বাস্তবতার কড়া ঝাঁঝে মুষড়ে পড়ে আটপৌরে আহ্লাদ
জীবন জুড়ে কি সব টানাপোড়নের আঁকিবুঁকি,
কিছু বুঝি… কিছু বুঝি না।
আমার মন এখনো সেই ছবির হাটের ফুসকার দোকানেই পড়ে আছে ,
ঝিরঝির বৃষ্টি ঘরে ফেরার তাড়া নেই এমন একটা পুরোনো বিকেল
খুব মনে পড়ে ।
হাত জুড়ে রেশমি কাঁচের চুড়ি
ইচ্ছে করে নানান অযুহাতে কিশোরীর মতো হাত নাড়িয়ে কথা বলা ।
চুড়ির রিনিঝিনির মায়া….
এমন ভাব যেন কেউ কিছু বুঝবেই না আমার এসব পাগলামি।
কেউ একজন বলেছিল,
‘জীবনটা হুমায়ূন আহমেদের উপন্যাস না। ‘
কিন্তু আমার তো মীরা, রূপা, নিতু হতে ইচ্ছে করে…..
অথচ কি নিষ্ঠুরভাবে
অস্থির সময়ের পসরা সাজিয়ে বসে আছে অনিশ্চিত ভবিষ্যৎ।
২৭টি মন্তব্য
মশাই
***অথচ কি নিষ্ঠুরভাবে
অস্থির সময়ের পসরা সাজিয়ে বসে আছে অনিশ্চিত ভবিষ্যৎ।***
বিভাগ নিয়ে আপনার দ্বিধা থাকলেও ভুল হয়নি। অসাধারণ কবিতা লিখেছেন , যেকোনো পাঠকের ভাল লাগেবে যদি পড়ে। 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
মন্তব্যে অনুপ্রাণিত হলাম 🙂
আজিম
জীবনের বাস্তবতায় পড়তে যাচ্ছেন, মনে হয়।
ভাল লিখেছেন।
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ………… আজিম -{@
মা মাটি দেশ
:Sad: বুঝলাম আপু ছবিটা দেশী হলে ভাল হত।
ওয়ালিনা চৌধুরী অভি
এমন ধরনের দেশী ছবি পেলামনা । ধন্যবাদ -{@
বনলতা সেন
ছবির হাট শুনেছি খুব ই সুন্দর । সে আপনার ভাবনাতেও পাচ্ছি ।
উপন্যাস না হয়েই যে উপন্যাসের চরিত্র হয়ে গেছি আমরাও ।
বেশ লেখেন আপনি ।
ওয়ালিনা চৌধুরী অভি
ছবির হাটকে মিসাই 🙁
আদিব আদ্নান
বাস্তবতা উপন্যাসকে ও হার মানিয়ে ছাড়ে ।
ওয়ালিনা চৌধুরী অভি
বাস্তবতা উপন্যাসকে ও হার মানিয়ে ছাড়ে (y) (y) -{@
ছাইরাছ হেলাল
জীবন উপন্যাস না তা মনে হয় না । আপনার লেখাও তো উপন্যাসের আলো আধার
ছড়িয়েই রেখেছেন ।
লেখা ভালো থেকে আরও ভালো এর দিকে যাচ্ছে ।
যন্ত্রণার সুবাতাস ছড়াচ্ছেন কেন ?
ওয়ালিনা চৌধুরী অভি
যন্ত্রনায় অভ্যস্থ হয়ে একেই ভালোবেসেছি মনে হচ্ছে :p
জিসান শা ইকরাম
উৎস আর প্রানের কথা কেউ ভুলতে পারেনা ।
জীবনটা আসলে সবারই এমন
কারো জানি , কারোটা জানিনা ।
ভালো লেখা ।
ওয়ালিনা চৌধুরী অভি
হুম , আব্বা ।
আগুন রঙের শিমুল
বাঃ
ওয়ালিনা চৌধুরী অভি
😀
খসড়া
ভাল লাগল।
ব্লগার সজীব
অভি আপু কেমন এক বিষণ্নতা 🙁 (y)
ওয়ালিনা চৌধুরী অভি
কি করবো ভাইয়া , চলে আসে 🙁
সঞ্জয় কুমার
যতই আড়াল করে রাখ আসলে কেউ সুখী নয় । সুন্দর লেখা
ওয়ালিনা চৌধুরী অভি
ঠিক , ধন্যবাদ ।
লীলাবতী
মানুষের এত কষ্ট কেন আপু ?
ওয়ালিনা চৌধুরী অভি
কষ্ট শব্দটি না হলে থাকবেনা তাই 🙂
পুষ্পবতী
অথচ কি নিষ্ঠুরভাবে
অস্থির সময়ের পসরা সাজিয়ে বসে আছে অনিশ্চিত ভবিষ্যৎ।
খুব ভালো লিখেছেন। -{@
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ আপনাকে পুষ্পবতী -{@
শুন্য শুন্যালয়
ইচ্ছে করে নানান অযুহাতে কিশোরীর মতো হাত নাড়িয়ে কথা বলা । ইশ আপু কি সুন্দর লাইন। এতো বিমর্ষতা আর কষ্টের মাঝেও এক কিশোরি মনের অভি আপুকে ঠিক যেনো দেখতে পাচ্ছি। বাস্তবতাকে কাঁচকলা দেখিয়ে দিন। ভালো থাকুন, সবসময়।
ওয়ালিনা চৌধুরী অভি
ধরে ফেলেছেন আমাকে ? :p দেখাচ্ছি তো কাঁচকলা 😀 (y)