আমার প্রিয় কবিতার প্রতিটি শব্দে তোমাকে রাখতে ইচ্ছে করে
তুমি মিশে যাও আমার কবিতার প্রতিটি বর্ণে
তুমি তুমি করে গেয়ে যাবে আমার কবিতার প্রতিটি চরণ
প্রচণ্ড ভিড়ের মাঝে যে কথা স্মৃতি আমাকে নাড়া দিয়ে যায়
সেই স্মৃতিতে তোমাকে রাখতে ইচ্ছে করে
তুমি ডায়েরি হয়ে মিশে যাও বুকের বাম কুঠিরে
তপ্ত রাজপথে চলতে চলতে যদি প্রশান্তির বাতাস ছুঁয়ে যায়
সেই প্রশান্তিতে তোমাকে রাখতে ইচ্ছে করে
তুমি প্রশান্তির সব চিহ্নে স্বাক্ষর হয়ে থাকো আমার দিব্যলোকে
অথবা রাত নিশিতে যদি স্নিগ্ধ চাঁদের আলো আমার উঠোনকে ভরিয়ে দেয়
ইচ্ছে করে তুমি আমার হাতটি ধরে রাখো আলতো করে
ভিজিয়ে নিয়ে জ্যোৎস্না ভরা নীল দীঘির জলে তুমি শুধু আমার হয়ে ।
১১টি মন্তব্য
হতভাগ্য কবি
অদ্ভুত 🙂
হতভাগ্য কবি
(y) (y) (y) (y)
আসমাউল
:THANK-YOU: :THANK-YOU: :THANK-YOU: :THANK-YOU:
নীহারিকা
স্বপ্ন সত্যি হোক।
রাহুল উজ্জ্বল
সব ইচ্ছে পূরন হোক
আসমাউল
:THANK-YOU: :THANK-YOU: :THANK-YOU:
প্রহেলিকা
আপনার সব ইচ্ছা পূরণের জন্য আমিও পার্থনা করবো জানিনা এই অধমের পার্থনা কবুল হবে কিনা। তবে আপনাকে অবশ্যই অসাধারণ কবিতার জন্য শুভেচ্ছা জানাচ্ছি ভাই। শুভকামনা সতত। -{@
আসমাউল
Thanks a lot. :THANK-YOU: :THANK-YOU: :THANK-YOU: :THANK-YOU:
লীলাবতী
খুব সুন্দর
আসমাউল
:THANK-YOU: :THANK-YOU: :THANK-YOU: :THANK-YOU: ………hm
খসড়া
ঘুড়ি তুমি কার আকাশে উড়ো।