ইচ্ছে ছিলো…

শিরিন হক ৩ জুন ২০২০, বুধবার, ০৪:০৯:২২অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

আমাদের কতশত ইচ্ছে ছিলো!
তোমার একটা লম্বা ছুটি আর-
বাচ্চাদের স্কুল ছুটি হলে,
তার পর আমরা সাধ্যকে উপযোগ করে ইচ্ছেদের কাটাছেঁড়া করবো।

সমুদ্র বা পাহাড় দেখিনি কখনো…
যে কোনো একটা বেছে নেবো।

সময়ের তালে দৌড়ে দৌড়ে তুমি যখন ক্লান্ত
আমিও বলিনি আমি কি চাই।
সমুদ্রের তীরে যেয়ে উসুল করে নেবো ইচ্ছের আদর,
আমার অপূর্ণতাকে ভাসিয়ে দেবো নোনাজলে
পূর্ণ প্রেম নিয়ে ফিরবো বাকিটা জীবনের জন্য।

যদি আর না হয় ফেরা!
যদি ইচ্ছেদের নিয়ে যাই কফিনের ভেতর!
যদি তারা হই আকাশের পানে-
তবে তুমি যেনো কেঁদনা!

একজীবনে সব ইচ্ছেরা ডানা মেলে উড়তে পারেনা।
আমি একটা সমু্দ্র না পেলেও পুরো একটা পৃথিবী পেয়েছি এইতো বড় পাওয়া!

১০৪৮জন ৮৭৩জন

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ