ফেসবুকে এত এত ইনবক্সের জবাব কখন দেবো? আমি যতক্ষন অনলাইনে থাকি বেশিরভাগ সময় ব্লগেই থাকি। ফেসবুকেও ব্লগের প্রয়োজনে থাকতে হয়। আর পারতপক্ষে জরুরি প্রয়োজনে ইনবক্সে যেতে হয়। হাই হ্যালো করার সময় পাইনা। এখন কিছুটা অবসর যাচ্ছে বলেই ফেসবুকে নিজের ওয়ালে থাকছি।

যদি এই লেখা কেউ পড়ে থাকেন তবে অনেকেই যেসব সিলি বিষয়ে ইনবক্স করেছেন আপনাদের সবার জবাব এখানেই দিলাম। ভাইয়াদের প্রশ্নের জবাবে ভাইয়া আর আপুদের ক্ষেত্রে আপু বলেই সম্বোধন করেলাম যাতে যার যা প্রশ্ন বুঝতে পারেন। আশাকরি আপনাদের উত্তর পেয়ে যাবেন।

👉 ভাই রিকু একসেপ্ট করেন প্লিজ!

জবাব- একটু অপেক্ষা করুন প্লিজ। আপনার ওয়ালে ফুলফল ছাড়া আর কিছু আছে কিনা দেখতে দিন।

👉 আমারে ঝুলায় রাখছেন কেন?

জবাব- আপু আপনি কি জানেন আপনার ৫০০০ ফ্রেন্ড পূর্ণ হয়েছে? আমারে কি কোলে বসাবেন?

👉 আপনার বন্ধু সংখ্যা কত?

উত্তর- অন্যদের মতো খুব বেশিনা। আমার অল্প বন্ধুই ভালো। ফেসবুকে ফেমাস হলে পেট চালাবো ক্যামনে বলেন?

👉 ভাইয়া আমার পোস্টে লাইক দেননা কেন?

জবাব- পোষ্ট হয়তো ভালো লাগেনি তাই। আর সবসময় ওয়ালে পোষ্ট আসেনা।

👉 ভাই সারাদিন ফেসবুকেই দেখি?

জবাব- আমি বাসায় ছুটি কাটাচ্ছি তাই ফেসবুকে ইদানিং বেশী সময় কাটছে। অফিস খুললে আবারো আগের মতন।

👉 আপনাকে আনফ্রেন্ড করতে বাধ্য হলাম।

জবাব- সানন্দে ভাই। আপনি নিজেই চলে যাচ্ছেন দেখে আমিও আনন্দিত।

👉 ভাই আপনি কি মানুষ বুঝে কমেন্ট করেন নাকি? আমার পোস্টে আসেননা যে?

জবাব- না ভাই, যেহেতু আপনি আমাকে অথবা আমি আপনাকে রিকুয়েস্ট দিয়েছি তাই ধরে নেব দু’জনারই ক্ষেত্রবিশেষে দ্বায়টা একই। এখন আপনি না দিলে আমি কিভাবে লাইক দেই বলুন। শুধু লাইক পাবার জন্যে বন্ধু হয়ে থাকলে স্যরি।

👉 ভাই ইনবক্সের জবাব দেননা কেন?

জবাব- জরুরি প্রয়োজন ছাড়া আমার মোটেও ইনবক্স ভালো লাগেনা।

👉 ভাইজান এত ঘনঘন পোষ্ট দেন কেন?

জবাব- ভাই, কাজ নাই তাই খই ভাজি।

👉 শিক্ষামূলক পোষ্ট দিন, কি যে সব লেখেন?

জবাব- আপু, ফেসবুকে সবসময় সিরিয়াস টাইপ পোষ্ট দিতে ভালোলাগেনা। অনেকেই শিক্ষামূলক পোস্ট দেন। আমিও দেই মাঝেমধ্যে। তবে কাউকে একটু হাসাতে পারলেই আমার ভালো লাগে।

👉 ভাই এমন সব পোস্ট দেন আপনার কি ব্যক্তিত্ব নাই নাকি?

জবাব- ভাইয়া, আপনি আমার কাছে এমন আহামরি কেউ নন যে আপনাকে আমার নিজের ব্যক্তিত্ব দেখাতে হবে। বন্ধুর কাছে আবার ব্যক্তিত্ব কি? যারা জানার আমার সম্পর্কে ঠিকই জানেন।

👉 ভাইয়া প্রোফাইল ছবিটি কিন্তু দারুণ, আপনি কিসে আছেন?

জবাব- প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ২য় প্রশ্নের জবাব আপাতত বলতে পারছিনা। শেষে আবার গালি দিবেন কিনা তাই। তবে সরকারের চাকর আর জনগনের সেবক বলতে পারেন। ফেসবুকের অনেকেই জানেন। হয়তো একসময় আপনিও জানবেন।

👉 আপনারতো খুব অহঙ্কার!

জবাব- তাতো হবেই, দেখেননা গায়ে গতরে কত মোটা আমি!
——————–

মনে রাখবেন, আপনার কাছে আপনার সবচাইতে বাজে ভাবনাটি যেমন আমার সবচাইতে ভালো ভাবনাটির চাইতে দামি, আমার বেলাতেও ঠিক তেমন। তবে অযাচিত উপদেশ আমি পছন্দ করি না এবং পারতপক্ষে অযাচিত কথা অন্যকে বলিও না।

আমাকে আপনার বন্ধু তালিকার স্থান দেবার জন্য ধন্যবাদ।

১১০৭জন ১০১০জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ