্ণ শীতকাল,
আঁটসাঁট গ্রীষ্ম শেষে অঝোর বর্ষণ-বন্ধন কেটে
আঁটকে পড়া হতভাগ্য এস্কিমো-রাত,
অব্যর্থ দংশন বিষ, জল মেশানো দুধ, সমুদ্রের জলশূন্যতা;
ও
শুধু দেয়ালে আঁকা মৃত্যু পরোয়ানার বিবস্ত্র-গ্রাফিতি
মুছে ফেলতে পারে না।
ছবি নেটের।
২২টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
অব্যর্থ দংশন বিষ, জল মেশানো দুধ, সমুদ্রের জলশূন্যতা;
.
আপনার প্রতিটি কবিতা দু- তিনবার পড়ি তারপর মতামত করি। উল্কি আঁকা চাঁদে এমন লেখনী আপনাকে মানায়, দাদা।
ছাইরাছ হেলাল
আপনি অনেক সুন্দর করে বলেন,
ভাল থাকুন।
কামাল উদ্দিন
পাশে পাশে হেঁটে-যাওয়া মধ্য-বয়সটা হয়তো লেগে আছে আমাদেরকে মধ্য বয়সের সীমানা পেরিয়ে বার্ধক্যে পৌছে দেওয়ার ধান্ধায়
………..শুভ রাত্রি ভাইজান।
ছাইরাছ হেলাল
সহিহ উপলব্ধি, আসলেই সে নানান ধান্দায় আমাদের শেষের সীমানায় পাঠাতে চায়।
সাবধানে থাকবেন আপনি এ সময়ে।
ধন্যবাদ।
কামাল উদ্দিন
ধন্যবাদ বড় ভাই, আমাদের সকলেরই এই সময়ে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলা উচিৎ
ছাইরাছ হেলাল
আল্লাহ আমাদের হেফাজত করবেন এই আশা ই রাখি।
ভাল থাকুন।
আরজু মুক্তা
আজ পড়লাম। কাল সকালে কমেন্টে আসবো
ছাইরাছ হেলাল
আচ্ছা আচ্ছা, তথাস্তু।
সৌবর্ণ বাঁধন
দেয়ালে আঁকা মৃত্যু পরোয়ানার বিবস্ত্র-গ্রাফিতি- উপমায় অমোঘ সত্য এসেছে উঠে। শুভকামনা।
ছাইরাছ হেলাল
জীবনে একটি মাত্র সত্য সত্য, মৃত্যু। মানি বা না-মানি।
ভাল থাকুন।
পপি তালুকদার
“হাতে নিয়েছি পুনর্জীবিত দারুণ চাবি”
আসলে পেলে দারুণ হতো –
ভাব গম্ভীর লেখা।
ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
আরে এমন কিছু না, এটি সূচনা, এর পরে আরো কিছু ভাবনা আছে,
দেখবে সবাই, আপনিও।
ধন্যবাদ।
হালিমা আক্তার
এত সুন্দর কবিতা। ভাষার সুনিপুণ ব্যবহার। মন্তব্য করার সাহস পায় না। শুভকামনা, ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
এই তো মন্তব্য কিন্তু করেই ফেলেছেন, যা যা মনে আসে আপনি এখানে বলে ফেলবেন নির্দ্বিধায়।
ভাল থাকুন।
আরজু মুক্তা
কোনকিছুই উল্টানো সম্ভব নয়। যা লেখা আছে তাই।
একটু মেটাফিজিক্যালি বলি, ” মৃত্যু তোমার মৃত্যু হোক। ”
এটাই সান্ত্বনা।
ছাইরাছ হেলাল
এটি ভাল ছিল, “মৃত্যু তোমার মৃত্যু হোক”
তা হলেই বেঁচে-বর্তে মানবিক ফয়-ফুর্তি জারি রাখতে পারে।
ভাল থাকবেন, পাকা মন্তব্যে।
সুপর্ণা ফাল্গুনী
মৃত্যুর মতো কঠিন, নির্মম সত্য আর কিছু নেই। মধ্য-বয়স, বার্ধক্য সবকিছুর শেষে গন্তব্য একটাই । মৃত্যুকে সাথে নিয়েই তো বেড়ে ওঠা , ডাক আসলেই জীবনপথ বন্ধ হয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। শুভ কামনা রইলো অবিরাম
ছাইরাছ হেলাল
সেটি হতে দিতে পারিনা এত্ত সহজে,
কত কত কাজ-কাম ল্যাহা পড়া বাকী!!
ভাল থাকুন।
তৌহিদুল ইসলাম
সময় বয়ে চলে জীবনের নিয়মে। তবে আয়নার মাঝে কালো কালি যেমন জীবন বেশীরভাগ সময়েই সেভাবে ধরা দেয় অন্যের চোখে। নিজের জীবন নিজের সাথে স্বচ্ছ মনে হলে সেটাই উত্তম।
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
হ্যা স্বচ্ছতা-ই আমাদের জীবনের একমাত্র গন্তব্য। আমরা সেটি অর্জন করতে চাই, মৃত্যুকে সামনে রেখে।
ভাল থাকুন।
সাবিনা ইয়াসমিন
এত সহজ লেখা পড়ে মজা পাই না।
বাড়ির মেইন গেটে উঁকি দিয়েই যদি অন্দর মহলের
সব দেখা যায় তাহলে আর কেন সময়ের ঋণ বাড়ানো!
তার চেয়ে ভালো সোজা পটল ক্ষেতে চলে যাই।
আফটার অল গন্তব্য তো সাথে নিয়েই ঘুরছি।
ছাইরাছ হেলাল
আপনার এই সহজ মন্তব্য এই লেখার সাথে ক্যামনে যায়,
সেটি তো সহজে বুঝতে পারছি না। বুঝিয়ে দিলে উপকৃত হবো।
ভাল থাকুন।