ইতি আমি

ওয়ালিনা চৌধুরী অভি ৯ জুলাই ২০১৪, বুধবার, ০১:০৯:৪৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৭ মন্তব্য


বাস্তবতার কড়া ঝাঁঝে মুষড়ে পড়ে আটপৌরে আহ্লাদ
জীবন জুড়ে কি সব টানাপোড়নের আঁকিবুঁকি,
কিছু বুঝি… কিছু বুঝি না।
আমার মন এখনো সেই ছবির হাটের ফুসকার দোকানেই পড়ে আছে ,
ঝিরঝির বৃষ্টি ঘরে ফেরার তাড়া নেই এমন একটা পুরোনো বিকেল
খুব মনে পড়ে ।
হাত জুড়ে রেশমি কাঁচের চুড়ি
ইচ্ছে করে নানান অযুহাতে কিশোরীর মতো হাত নাড়িয়ে কথা বলা ।
চুড়ির রিনিঝিনির মায়া….
এমন ভাব যেন কেউ কিছু বুঝবেই না আমার এসব পাগলামি।
কেউ একজন বলেছিল,
‘জীবনটা হুমায়ূন আহমেদের উপন্যাস না। ‘
কিন্তু আমার তো মীরা, রূপা, নিতু হতে ইচ্ছে করে…..

অথচ কি নিষ্ঠুরভাবে
অস্থির সময়ের পসরা সাজিয়ে বসে আছে অনিশ্চিত ভবিষ্যৎ।

 

৮৫৯জন ৮৫৯জন

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ