ফেসবুকে এত এত ইনবক্সের জবাব কখন দেবো? আমি যতক্ষন অনলাইনে থাকি বেশিরভাগ সময় ব্লগেই থাকি। ফেসবুকেও ব্লগের প্রয়োজনে থাকতে হয়। আর পারতপক্ষে জরুরি প্রয়োজনে ইনবক্সে যেতে হয়। হাই হ্যালো করার সময় পাইনা। এখন কিছুটা অবসর যাচ্ছে বলেই ফেসবুকে নিজের ওয়ালে থাকছি।
যদি এই লেখা কেউ পড়ে থাকেন তবে অনেকেই যেসব সিলি বিষয়ে ইনবক্স করেছেন আপনাদের সবার জবাব এখানেই দিলাম। ভাইয়াদের প্রশ্নের জবাবে ভাইয়া আর আপুদের ক্ষেত্রে আপু বলেই সম্বোধন করেলাম যাতে যার যা প্রশ্ন বুঝতে পারেন। আশাকরি আপনাদের উত্তর পেয়ে যাবেন।
👉 ভাই রিকু একসেপ্ট করেন প্লিজ!
জবাব- একটু অপেক্ষা করুন প্লিজ। আপনার ওয়ালে ফুলফল ছাড়া আর কিছু আছে কিনা দেখতে দিন।
👉 আমারে ঝুলায় রাখছেন কেন?
জবাব- আপু আপনি কি জানেন আপনার ৫০০০ ফ্রেন্ড পূর্ণ হয়েছে? আমারে কি কোলে বসাবেন?
👉 আপনার বন্ধু সংখ্যা কত?
উত্তর- অন্যদের মতো খুব বেশিনা। আমার অল্প বন্ধুই ভালো। ফেসবুকে ফেমাস হলে পেট চালাবো ক্যামনে বলেন?
👉 ভাইয়া আমার পোস্টে লাইক দেননা কেন?
জবাব- পোষ্ট হয়তো ভালো লাগেনি তাই। আর সবসময় ওয়ালে পোষ্ট আসেনা।
👉 ভাই সারাদিন ফেসবুকেই দেখি?
জবাব- আমি বাসায় ছুটি কাটাচ্ছি তাই ফেসবুকে ইদানিং বেশী সময় কাটছে। অফিস খুললে আবারো আগের মতন।
👉 আপনাকে আনফ্রেন্ড করতে বাধ্য হলাম।
জবাব- সানন্দে ভাই। আপনি নিজেই চলে যাচ্ছেন দেখে আমিও আনন্দিত।
👉 ভাই আপনি কি মানুষ বুঝে কমেন্ট করেন নাকি? আমার পোস্টে আসেননা যে?
জবাব- না ভাই, যেহেতু আপনি আমাকে অথবা আমি আপনাকে রিকুয়েস্ট দিয়েছি তাই ধরে নেব দু’জনারই ক্ষেত্রবিশেষে দ্বায়টা একই। এখন আপনি না দিলে আমি কিভাবে লাইক দেই বলুন। শুধু লাইক পাবার জন্যে বন্ধু হয়ে থাকলে স্যরি।
👉 ভাই ইনবক্সের জবাব দেননা কেন?
জবাব- জরুরি প্রয়োজন ছাড়া আমার মোটেও ইনবক্স ভালো লাগেনা।
👉 ভাইজান এত ঘনঘন পোষ্ট দেন কেন?
জবাব- ভাই, কাজ নাই তাই খই ভাজি।
👉 শিক্ষামূলক পোষ্ট দিন, কি যে সব লেখেন?
জবাব- আপু, ফেসবুকে সবসময় সিরিয়াস টাইপ পোষ্ট দিতে ভালোলাগেনা। অনেকেই শিক্ষামূলক পোস্ট দেন। আমিও দেই মাঝেমধ্যে। তবে কাউকে একটু হাসাতে পারলেই আমার ভালো লাগে।
👉 ভাই এমন সব পোস্ট দেন আপনার কি ব্যক্তিত্ব নাই নাকি?
জবাব- ভাইয়া, আপনি আমার কাছে এমন আহামরি কেউ নন যে আপনাকে আমার নিজের ব্যক্তিত্ব দেখাতে হবে। বন্ধুর কাছে আবার ব্যক্তিত্ব কি? যারা জানার আমার সম্পর্কে ঠিকই জানেন।
👉 ভাইয়া প্রোফাইল ছবিটি কিন্তু দারুণ, আপনি কিসে আছেন?
জবাব- প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ২য় প্রশ্নের জবাব আপাতত বলতে পারছিনা। শেষে আবার গালি দিবেন কিনা তাই। তবে সরকারের চাকর আর জনগনের সেবক বলতে পারেন। ফেসবুকের অনেকেই জানেন। হয়তো একসময় আপনিও জানবেন।
👉 আপনারতো খুব অহঙ্কার!
জবাব- তাতো হবেই, দেখেননা গায়ে গতরে কত মোটা আমি!
——————–
মনে রাখবেন, আপনার কাছে আপনার সবচাইতে বাজে ভাবনাটি যেমন আমার সবচাইতে ভালো ভাবনাটির চাইতে দামি, আমার বেলাতেও ঠিক তেমন। তবে অযাচিত উপদেশ আমি পছন্দ করি না এবং পারতপক্ষে অযাচিত কথা অন্যকে বলিও না।
আমাকে আপনার বন্ধু তালিকার স্থান দেবার জন্য ধন্যবাদ।
২৩টি মন্তব্য
সুরাইয়া পারভীন
ফেইসবুকেই পড়েছি আগেও একবার।
জবাব- তাতো হবেই, দেখেননা গায়ে গতরে কত মোটা আমি!
এটা বেশি মজার,,,হা হা হা হা হা।
তৌহিদ
আবারো পড়ার জন্য ধন্যবাদ। যে প্রশ্নের যেমন উত্তর এই আর কি!!
ভালো থাকবেন আপু।
ছাইরাছ হেলাল
এ তো দেখছি বিশাল/বিরাট কেরিক্যাচার!!
কেমনে কী!!
তৌহিদ
ভাই ইনবক্সের যন্ত্রণায় অস্থির হয়ে আছি। বেশিরভাগই করোনা মেসেজ।
সুপায়ন বড়ুয়া
খুব মজা পাইলাম ভাইজান
ধৈর্য আছে বটে।
শুভ কামনা।
তৌহিদ
এতটুকু ধৈর্য না থাকলে সোনেলা ছেড়ে পালাতে হবে নিশ্চিত দাদা।
ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
খুব খুব ভালো উত্তর দিয়েছেন। অনেক মজা লাগলো আবার শিক্ষনীয় কিছু পেলাম। এভাবেই ভালো থাকুন প্রতিনিয়ত। শুভ কামনা রইলো
তৌহিদ
ধন্যবাদ দিদিভাই। ভালো থাকবেন।
জাকিয়া জেসমিন যূথী
চমৎকার লিখেছেন। যেমন প্রশ্ন তেমন জবাব। গতকাল সন্ধ্যায় আমার সাথে এমন একটা ব্যাপার ঘটেছিলো, বিষয়টি নিয়ে লিখবো ভেবে থাকলেও শোক নেমে এসেছে ফ্যামিলিতে তাই আর ল্রখা হয়নি। এখন আবার লিখতে ইচ্ছে করছে।
নিজের মতোই চলুন। কে কি বললো তাতে সব সময় কান দিয়ে লাভ নেই।
তৌহিদ
লিখুন আপু, মনের রাগ ঝেড়ে ফেলুন। দেখবেন হালকা লাগবে। আপনার লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
প্রদীপ চক্রবর্তী
খুবি ভালো প্রতিত্তর দাদা।
শিক্ষণীয় লেখনী।
.
যত্রতত্র ভিডিও ক্লিপ, ভয়েস ক্লিপ, এসব দিয়ে ইনবক্স ভরে ফেলছে।
যা খুবি বিরক্তিকর।
তৌহিদ
দাদা, আমি এখন ইনবক্স ওপেন করাই বন্ধ করে দিয়েছি এসব অত্যাচারে।
ভালো থাকবেন।
রেহানা বীথি
জবাবগুলো পারফেক্ট। মেসেজের জ্বালায় জীবন ঝালাপালা ভাই!
তৌহিদ
ধন্যবাদ আপু। আসলে ইমার্জেন্সি ছাড়া মেসেজ আর পড়া হয়না।
ফয়জুল মহী
ভাই , আপনি মেয়েদের লেখায় বেশী মন্তব্য করেন । এইটা কিন্তু আমি জানি। হা হা হা। মজা পেলাম।
তৌহিদ
আপনি ভুল জানেন মহী ভাই। আমি ভালো লেখায় মন্তব্য করি সে যেই হোক।
নীরা সাদীয়া
ইশ, একটা সময় মানুষ ইনবক্সে প্রচন্ড জ্বালাতো। হাঁড়ির সব খবর তাদেরকে বলতে হবে। প্রোফাইলেে তথ্য দেয়া আছে, তারপরও তাদেরকে সেগুলো ইনবক্সে জানাতে হবে। জোর করে ইনবক্সে আসবে, উত্তর না দিলে ঝগড়া করবে, উল্টোপাল্টা কথা শোনাবে। আরও কত কি! এখন তবু মানুষ কিছুটা সভ্য হয়েছে!
তৌহিদ
বিরক্তিকর এসব মেসেজ আর পড়া হয়না। তবে এখন অনেকেই সাবধানী হয়েছেন। এটাও ভালো দিক।
ধন্যবাদ আপু।
কামাল উদ্দিন
ইনবক্সটা ইদানিং চরম বিরক্তি কর হয়ে উঠেছে। করোনা রেসিপি দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি। অথচ ব্যাটাদের বুঝা উচিৎ ওরা বিরক্ত হতে পারে বলে আমি ওদের এতো কিছু পাঠাই না।
তৌহিদ
ভাই আমিও খুব টায়ার্ড এসব নিয়ে। নাতনী কেমন আছে?
কামাল উদ্দিন
নাতনী আছে বলেই এইঘর কুনো সময়টা ভালো কেটে যাচ্ছে তৌহিদ ভাই। অন্যথায় বোরিং ফিল করতাম। সবাই ভালো আছি, আপনারা কেমন আছেন ভাই?
জিসান শা ইকরাম
আমার কাছে আজকাল তেমন মেসেজ আসে না, জবাব দেইনা তাই।
যারা লিংক দেয়, তাদের স্প্যামে নিয়ে রাখছি। এসবে টাইম দেয়ার সময় নেই আসলে।
পোষ্ট ভালো লেগেছে,
শুভ কামনা।
Chad Saudagar
আপনি সেলেব্রিটি মানুষ ইনবক্স তো করবেই লোকে 😁