“আল্লাহ ভরসা/আল্লাহ মহান”
২২৪-৪এ, বাসাবো
ঢাকা-১২১৪
১৫ই সেপ্টেম্বর২০১৩
প্রিয় পলাশ,
আশা করি মহান সৃষ্টিকর্তার দয়ায় ভাল আছ। আমিও খোদার ফজলে ভাল আছি। আজ আমি তোমাকে “ইভ টিজিং” সম্পর্কে কিছু লিখতে চাই।
মহান আল্লাহর অপরূপ সৃষ্টি নারী। মহান আল্লাহতালা প্রথম মানব পুরুষ হিসেবে হযরত আদম (আঃ) কে সৃষ্টি করলেন এবং তার সঙ্গী হিসেবে প্রথম মানবি হযরত হাওয়া (আঃ) কে তার সঙ্গী হিসেবে সৃষ্টি করলেন। নারী পুরুষের জন্য যেমন নেয়ামত তেমনি নারীর জন্য পুরুষ বড় নেয়ামত। কিন্তু বর্তমানে আমরা পরস্পর এই নেয়ামতের সঠিক ব্যবহার না করার জন্য আমাদের মাঝে দেখা দিয়েছে নানারকম ভ্রষ্টতা এবং নতুন একটি সামাজিক রোগ। আর এই নতুন রোগটি হল “ইভ টিজিং”। ইভ টিজিং বা প্রকাশ্যে যৌন হয়রানি, পথেঘাটে উত্যক্ত করা বা পুরুষ দ্বারা নারী-নিগ্রহ নির্দেশক একটি প্রচলিত শব্দ যা মূলত ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপালে ব্যবহৃত হয়।এটি তারুণ্যে সংঘটিত একধরনের অপরাধ। এটি এক ধরনের যৌন আগ্রাসন যার মধ্যে রয়েছে যৌন ইঙ্গিত-বাহী মন্তব্য, প্রকাশ্যে অযাচিত স্পর্শ, শিস দেওয়া বা শরীরের সংবেদনশীল অংশে হস্তক্ষেপ। কখনো কখনো একে নিছক রসিকতা গণ্য করা হয় যা অপরাধীকে দায় এড়াতে সহায়ক ভূমিকা পালন করে। অনেক নারীবাদী সংগঠন আরও উপযুক্ত শব্দ দিয়ে ইভ টিজিংকে প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন। তাদের মতে ইভ শব্দের ব্যবহার নারীর আবেদনময়তাকে নির্দেশ করে যে কারণে উত্ত্যক্ত হওয়ার দোষ নারীর উপর বর্তায় আর পুরুষের আচরণ আগ্রাসনের পরিবর্তে স্বাভাবিক হিসেবে ছাড় পায়।ইভ টিজাররা নানান সৃজনশীল কৌশলে মেয়েদের উত্ত্যক্ত করে থাকে। ফলে এ অপরাধ প্রমাণ করা কঠিন। এমনকি অনেক নারীবাদী একে “ছোটখাটো ধর্ষণ” বলে আখ্যায়িত করেছেন।কেউ কেউ ইভ টিজিং থেকে রেহাই পেতে নারীদের রক্ষণশীল পোশাক আশাক পরতে উৎসাহিত করেন। তবে রক্ষণশীল পোশাক পরিহিত নারীরাও ইভ টিজিং-এর শিকার হচ্ছেন এমন উদাহরণও অগণিত। আর এ নিপীড়ন থেকে রেহায় পেতে নারীরা বেছে নিচ্ছে আত্মহননের পথ। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে ইভটি-জাররা সহিংস হয়ে অভিভাবক ও শিক্ষকদেরকেও আক্রমণ করে অনেক সময় হত্যা পর্যন্ত করছে। অতীতে সিমি, মহিমা, ফাহিমাদের আত্মহত্যার জন্য আমাদের মত কিছু যুবকরা দায়ী। (চলবে)
https://www.facebook.com/golammaula.akas/posts/580707531997176
১১টি মন্তব্য
তওসীফ সাদাত
পুরোটা একবারে দিতেন ! ইভ টিজিং নিয়ে লিখছেন, বুঝলাম, এছাড়া আর কিছুই বুঝলাম না 🙁
জি.মাওলা
এই লিখাটা আগের রাতে আঃ পজন্তু লিখে ঘুম দিয়েছিলাম। আজ ২পর্যন্ত লিখতে বসতে পারি নি। আর পড়ে যান বুজতে হবে না
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
চিঠির আকারে লেখা একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা নিয়ে লেখা ভালো হয়েছে —
ধারাবাহিক ভাবে এমন লিখলে ভালোই হয় ।
শুভ কামনা ।
জি.মাওলা
ধন্যবাদ চলবে এটি ………………………
আমার মন
ও, আচ্ছা।
ছাইরাছ হেলাল
ইভ টিজিং একটি ব্যাধি , যা আলোচনার দাবী রাখে ।
বাকী অংশের অপেক্ষা করছি ।
এখানে প্রথম পড়লাম আপনার লেখা ।
স্বাগতম ।
জি.মাওলা
আমি নতুন । ধন্যবাদ
আদিব আদ্নান
শেষটুকু বলে ফেলুন , পড়ে ফেলি ।
জি.মাওলা
আস্তে ধিরে চলুন …… আসবে …… আমি সময় পাই কম। ৩ টা টিউশনি, আবার পড়াশুনা, । কাল রাতেএকটু সময় পেতেই লিখে ফেললুম, যদিও আগে থেকেএকটু চিন্তা ভাবনা মাথায় ছিল। আর ধন্যবাদ
খসড়া
ভাল প্রসংগ। বিস্তারিত লিখুন। প্রতিকারের উপায় লিখুন আলোচনার সুযোগ রাখুন এবং সর্বপরি প্রতিকারের ব্যাপারে বাস্তবেই সোচ্চার হন ও অন্য কে সোচ্চার হতে বলুন। ইভ টিচার যেমন আমাদের সন্তান তেমনি যাকে টিচ করা হচ্ছে সেও আমাদের সন্তান। তাই পরিবার থেকেই আনন্দোলন শুরু করতে হবে।
জি.মাওলা
অবশ্যই আলোচনার সুযোগ আছে। প্রতিকার ও কেন আরা এটি করি টা আসবে আরও পরে ।ধন্যবাদ